পাল্লেকেলে, 4 সেপ্টেম্বর: এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে সোমবার রোহিত শর্মা অ্যান্ড কোং'য়ের মুখোমুখি অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ নেপাল ৷ বৃষ্টিবিঘ্নিত ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে টস জিতে এদিন বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক ৷ বল হাতে দুরন্ত ছন্দে পাওয়া গেল রবীন্দ্র জাদেজা ও মহম্মদ সিরাজকে ৷ যদিও প্রথম পাঁচ ওভারের মধ্যেই 3টি ক্যাচ মিস করে ভারতীয় দল। যাই হোক শুরুটা খুব একটা ভালো না-হলেও 230 রানের মধ্যে নেপালকে বেঁধে রাখল ভারত ৷ সুপার ফোরে পৌঁছতে মেন ইন ব্লু'র চাই 231 রান ৷
এদিন নেপালের হয়ে সর্বোচ্চ রান করেন আসিফ শেখ (58) ৷ অর্ধশতরানের পর তাঁকে সাজঘরে ফেরান সিরাজ ৷ পরে শামির বলে ঈশানের হাতে ক্যাচ দিয়ে 48 রান করে প্যাভিলিয়নে ফিরে যান সোমপাল কামি ৷ বুমরা দেশে ফিরে যাওয়ায় নেপালের বিরুদ্ধে এদিন একাদশে সুযোগ পেয়েছেন বঙ্গ পেসার ৷ এছাড়া আর কোনও পরিবর্তন করা হয়নি ৷ এছাড়া আর কোনও ব্য়াটারই তেমন সফল হতে পারেননি ৷
-
Innings Break!
— BCCI (@BCCI) September 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
An impressive bowling performance from #TeamIndia 👌 👌
3️⃣ wickets each for @imjadeja & @mdsirajofficial
1️⃣ wicket each @MdShami11, @hardikpandya7 & @imShar
Over to our batters now 👍 👍
Scorecard ▶️ https://t.co/i1KYESEf5t #AsiaCup2023 | #INDvNEP pic.twitter.com/TcbYFMj2lh
">Innings Break!
— BCCI (@BCCI) September 4, 2023
An impressive bowling performance from #TeamIndia 👌 👌
3️⃣ wickets each for @imjadeja & @mdsirajofficial
1️⃣ wicket each @MdShami11, @hardikpandya7 & @imShar
Over to our batters now 👍 👍
Scorecard ▶️ https://t.co/i1KYESEf5t #AsiaCup2023 | #INDvNEP pic.twitter.com/TcbYFMj2lhInnings Break!
— BCCI (@BCCI) September 4, 2023
An impressive bowling performance from #TeamIndia 👌 👌
3️⃣ wickets each for @imjadeja & @mdsirajofficial
1️⃣ wicket each @MdShami11, @hardikpandya7 & @imShar
Over to our batters now 👍 👍
Scorecard ▶️ https://t.co/i1KYESEf5t #AsiaCup2023 | #INDvNEP pic.twitter.com/TcbYFMj2lh
পরবর্তীতে 10 বল বাকি থাকতে অল-আউট হয়ে যায় নেপাল। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন জাদেজা এবং দু'টি উইকেট নেন সিরাজ। একটি করে উইকেট নেন হার্দিক পাণ্ডিয়া ও শার্দূল ঠাকুর। নেপাল ইনিংসের মাঝে একাধিকবার খেলার বিঘ্ন ঘটায় বৃষ্টি ৷ ভারতের ইনিংসে বৃষ্টি এসে ফের খেলা বিঘ্ন ঘটায় কি না, সেটাই দেখার ৷
এই ম্যাচেও যদি বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি?
প্রসঙ্গত, নেপালকে হারিয়ে ও ভারতের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়া 3 পয়েন্ট নিয়ে সুপার ফোরে পৌঁছে গিয়েছে পাকিস্তান। ভারতের বর্তমান পয়েন্ট 1। আজকের ম্যাচ জিতলে 3 পয়েন্ট নিয়ে ভারতও পৌঁছে যাবে সুপার-ফোরে। আর বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে ভারতের পয়েন্ট হবে 2 ও নেপালের 1। তা হলেও ভারতের সুপার ফোরে যাওয়ার ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না। তবে, রোহিত অ্যান্ড কোং এই ম্যাচ হারলে এশিয়া কাপের প্রাথমিক পর্ব থেকেই বিদায় নেবে ভারত।
আরও পড়ুন: নেপালের বিরুদ্ধে টস জিতে বোলিং ভারতের, বুমরার পরিবর্তে একাদশে শামি