ETV Bharat / sports

Yuvraj Singh: ইংল্যান্ডের বিরুদ্ধে যুবরাজের ছয় ছক্কার 14 বছর পূর্তি - Stuart Broad

প্রথম টি-20 বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রড’কে এক ওভারে 6টা ছয় মেরে বিশ্বরেকর্ড গড়েছিলেন যুবরাজ সিং ৷ আজ সেই ঐতিহাসিক দিনের 14 বছর পূর্তি ৷ 2007 সালে ডারবানের ওই ম্যাচে 16 বলে 58 রানের ইনিংস খেলেন যুবরাজ ৷

14 Years of Yuvraj Singhs Six Sixes in an Over of Stuart Broad in 2007 T-20 World Cup
ইংল্যান্ডের বিরুদ্ধে যুবরাজের ছয় ছক্কার 14 বছর পূর্তি
author img

By

Published : Sep 19, 2021, 2:14 PM IST

নয়াদিল্লি, 19 সেপ্টেম্বর : 14 বছর আগে আজকের দিনেই ডারবানের কিংগসমেড স্টেডিয়ামে নতুন এক রূপকথার সৃষ্টি করেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং ৷ প্রথম ক্রিকেটার হিসেবে ক্রিকেটের শর্ট ফরম্যাট টি-20’তে এক ওভারে ছ’টা ছয় মারার রেকর্ড গড়েছিলেন যুবরাজ ৷ 2007 সালে প্রথম টি-20 বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে 19তম ওভারে স্টুয়ার্ট ব্রডের বলে ছয়গুলি মেরেছিলেন তিনি ৷ সেই ম্যাচে মাত্র 12 বলে হাফ সেঞ্চুরি করেছিলেন প্রাক্তন এই বাঁ হাতি ব্যাটসম্যান ৷

প্রসঙ্গত, ওই ওভারের আগে যুবরাজের সঙ্গে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিন্টফের বাদানুবাদ হয়েছিল ৷ দুই তারকার তপ্ত বাদানুবাদের শিকার হতে হয়েছিল সেই সময় সদ্য ইংল্যান্ড দলে আসা তরুণ ব্রডকে ৷ যে ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে 218 রান তোলে ৷ ম্যাচটি ভারত 18 রানে জেতে ৷ ওই ম্যাচে যুবরাজ সিং 362.50 স্ট্রাইক রেটে মাত্র 16 বলে 58 রান করেছিলেন ৷ ওপেন করতে নেমে গৌতম গম্ভীর এবং বীরেন্দ্র সেওয়াগও আক্রমণাত্মক ব্যাটিং করেছিলেন ৷ গম্ভীর 41 বলে 58 এবং সেওয়াগ 52 বলে 68 রান করেছিলেন ৷

আরও পড়ুন : IPL 2021 CSK vs MI : মরুশহরে আজ রান বর্ষণের পূর্বাভাস, মুখোমুখি মাহি-হিটম্যান

ওই ম্যাচে 3নং ব্যাট করতে নামা রবিন উথাপ্পা মাত্র 6 রান করে আউট হওয়ার পর যুবরাজ ব্যাট করতে নেমেছিলেন ৷ সেই ম্যাচে যুবি মোট 7টি ছয় ও 3টি চার মেরেছিলেন ৷ আজও বিশ্ব টি-20’র মঞ্চে যুবরাজের সেই ইনিংসের চর্চা করা হয় ৷ 14 বছর পরেও যুবরাজের ওই ইনিংসকে আন্তর্জাতিক টি-20’র মঞ্চে সেরা ইনিংস বলে ধরা হয় ৷ প্রথম টি-20 বিশ্বকাপে যুবরাজ আরও আক্রমণাত্মক ইনিংস খেলেছিলেন ৷ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’শোর উপরে স্ট্রাইক রেটে 70 রানের ইংনিস খেলেন তিনি ৷

আরও পড়ুন : Team India coach: বিরাটদের কোচ হওয়ার প্রস্তাব ফেরালেন মাহেলা

প্রসঙ্গত, সেই বছরেই ওয়েস্ট ইন্ডিজের মাঠে আইসিসি’র 50 ওভারের বিশ্বকাপে গ্রুপ পর্যায় থেকে ছিটকে যেতে হয়েছিল ভারতকে ৷ প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে হার, ভারতীয় দলের ভিত নড়িয়ে দিয়েছিল ৷ পরবর্তী সময়ে শ্রীলঙ্কার বিরুদ্ধেও হারতে হয় রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন ভারতীয় দলকে ৷ আর তার জেরে দেশেও ভারতীয় দলের খেলা নিয়ে সমালোচনা শুরু হয় ৷ যার পরেই অধিনায়কত্ব থেকে সরে যান রাহুল দ্রাবিড় এবং তরুণ মহেন্দ্র সিং ধোনিকে দক্ষিণ আফ্রিকায় টি-20 বিশ্বকাপ দলের অধিনায়ক করে পাঠানো হয় ৷ প্রথমটায় বিসিসিআই টি-20 বিশ্বকাপকে গুরুত্ব দেয়নি ৷ কিন্তু, ধোনির নেতৃত্বে ভারতের তরুণ তুর্কিরা টি-20 বিশ্বকাপ জেতার পরেই ক্রিকেটের ছোট ফরম্যাটের জনপ্রিয়তা বেড়ে যায় ভারতীয় সমর্থকদের মধ্যে ৷ আর যার পরেই ধোনির হাতেই ভারতীয় দলের ব্যাটন তুলে দেওয়া হয় বিসিসিআইয়ের তরফে ৷ যার পরে 2011 সালে 50 ওভারের বিশ্বকাপ জয় ৷ যে জয়ে ব্যাটে ও বলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন যুবরাজ সিং ৷ টুর্নামেন্টে মোট 362 রান এবং বল হাতে 15 উইকেট নিয়েছিলেন তিনি ৷ এর পর 2013 সালে ইংল্যান্ডে ব্রিটিশদের হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত ৷

