ETV Bharat / sports

ICC World Cup 2023: সচিনের বিশ্বরেকর্ড ভাঙলেন 'চেজ মাস্টার' বিরাট কোহলি - Virat Kohli

Chase Master Virat Kohli: মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের নজির টপকে চেজ মাস্টার হয়ে গেলেন বিরাট কোহলি। রবিবার চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করার পথে নতুন ইতিহাস লিখলেন বিরাট। 116 বলে 85 রান করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিলেন কিং কোহলি ৷

সৌঃ টুইটার
ICC World Cup 2023
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 9:08 AM IST

Updated : Oct 9, 2023, 10:26 AM IST

হায়দরাবাদ, 9 অক্টোবর: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট করতে নেমে নয়া রেকর্ড গড়লেন বিরাট কোহলি। চেন্নাইয়ের মাঠে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া 199 রান করে। মাত্র 200 রানের লক্ষ্যে নেমে ভারত 2 রানে 3 উইকেট হারায়। তখন থেকে কোহলিই ভারতীয় ব্যাটিংয়ের বিরাট ভরসা হয়ে ওঠেন।কেএল রাহুলের সঙ্গে 165 রানের পার্টনারশিপ করেন কোহলি। 116 বলে 85 রান করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়ে গড়ে ফেলেন নয়া নজির ৷

চিপকের 85-র পরে রান তাড়া করে জয় তুলে নেওয়া ম্যাচে কোহলির সার্বিক সংগ্রহ দাঁড়ায় 5517 রান। এতদিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করে জয় তুলে নেওয়া ম্যাচে সব থেকে বেশি রানের বিশ্বরেকর্ড ছিল সচিনের। এই নিরিখে তেন্ডুলকরের ঝুলিতে রয়েছে 5490 রান। অর্থাৎ, মাস্টার ব্লাস্টার এবার তালিকার দ্বিতীয় স্থানে চলে গেলেন। সাধে কী আর কোহলিকে চেজ মাস্টার বলা হয়! সাদা বলে আরও একটা রেকর্ড ছিল কিংবদন্তি সচিন তেন্ডুলকরের দখলে। আইসিসি টুর্নামেন্টে সবচেয়ে বেশি (2719) রান ছিল সচিনের। সেই রেকর্ডও ভেঙে দিলেন বিরাট।

শুধু তাই নয়, কোহলি এদিন আরও একটি রেকর্ডের মালিক হন। ওয়ান-ডে বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি, এই তিনটি সীমিত ওভারের আইসিসি ইভেন্ট মিলিয়ে সব থেকে বেশি রান করা ভারতীয় ব্যাটসম্যানে পরিণত হন বিরাট। তিনটি আইসিসি ইভেন্টে কোহলি সাকুল্যে 2785 রান সংগ্রহ করেছেন। এতদিন ভারতীয়দের মধ্যে সীমিত ওভারের আইসিসি ইভেন্টে সব থেকে বেশি রান করার রেকর্ড ছিল সচিনের। তিনি এই নিরিখে 2719 রান সংগ্রহ করেছেন।

জয়ের ভিত কি শুধু ব্যাটেই গড়েছেন বিরাট? তা নয় ৷ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ইনিংসের দ্বিতীয় ওভারে জসপ্রীত বুমরার বলে স্লিপে অনবদ্য ক্যাচ নেন বিরাট কোহলির। শুধু স্লিপ বললে বোঝানো যাবে না। একমাত্র স্লিপ, তাই বিরাটকে ওয়াইড দাঁড়াতে হয়েছিল। ক্যাচটা ছিল ফার্স্ট স্লিপে। বাঁ-দিকে ঝাঁপিয়ে পড়ে সেই ক্যাচ নেন। তাঁর ফিটনেস অনেকের কাছে উদাহরণ। ফিল্ডিংয়ে প্রতিটা মুহূর্তে তাও বোঝান ৷

দ্বিতীয় ইনিংসে ব্যাট করে জয় তুলে নেওয়া ম্যাচে সব থেকে বেশি রান:-

1. বিরাট কোহলি- 5517 রান।
2. সচিন তেন্ডুলকর- 5490 রান।
3. রিকি পন্টিং- 4186 রান।
4.রোহিত শর্মা- 3983 রান।

