দুবাই, 10 অক্টোবর: ডিআইসিসি টি20 চ্যাম্পিয়ন্স ট্রফি (DICC T20 Champions Trophy 2022) জিতল ভারতের বধির ক্রিকেট দল ৷ 39 রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা ৷ এদিন সংযুক্ত আরব আমিরশাহীর আজমান শহরের মালেক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে 140 রান তোলে ভারতীয় দল ৷ সেই রান ডিফেন্ড করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত পারফর্মেন্স করেন তাঁরা ৷ ব্যাটে ও বলে দুই বিভাগেই পুরো টুর্নামেন্টের ধারাবাহিকতা বজায় রেখেছেন ভারতীয় বধির ক্রিকেট দলের (India Deaf Cricket Team) খেলোয়াড়রা ৷
অধিনায়ক বীরেন্দ্র সিংয়ের 50 রানের অপরাজিত ইনিংসে ভর করে 4 উইকেট হারিয়ে 140 রান তোলে মেন ইন ব্লু ৷ তবে, আরেক ব্যাটার ইন্দ্রজিৎ যাদব 40 রানের দুর্দান্ত ইনিংস খেলেন ৷ 140 রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে ছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা ৷ দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ 23 রান করেন আর ডু প্লেসিস ৷ ভারতীয় বধির ক্রিকেট অ্যাসসিয়েশনের সিইও রোমা বালওয়ানি এই জয়ে ভারতীয় ক্রিকেটারদের প্রশংসা করেছেন ৷
আরও পড়ুন: শ্রেয়সের শতরানে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে সমতা ফেরাল ভারত
রোমা বালওয়ানি বলেন, ‘‘অতিমারি পরবর্তী সময়ে এটাই আমাদের দলের কোনও আন্তর্জাতিক টুর্নামেন্ট ৷ আইডিসিএ-র কাছে এটি একটি বিশেষ মুহূর্ত ৷ 2018 সালে শেষবার এই টুর্নামেন্টের আয়োজন ভারতে হয়েছিল ৷ এই টর্নামেন্টে অসাধারণ নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক ৷ সেই সঙ্গে কোচ এমপি সিং এবং দেব দত্ত দারুণ কাজ করেছেন ৷ রবিন রাউন্ড এবং সেমিফাইনালে অসাধারণ পারফর্মেন্স করেছে খেলোয়াড়রা ৷ তাঁরা যে ধৈর্য এবং দৃঢ়তা দেখিয়েছেন, তার জেরেই এই সাফল্য এসেছে ৷’’ ভারতীয় বধির ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি সুমিত জৈন ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন ৷