আরও পড়ুন : Ravi Sastri : ক্যাপ্টেনের পর এবার কোচ ! শাস্ত্রীর কণ্ঠেও বিদায়ের সুর

নয়াদিল্লি, 19 সেপ্টেম্বর : 14 বছর আগে আজকের দিনেই ডারবানের কিংগসমেড স্টেডিয়ামে নতুন এক রূপকথার সৃষ্টি করেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং ৷ প্রথম ক্রিকেটার হিসেবে ক্রিকেটের শর্ট ফরম্যাট টি-20’তে এক ওভারে ছ’টা ছয় মারার রেকর্ড গড়েছিলেন যুবরাজ ৷ 2007 সালে প্রথম টি-20 বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে 19তম ওভারে স্টুয়ার্ট ব্রডের বলে ছয়গুলি মেরেছিলেন তিনি ৷ সেই ম্যাচে মাত্র 12 বলে হাফ সেঞ্চুরি করেছিলেন প্রাক্তন এই বাঁ হাতি ব্যাটসম্যান ৷

প্রসঙ্গত, ওই ওভারের আগে যুবরাজের সঙ্গে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিন্টফের বাদানুবাদ হয়েছিল ৷ দুই তারকার তপ্ত বাদানুবাদের শিকার হতে হয়েছিল সেই সময় সদ্য ইংল্যান্ড দলে আসা তরুণ ব্রডকে ৷ যে ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে 218 রান তোলে ৷ ম্যাচটি ভারত 18 রানে জেতে ৷ ওই ম্যাচে যুবরাজ সিং 362.50 স্ট্রাইক রেটে মাত্র 16 বলে 58 রান করেছিলেন ৷ ওপেন করতে নেমে গৌতম গম্ভীর এবং বীরেন্দ্র সেওয়াগও আক্রমণাত্মক ব্যাটিং করেছিলেন ৷ গম্ভীর 41 বলে 58 এবং সেওয়াগ 52 বলে 68 রান করেছিলেন ৷

আরও পড়ুন : IPL 2021 CSK vs MI : মরুশহরে আজ রান বর্ষণের পূর্বাভাস, মুখোমুখি মাহি-হিটম্যান

ওই ম্যাচে 3নং ব্যাট করতে নামা রবিন উথাপ্পা মাত্র 6 রান করে আউট হওয়ার পর যুবরাজ ব্যাট করতে নেমেছিলেন ৷ সেই ম্যাচে যুবি মোট 7টি ছয় ও 3টি চার মেরেছিলেন ৷ আজও বিশ্ব টি-20’র মঞ্চে যুবরাজের সেই ইনিংসের চর্চা করা হয় ৷ 14 বছর পরেও যুবরাজের ওই ইনিংসকে আন্তর্জাতিক টি-20’র মঞ্চে সেরা ইনিংস বলে ধরা হয় ৷ প্রথম টি-20 বিশ্বকাপে যুবরাজ আরও আক্রমণাত্মক ইনিংস খেলেছিলেন ৷ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’শোর উপরে স্ট্রাইক রেটে 70 রানের ইংনিস খেলেন তিনি ৷

আরও পড়ুন : Team India coach: বিরাটদের কোচ হওয়ার প্রস্তাব ফেরালেন মাহেলা

প্রসঙ্গত, সেই বছরেই ওয়েস্ট ইন্ডিজের মাঠে আইসিসি’র 50 ওভারের বিশ্বকাপে গ্রুপ পর্যায় থেকে ছিটকে যেতে হয়েছিল ভারতকে ৷ প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে হার, ভারতীয় দলের ভিত নড়িয়ে দিয়েছিল ৷ পরবর্তী সময়ে শ্রীলঙ্কার বিরুদ্ধেও হারতে হয় রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন ভারতীয় দলকে ৷ আর তার জেরে দেশেও ভারতীয় দলের খেলা নিয়ে সমালোচনা শুরু হয় ৷ যার পরেই অধিনায়কত্ব থেকে সরে যান রাহুল দ্রাবিড় এবং তরুণ মহেন্দ্র সিং ধোনিকে দক্ষিণ আফ্রিকায় টি-20 বিশ্বকাপ দলের অধিনায়ক করে পাঠানো হয় ৷ প্রথমটায় বিসিসিআই টি-20 বিশ্বকাপকে গুরুত্ব দেয়নি ৷ কিন্তু, ধোনির নেতৃত্বে ভারতের তরুণ তুর্কিরা টি-20 বিশ্বকাপ জেতার পরেই ক্রিকেটের ছোট ফরম্যাটের জনপ্রিয়তা বেড়ে যায় ভারতীয় সমর্থকদের মধ্যে ৷ আর যার পরেই ধোনির হাতেই ভারতীয় দলের ব্যাটন তুলে দেওয়া হয় বিসিসিআইয়ের তরফে ৷ যার পরে 2011 সালে 50 ওভারের বিশ্বকাপ জয় ৷ যে জয়ে ব্যাটে ও বলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন যুবরাজ সিং ৷ টুর্নামেন্টে মোট 362 রান এবং বল হাতে 15 উইকেট নিয়েছিলেন তিনি ৷ এর পর 2013 সালে ইংল্যান্ডে ব্রিটিশদের হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত ৷

আরও পড়ুন : Ravi Sastri : ক্যাপ্টেনের পর এবার কোচ ! শাস্ত্রীর কণ্ঠেও বিদায়ের সুর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.