ETV Bharat / sports

করোনায় মাতৃহারা জাতীয় দলের স্পিনার, হাসপাতালে লড়ছে বোন

মহিলা ক্রিকেট দলের ডানহাতি লেগস্পিনার বেদা কৃষ্ণমূর্তির মা ও বোন করোনায় আক্রান্ত হন ৷ তাঁদের দুজনকে চিকমাগালুরের একটি হাসপাতালে ভরতি করা হয় ৷

author img

By

Published : Apr 25, 2021, 10:06 AM IST

r Veda Krishnamurthy
r Veda Krishnamurthy

বেঙ্গালুরু, 25 এপ্রিল : করোনা যুদ্ধে হারলেন জাতীয় দলের ক্রিকেটার বেদা কৃষ্ণমূর্তির মা ৷ মাকে হারিয়ে ভেঙে পড়েছেন মিতালি রাজের দলের এই লেগ স্পিনার ৷ করোনায় আক্রান্ত বেদার বোনও ৷ তিনি এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ৷

নেতা, অভিনেতা, ক্রিকেটার থেকে ফুটবলার -করোনার হানা সর্বত্র ৷ মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউ ছাড়েনি কাউকে ৷ সচিন তেন্ডুলকর, ইরফান পাঠান, ইউসুফ পাঠান সহ একাধিক ক্রিকেট ব্যক্তিত্ব আক্রান্ত হয়েছেন ৷ মহিলা ক্রিকেট দলের ডানহাতি লেগস্পিনার বেদা কৃষ্ণমূর্তির মা ও বোন করোনায় আক্রান্ত হন ৷ তাঁদের দুজনকে চিকমাগালুরের একটি হাসপাতালে ভরতি করা হয় ৷ শনিবার মায়ের চিকিৎসার জন্য জরুরি ইঞ্জেকশন জোগাড় করার কাতর আর্জি জানিয়ে টুইট করেন বেদা ৷ ট্যাগ করেন বেঙ্গালুরু দক্ষিণের সাংসদ তেজস্বী সূর্য এবং বিজেপির সর্বভারতীয় সম্পাদক সি টি রবিকে ৷ কিন্তু এই যুদ্ধ জিততে পারেননি তাঁর মা চেলুভাম্বা দেবী ৷

  • Appreciate all the messages I have received about the loss of my Amma. As you can imagine my family is lost without her. We now pray for my sister. I have tested negative & appreciate if you can respect our privacy. My thoughts & prayers go out to those going through the same!!

    — Veda Krishnamurthy (@vedakmurthy08) April 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় নিতে হাসপাতালে সৌরভ, সঙ্গী ডোনা

প্রথম টুইটের কয়েক ঘণ্টা পর মায়ের মৃত্যুর খবর টুইট করে জানান বেদা কৃষ্ণমূর্তি ৷ তিনি লিখেন, "আম্মার মৃত্যুতে যাঁরা সমবেদনা পাঠিয়েছেন তাঁদের ধন্যবাদ ৷ মাকে ছাড়া আমার পরিবার কল্পনাও করা যায় না ৷ এখন আমার বোনের জন্য় প্রার্থনা করুন ৷" তিনি আরও লেখেন, "আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ এই সময়টা আমাদের একা থাকতে দিন ৷ যাঁরা আমার মতো একই সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তাঁদের জন্য আমার প্রার্থনা রইল ৷"

বেঙ্গালুরু, 25 এপ্রিল : করোনা যুদ্ধে হারলেন জাতীয় দলের ক্রিকেটার বেদা কৃষ্ণমূর্তির মা ৷ মাকে হারিয়ে ভেঙে পড়েছেন মিতালি রাজের দলের এই লেগ স্পিনার ৷ করোনায় আক্রান্ত বেদার বোনও ৷ তিনি এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ৷

নেতা, অভিনেতা, ক্রিকেটার থেকে ফুটবলার -করোনার হানা সর্বত্র ৷ মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউ ছাড়েনি কাউকে ৷ সচিন তেন্ডুলকর, ইরফান পাঠান, ইউসুফ পাঠান সহ একাধিক ক্রিকেট ব্যক্তিত্ব আক্রান্ত হয়েছেন ৷ মহিলা ক্রিকেট দলের ডানহাতি লেগস্পিনার বেদা কৃষ্ণমূর্তির মা ও বোন করোনায় আক্রান্ত হন ৷ তাঁদের দুজনকে চিকমাগালুরের একটি হাসপাতালে ভরতি করা হয় ৷ শনিবার মায়ের চিকিৎসার জন্য জরুরি ইঞ্জেকশন জোগাড় করার কাতর আর্জি জানিয়ে টুইট করেন বেদা ৷ ট্যাগ করেন বেঙ্গালুরু দক্ষিণের সাংসদ তেজস্বী সূর্য এবং বিজেপির সর্বভারতীয় সম্পাদক সি টি রবিকে ৷ কিন্তু এই যুদ্ধ জিততে পারেননি তাঁর মা চেলুভাম্বা দেবী ৷

  • Appreciate all the messages I have received about the loss of my Amma. As you can imagine my family is lost without her. We now pray for my sister. I have tested negative & appreciate if you can respect our privacy. My thoughts & prayers go out to those going through the same!!

    — Veda Krishnamurthy (@vedakmurthy08) April 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় নিতে হাসপাতালে সৌরভ, সঙ্গী ডোনা

প্রথম টুইটের কয়েক ঘণ্টা পর মায়ের মৃত্যুর খবর টুইট করে জানান বেদা কৃষ্ণমূর্তি ৷ তিনি লিখেন, "আম্মার মৃত্যুতে যাঁরা সমবেদনা পাঠিয়েছেন তাঁদের ধন্যবাদ ৷ মাকে ছাড়া আমার পরিবার কল্পনাও করা যায় না ৷ এখন আমার বোনের জন্য় প্রার্থনা করুন ৷" তিনি আরও লেখেন, "আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ এই সময়টা আমাদের একা থাকতে দিন ৷ যাঁরা আমার মতো একই সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তাঁদের জন্য আমার প্রার্থনা রইল ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.