মুম্বই, 4 ডিসেম্বর : ওমিক্রনের আতঙ্কে বিরাট কোহলিদের দক্ষিণ আফ্রিকা সফরের ভবিষ্যৎ ছিল দোলাচলে ৷ সেই আশঙ্কা নস্যাৎ করে দিলেন বিসিসিআই সচিব জয় শাহ ৷ জানিয়ে দিলেন, দক্ষিণ আফ্রিকা গিয়ে টেস্ট ও ওয়ানডে সিরিজ় খেলবে ভারত (India will tour South Africa) ৷ তবে করোনার এই নয়া ভ্যারিয়েন্ট (Omicron Scare) বিরাটদের সফরে যে একেবারে প্রভাব ফেলেনি তা বলা যায় না ৷ কারণ টেস্ট, একদিনের সিরিজ় খেলা হলেও ওই সফরে চার ম্যাচের টি-20 সিরিজ় খেলবে না কোহলির দল (Only Test and ODIs during India tour of South Africa tour)৷
এই বিষয়ে সংবাদ সংস্থাকে জয় শাহ জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে বিসিসিআই (BCCI on India tour of South Africa) জানিয়ে দিয়েছে যে তিনটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ় খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারতীয় দল ৷ বাকি থাকা চার ম্যাচের টি-20 সিরিজ় পরে খেলা হবে ৷ তিনি জানিয়েছেন, এই সফরে দুটি দলেরই ক্রিকেটারদের সুরক্ষাকে প্রাধান্য দেওয়া হবে ৷ ক্রিকেটারদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে এর জন্য দুটি দেশের ক্রিকেট বোর্ড লাগাতার আলোচনা চালিয়ে যাচ্ছে ৷
তিনি আরও বলেছেন, "ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে সিরিজ় এক সপ্তাহ পিছিয়ে দেওয়া নিয়ে আলোচনা চলছিল ৷ এর পাশাপাশি ভারত সরকারের সিদ্ধান্তের অপেক্ষা করছিলাম ৷ এই মুহূর্তে ক্রিকেটারদের স্বাস্থ্য এবং সুরক্ষাই সবচেয়ে বেশি প্রয়োজন ৷"
আরও পড়ুন : Sourav plays at Eden : ইডেনের পিচে ‘মহারাজকীয় প্রত্য়াবর্তন’ সৌরভের
আপাতত ভারতীয় 'এ' দল দক্ষিণ আফ্রিকায় দ্বিপাক্ষিক সিরিজ় খেলছে ৷ আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে 3টি টেস্ট, সমসংখ্যক ওডিআই খেলবে সিনিয়র ক্রিকেট দল (India tour of South Africa ) ৷ প্রাথমিকভাবে 8 কিংবা 9 ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় উড়ে যাওয়ার কথা রয়েছে তাঁদের ৷