আরও পড়ুন: কামাল পারফরম্যান্স! কী করে ঘুম ওড়ালেন অজিদের; ফাঁস করলেন জাড্ডু

হায়দরাবাদ, 9 অক্টোবর: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট করতে নেমে নয়া রেকর্ড গড়লেন বিরাট কোহলি। চেন্নাইয়ের মাঠে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া 199 রান করে। মাত্র 200 রানের লক্ষ্যে নেমে ভারত 2 রানে 3 উইকেট হারায়। তখন থেকে কোহলিই ভারতীয় ব্যাটিংয়ের বিরাট ভরসা হয়ে ওঠেন।কেএল রাহুলের সঙ্গে 165 রানের পার্টনারশিপ করেন কোহলি। 116 বলে 85 রান করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়ে গড়ে ফেলেন নয়া নজির ৷

চিপকের 85-র পরে রান তাড়া করে জয় তুলে নেওয়া ম্যাচে কোহলির সার্বিক সংগ্রহ দাঁড়ায় 5517 রান। এতদিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করে জয় তুলে নেওয়া ম্যাচে সব থেকে বেশি রানের বিশ্বরেকর্ড ছিল সচিনের। এই নিরিখে তেন্ডুলকরের ঝুলিতে রয়েছে 5490 রান। অর্থাৎ, মাস্টার ব্লাস্টার এবার তালিকার দ্বিতীয় স্থানে চলে গেলেন। সাধে কী আর কোহলিকে চেজ মাস্টার বলা হয়! সাদা বলে আরও একটা রেকর্ড ছিল কিংবদন্তি সচিন তেন্ডুলকরের দখলে। আইসিসি টুর্নামেন্টে সবচেয়ে বেশি (2719) রান ছিল সচিনের। সেই রেকর্ডও ভেঙে দিলেন বিরাট।

শুধু তাই নয়, কোহলি এদিন আরও একটি রেকর্ডের মালিক হন। ওয়ান-ডে বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি, এই তিনটি সীমিত ওভারের আইসিসি ইভেন্ট মিলিয়ে সব থেকে বেশি রান করা ভারতীয় ব্যাটসম্যানে পরিণত হন বিরাট। তিনটি আইসিসি ইভেন্টে কোহলি সাকুল্যে 2785 রান সংগ্রহ করেছেন। এতদিন ভারতীয়দের মধ্যে সীমিত ওভারের আইসিসি ইভেন্টে সব থেকে বেশি রান করার রেকর্ড ছিল সচিনের। তিনি এই নিরিখে 2719 রান সংগ্রহ করেছেন।

জয়ের ভিত কি শুধু ব্যাটেই গড়েছেন বিরাট? তা নয় ৷ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ইনিংসের দ্বিতীয় ওভারে জসপ্রীত বুমরার বলে স্লিপে অনবদ্য ক্যাচ নেন বিরাট কোহলির। শুধু স্লিপ বললে বোঝানো যাবে না। একমাত্র স্লিপ, তাই বিরাটকে ওয়াইড দাঁড়াতে হয়েছিল। ক্যাচটা ছিল ফার্স্ট স্লিপে। বাঁ-দিকে ঝাঁপিয়ে পড়ে সেই ক্যাচ নেন। তাঁর ফিটনেস অনেকের কাছে উদাহরণ। ফিল্ডিংয়ে প্রতিটা মুহূর্তে তাও বোঝান ৷

দ্বিতীয় ইনিংসে ব্যাট করে জয় তুলে নেওয়া ম্যাচে সব থেকে বেশি রান:-

1. বিরাট কোহলি- 5517 রান।
2. সচিন তেন্ডুলকর- 5490 রান।
3. রিকি পন্টিং- 4186 রান।
4.রোহিত শর্মা- 3983 রান।

আরও পড়ুন: কামাল পারফরম্যান্স! কী করে ঘুম ওড়ালেন অজিদের; ফাঁস করলেন জাড্ডু

Last Updated : Oct 9, 2023, 10:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.