নয়াদিল্লি, 9 জুলাই : শ্রীলঙ্কা সফরের সূচিতে পরিবর্তন ৷ শ্রীলঙ্কা শিবিরে করোনা ভাইরাসের হানা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ৷ আগামী 13 জুলাইয়ের পরিবর্তে 17 জুলাই থেকে শুরু হবে ভারত বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ় ৷
শ্রীলঙ্কা দলের ব্যাটিং কোচ অ্যান্ডি ফ্লাওয়ার ও ভিডিয়ো অ্যানালিস্ট জিটি নিরোশান করোনা আক্রান্ত হন ৷ তাঁরা দলের সঙ্গে ইংল্যান্ড সফরে ছিলেন ৷ ফলে শ্রীলঙ্কা ক্রিকেটারদের কোয়ারানটিনের মেয়াদ বাড়াতে বাধ্য হয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ৷
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক সিনিয়র আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘‘ 13 জুলাইয়ের পরিবর্তে সিরিজ় শুরু হবে 17 জুলাই থেকে ৷ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে ক্রিকেটারদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ’’ যদিও এর আগেই এমন ইঙ্গিত দিয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, ‘‘ শ্রীলঙ্কা সিরিজ় 17 জুলাই পর্যন্ত স্থগিত হয়ে যেতে পারে ৷ কারণ শ্রীলঙ্কা শিবিরে করোনা ভাইরাস সংক্রমণ হয়েছে ৷’’
আরও পড়ুন : আবারও মেসির চোখের জল, নাকি আর্জেন্টিনার জয়োৎসব ! উত্তর রবিবার
আগের সূচি অনুযায়ী আগামী 13 জুলাই থেকে ওয়ানডে সিরিজ় শুরু হওয়ার কথা ছিল ৷ সিরিজ়ের বাকি দুটি ম্যাচ হত যথাক্রমে 16 ও 19 জুলাই ৷ টি-20 সিরিজ় শুরু হওয়ার কথা ছিল 22 জুলাই ৷ পরের দুটি টি-20 হওয়ার কথা ছিল যথাক্রমে 24 ও 27 জুলাই ৷