ETV Bharat / sports

ফের ধাক্কা ভারতীয় শিবিরে, দেশে ফিরছেন উমেশ

মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে পায়ে চোট পান উমেশ । স্ক্যানের রিপোর্ট হাতে পাওয়ার পর তাঁর চতুর্থ টেস্টে খেলার সম্ভাবনাও বাতিল করছে টিম ম্যানেজমেন্ট ৷ উমেশ নিজেও চোট নিয়ে খেলতে চাইছেন না । ভারতীয় দল চাইছে, বরং আগামী ইংল্যান্ড সিরিজের আগে সুস্থ হয়ে উঠুন উমেশ যাদব ৷

Umesh Yadav heads back to India
Umesh Yadav heads back to India
author img

By

Published : Dec 31, 2020, 11:53 AM IST

মেলবোর্ন, 31 ডিসেম্বর : সোমবার, বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনে পায়ের মাংসপেশিতে চোট পান উমেশ যাদব ৷ তারপর থেকেই পরবর্তী ম্যাচে দলে অনিশ্চিত হয়ে পড়েন তিনি ৷ শেষ পর্যন্ত বুধবার রাতেই দেশের উদ্দেশে রওনা দিলেন তিনি ৷ এদিকে ভারতীয় দল চাইছে, আগামী ইংল্যান্ড সিরিজের আগে সুস্থ হয়ে উঠুক উমেশ ৷ এমন পরিস্থিতিতে চিকিৎসার জন্য উমেশকে তড়িঘড়ি দেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল টিম ম্যানেজমেন্ট ৷

আরও পড়ুন: চোটে তৃতীয় টেস্টে নেই উমেশ, অভিষেক হতে পারে নটরাজনের

মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে পায়ে চোট পান উমেশ । ফিজিওর সাহায্যে খোঁড়াতে খোঁড়াতে মাঠের বাইরে বেরিয়ে যান। যা দেখে চোট আঘাতে জর্জরিত ভারতীয় শিবিরে আশঙ্কার মেঘ ঘনাতে শুরু করে । কারণ ইশান্ত, শামির অনুপস্থিতিতে উমেশকে দলের প্রয়োজন ছিল । তবে কাফ মাসলের চোট নিয়ে 7 ডিসেম্বর থেকে শুরু হতে চলা সিরিজের তৃতীয় টেস্টে উমেশকে খেলানোর ঝুঁকি নিতে চাইছে না বোর্ড । স্ক্যানের রিপোর্ট হাতে পাওয়ার পর যা পুরোপুরি বাতিল করা হয় ৷ উমেশ নিজেও চোট নিয়ে খেলতে চাইছেন না ।

টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, উমেশের স্ক্যান রিপোর্টে হাতে এসেছে ৷ যা দেখার পর এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে এই ভারতীয় পেসারের পক্ষে পরবর্তী তৃতীয়, এমনকী চতুর্থ টেস্টে খেলাও সম্ভব না ৷ অতএব সময় নষ্ট না করে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির উদ্দেশে গতরাতেই বিমান ধরেন তিনি ৷

জানা গিয়েছে, উমেশ যাদবের জায়গায় বাকি ম্যাচগুলিতে নবাগত পেশার টি নটরাজনকে আগেই ভাবছিল ম্যানেজমেন্ট ৷ এবার তাতে সম্ভবত সিলমোহর পড়তে চলল।

মেলবোর্ন, 31 ডিসেম্বর : সোমবার, বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনে পায়ের মাংসপেশিতে চোট পান উমেশ যাদব ৷ তারপর থেকেই পরবর্তী ম্যাচে দলে অনিশ্চিত হয়ে পড়েন তিনি ৷ শেষ পর্যন্ত বুধবার রাতেই দেশের উদ্দেশে রওনা দিলেন তিনি ৷ এদিকে ভারতীয় দল চাইছে, আগামী ইংল্যান্ড সিরিজের আগে সুস্থ হয়ে উঠুক উমেশ ৷ এমন পরিস্থিতিতে চিকিৎসার জন্য উমেশকে তড়িঘড়ি দেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল টিম ম্যানেজমেন্ট ৷

আরও পড়ুন: চোটে তৃতীয় টেস্টে নেই উমেশ, অভিষেক হতে পারে নটরাজনের

মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে পায়ে চোট পান উমেশ । ফিজিওর সাহায্যে খোঁড়াতে খোঁড়াতে মাঠের বাইরে বেরিয়ে যান। যা দেখে চোট আঘাতে জর্জরিত ভারতীয় শিবিরে আশঙ্কার মেঘ ঘনাতে শুরু করে । কারণ ইশান্ত, শামির অনুপস্থিতিতে উমেশকে দলের প্রয়োজন ছিল । তবে কাফ মাসলের চোট নিয়ে 7 ডিসেম্বর থেকে শুরু হতে চলা সিরিজের তৃতীয় টেস্টে উমেশকে খেলানোর ঝুঁকি নিতে চাইছে না বোর্ড । স্ক্যানের রিপোর্ট হাতে পাওয়ার পর যা পুরোপুরি বাতিল করা হয় ৷ উমেশ নিজেও চোট নিয়ে খেলতে চাইছেন না ।

টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, উমেশের স্ক্যান রিপোর্টে হাতে এসেছে ৷ যা দেখার পর এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে এই ভারতীয় পেসারের পক্ষে পরবর্তী তৃতীয়, এমনকী চতুর্থ টেস্টে খেলাও সম্ভব না ৷ অতএব সময় নষ্ট না করে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির উদ্দেশে গতরাতেই বিমান ধরেন তিনি ৷

জানা গিয়েছে, উমেশ যাদবের জায়গায় বাকি ম্যাচগুলিতে নবাগত পেশার টি নটরাজনকে আগেই ভাবছিল ম্যানেজমেন্ট ৷ এবার তাতে সম্ভবত সিলমোহর পড়তে চলল।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.