নয়াদিল্লি, 9 মে : ভারতীয় পেসার জসপ্রীত বুমরার 400’র বেশি টেস্ট উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে ৷ তবে, বুমরাকে তার জন্য নিজের ফিটনেস ধরে রাখতে হবে ৷ এমনটাই মনে করেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তী কার্টলি অ্যামব্রোজ ৷ তাঁর মতে, ভারতে বর্তমানে বেশ কয়েকজন ভালো পেস বোলার রয়েছেন ৷ তাঁদের মধ্যে জসপ্রীত বুমরা খুব বড় ভক্ত তিনি ৷
ইউটিউবে কার্টলি অ্যান্ড করিশমা শো-তে অ্যামব্রোজ বলেন, ‘‘ভারতে কয়েকজন ভালো ফাস্ট বোলার রয়েছেন ৷ তাঁদের মধ্যে আমি জসপ্রীত বুমরার বড় ফ্য়ান ৷ আমার দেখা অন্যান্য বোলারদের মধ্যে ও সবচেয়ে আলাদা ৷ ওর বোলিং খুবই প্রভাবশালী এবং ভবিষ্যতে ওকে আরও ভাল পারফর্ম করতে দেখতে চাই ৷’’ এর পরেই অ্যামব্রোজ জানান, বুমরার মধ্যে টেস্টে 400 উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে ৷ তবে, তার জন্য বুমরাকে নিজের ফিটনেস ধরে রাখতে হবে বলে মনে করেন তিনি ৷
আরও পড়ুন : কোভিড তহবিলে একদিনে উঠল 3.5 কোটি টাকা, আপ্লুত বিরুষ্কা
অ্যামব্রোজের কথায়, ‘‘বুমরা 400’র বেশি টেস্ট উইকেট নিতে পারেন ৷ তবে, তাঁকে লম্বা সময়ের জন্য খেলতে স্বাস্থ্যবান এবং ফিট থাকতে হবে ৷ তিনি বলকে খুব ভাল সিম ও সুইং করাতে পারেন ৷ সেই সঙ্গে অসাধারণ ইয়র্কর করেন ৷ তাঁর কাছে একাধিক অস্ত্র রয়েছে ৷ তাই তিনি যত বেশিদিন মাঠে খেলতে পারবেন, তত বেশি সেই লক্ষ্যের কাছে পৌঁছতে পারবেন’’ ৷