ETV Bharat / sports

IND vs AUS 4th Test: অজিদের পাঁচশোর আগেই বেঁধে অগ্নিপরীক্ষায় রোহিত-বিরাটরা - ক্যামেরন গ্রিন

চতুর্থ টেস্টে ক্রমশ চাপের মুখে ভারত (IND vs AUS 4th Test) ৷ উসমান খোয়াজা এবং ক্যামেরন গ্রিনের সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে স্কোর বোর্ডে বড় রান তুলে ফেলেছে ৷ 480 রানে অল-আউট হয়েছে অজিরা (Australia score 480 in 1st innings of Ahmedabad Test) । দিনের শেষে বিনা উইকেটে 36 রানে খেলছে ভারত ।

IND vs AUS 4th Test ETV BHARAT
IND vs AUS 4th Test
author img

By

Published : Mar 10, 2023, 1:34 PM IST

Updated : Mar 10, 2023, 6:22 PM IST

আমেদাবাদ, 10 মার্চ: জোড়া সেঞ্চুরিতে আমেদাবাদের চতুর্থ টেস্টে বড় রান অস্ট্রেলিয়ার ৷ প্রথম ইনিংসে 480 রান তুলল অজিরা । দিনের শেষে বিনা উইকেটে 36 রানে খেলছে ভারত । প্রথমদিন উসমান খোয়াজা (180 রান) সেঞ্চুরি করেন ৷ আজ দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের পর কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করলেন ক্যামেরন গ্রিন (114 রান) ৷ দু’জনে মিলে পঞ্চম উইকেটে 208 রানের পার্টনারশিপ করেন ৷ তবে, জালে চা-বিরতির আগে শেষ 1 ঘণ্টায় 3টি উইকেট নিয়ে ভারতকে ম্যাচে ফেরার সুযোগ করে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ৷ ক্যামেরন গ্রিন 114 রানে অশ্বিনের শিকার হন (India vs Australia 4th Test Day Two) ৷ ভারতীয় স্পিনারের ঝুলিতে এসেছে মোট 6টি উইকেট । এই নিয়ে 32বার এক ইনিংসে 5 বা তার বেশি উইকেট পেলেন অশ্বিন ।

যদিও রবিচন্দ্রনের দাপটেও ক্রমশ কঠিন হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট ৷ সৌজন্য অজি ওপেনার উসমান খোয়াজা এবং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ৷ দু’জনের সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে প্রায় পাঁচশো রান তুলে ফেলেছে অজিরা ৷ ফলে এবার অগ্নিপরীক্ষায় ভারতীয় ব্যাটারার ৷ গত ম্যাচে কার্যত দাঁড়াতেই পারেননি রোহিত শর্মা, বিরাট কোহলিরা । ফলে এই ম্যাচ ব্যাটারদের কাছে চ্যালেঞ্জ হতে চলেছে ।

বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy)-র চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে কোনও উইকেট তুলতে পারেননি ভারতীয় বোলাররা ৷ মহম্মদ শামি, উমেশ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল ৷ 5 বোলারকেই ব্যবহার করে ফেলেছিলেন রোহিত শর্মা ৷ তবে, দ্বিতীয় সেশনে 50 মিনিটের মাথায় অশ্বিনকে সুইপ করতে গিয়ে শ্রীকর ভরতের হাতে ক্যাচ আউট হন ক্যামেরন গ্রিন ৷ এরপর ওই ওভারেই অ্যালেক্স ক্যারিকে শূন্যতে আউট করেন অশ্বিন ৷ প্রথমদিনের 4 উইকেটে 255 রান থেকে আজ সকালে ব্যাটিং শুরু করেন খোয়াজা এবং গ্রিন ৷ শুরুর 10 ওভারে মাত্র 14 রান তোলেন দুই অজি ব্যাটার ৷ আর সেশন শেষ হওয়ার পর 29 ওভারে অস্ট্রেলিয়া মোট 94 রান যোগ করে ফেলে ৷ দ্বিতীয় সেশনের শুরুতেও তেমন কোনও সমস্যায় পড়েনি খোয়াজা-গ্রিন জুটি ৷ আগ্রাসী ব্যাটিং করে ক্যামরন গ্রিন (114 রান) তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরি করলেন এ দিন ৷

আরও পড়ুন: ভাঙল স্মিথ-খোয়াজার 79 রানের জুটি, চা-বিরতির পরেই জাড্ডুর শিকার অজি অধিনায়ক

