কলকাতা, 15 ফেব্রুয়ারি : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-20 সিরিজ থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর । বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটের কারণেই ছিটকে গেলেন ভারতীয় অলরাউন্ডার । গত শুক্রবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ওয়ান-ডে সিরিজের শেষ ম্যাচে চোট পেয়েছিলেন । ভারতীয় দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে ফিজিওদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি । তাঁর বদলে দলে এসেছেন কুলদীপ যাদব (Washington Sundar ruled out of T20 series) ৷
ওয়ান-ডে সিরিজে নখদাঁতহীন ওয়েস্ট ইন্ডিজ দলকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করতে ভারতকে খুব বেশি পরিশ্রম করতে হয়নি ৷ টি-20 সিরিজে ‘ভারত বধ’ করে সেই ক্ষতে প্রলেপ দিতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ ৷ ফলে রবিবারই অনুশীলনে নেমে পড়েছিল ক্যারিবিয়ানরা ৷ সোমবার বিকেল অনুশীলনে নামল ভারতীয় দলও ৷ কোচ রাহুল দ্রাবিড় প্রথমেই পিচ পরীক্ষা করেন । পরে মাঠেই সেরে নেন ছোট্ট টিম মিটিং ।
আরও পড়ুন : Vikram Rathour On Virat Kohli : দ্রুত বড় ইনিংস খেলবেন কোহলি, আত্মবিশ্বাসী রাঠোর
- — BCCI (@BCCI) February 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
— BCCI (@BCCI) February 14, 2022
">— BCCI (@BCCI) February 14, 2022
প্রথমবার ইডেনে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে অধিনায়ক রোহিত শর্মাকে । তবে প্র্যাকটিসে আকর্ষণের কেন্দ্রে রইলেন বিরাট কোহলিই । ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সদ্যসমাপ্ত ওয়ান-ডে সিরিজে 3 ম্যাচে তাঁর সংগৃহীত রানসংখ্যা 26 ৷ তবু বিরাট কোহলির হয়ে ব্যাট ধরছেন জাতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ৷ জানিয়ে দিয়েছেন, তাঁর বড় রান পাওয়া শুধু সময়ের অপেক্ষা ৷