আমেদাবাদের ব্যাটিং উইকেটে প্রথম ইনিংসে বড় রানের পথে এগোচ্ছে অস্ট্রেলিয়া ৷ সেক্ষেত্রে এই ম্যাচ জিততে হলে ভারতের টপ-অর্ডারকে বড় ইনিংস খেলতে হবে ৷ পাশাপাশি দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে দ্রুত প্যাভিলিয়নে ফেরাতে হবে ভারতীয় বোলারদের ৷ এই টেস্ট ড্র হলে ভারতকে নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজের দিকে তাকিয়ে থাকতে হবে ৷ একমাত্র শ্রীলঙ্কা সিরিজ 2-0 হারলেই ভারত দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছবে ৷ তবে অজিদের হারিয়ে সরাসরি হারিয়েই সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে চায় ভারত ।

আমেদাবাদ, 10 মার্চ: জোড়া সেঞ্চুরিতে আমেদাবাদের চতুর্থ টেস্টে বড় রান অস্ট্রেলিয়ার ৷ প্রথম ইনিংসে 480 রান তুলল অজিরা । দিনের শেষে বিনা উইকেটে 36 রানে খেলছে ভারত । প্রথমদিন উসমান খোয়াজা (180 রান) সেঞ্চুরি করেন ৷ আজ দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের পর কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করলেন ক্যামেরন গ্রিন (114 রান) ৷ দু’জনে মিলে পঞ্চম উইকেটে 208 রানের পার্টনারশিপ করেন ৷ তবে, জালে চা-বিরতির আগে শেষ 1 ঘণ্টায় 3টি উইকেট নিয়ে ভারতকে ম্যাচে ফেরার সুযোগ করে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ৷ ক্যামেরন গ্রিন 114 রানে অশ্বিনের শিকার হন (India vs Australia 4th Test Day Two) ৷ ভারতীয় স্পিনারের ঝুলিতে এসেছে মোট 6টি উইকেট । এই নিয়ে 32বার এক ইনিংসে 5 বা তার বেশি উইকেট পেলেন অশ্বিন ।

যদিও রবিচন্দ্রনের দাপটেও ক্রমশ কঠিন হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট ৷ সৌজন্য অজি ওপেনার উসমান খোয়াজা এবং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ৷ দু’জনের সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে প্রায় পাঁচশো রান তুলে ফেলেছে অজিরা ৷ ফলে এবার অগ্নিপরীক্ষায় ভারতীয় ব্যাটারার ৷ গত ম্যাচে কার্যত দাঁড়াতেই পারেননি রোহিত শর্মা, বিরাট কোহলিরা । ফলে এই ম্যাচ ব্যাটারদের কাছে চ্যালেঞ্জ হতে চলেছে ।

বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy)-র চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে কোনও উইকেট তুলতে পারেননি ভারতীয় বোলাররা ৷ মহম্মদ শামি, উমেশ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল ৷ 5 বোলারকেই ব্যবহার করে ফেলেছিলেন রোহিত শর্মা ৷ তবে, দ্বিতীয় সেশনে 50 মিনিটের মাথায় অশ্বিনকে সুইপ করতে গিয়ে শ্রীকর ভরতের হাতে ক্যাচ আউট হন ক্যামেরন গ্রিন ৷ এরপর ওই ওভারেই অ্যালেক্স ক্যারিকে শূন্যতে আউট করেন অশ্বিন ৷ প্রথমদিনের 4 উইকেটে 255 রান থেকে আজ সকালে ব্যাটিং শুরু করেন খোয়াজা এবং গ্রিন ৷ শুরুর 10 ওভারে মাত্র 14 রান তোলেন দুই অজি ব্যাটার ৷ আর সেশন শেষ হওয়ার পর 29 ওভারে অস্ট্রেলিয়া মোট 94 রান যোগ করে ফেলে ৷ দ্বিতীয় সেশনের শুরুতেও তেমন কোনও সমস্যায় পড়েনি খোয়াজা-গ্রিন জুটি ৷ আগ্রাসী ব্যাটিং করে ক্যামরন গ্রিন (114 রান) তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরি করলেন এ দিন ৷

আরও পড়ুন: ভাঙল স্মিথ-খোয়াজার 79 রানের জুটি, চা-বিরতির পরেই জাড্ডুর শিকার অজি অধিনায়ক

আমেদাবাদের ব্যাটিং উইকেটে প্রথম ইনিংসে বড় রানের পথে এগোচ্ছে অস্ট্রেলিয়া ৷ সেক্ষেত্রে এই ম্যাচ জিততে হলে ভারতের টপ-অর্ডারকে বড় ইনিংস খেলতে হবে ৷ পাশাপাশি দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে দ্রুত প্যাভিলিয়নে ফেরাতে হবে ভারতীয় বোলারদের ৷ এই টেস্ট ড্র হলে ভারতকে নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজের দিকে তাকিয়ে থাকতে হবে ৷ একমাত্র শ্রীলঙ্কা সিরিজ 2-0 হারলেই ভারত দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছবে ৷ তবে অজিদের হারিয়ে সরাসরি হারিয়েই সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে চায় ভারত ।

Last Updated : Mar 10, 2023, 6:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.