ETV Bharat / sports

ব্যাটে রিঙ্কু, বলে অক্ষর; বিশ্বজয়ীদের উড়িয়ে সিরিজ পকেটে পুরল 'মেন ইন ব্লু'

ভারতের দেওয়া 175 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 154 রানেই থেমে গেল অস্ট্রেলিয়া । 3-1 ব্যবধানে টি-20 সিরিজ জিতে নিল ভারত । ফলে রবিবার চেন্নাইতে নিয়মরক্ষার ম্যাচ খেলতে মাঠে নামবে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2023, 10:45 PM IST

Updated : Dec 2, 2023, 6:32 AM IST

রায়পুর, 1 ডিসেম্বর: বিশ্বকাপের বদলা ? বিশ্বসেরা হওয়ার জ্বালা জুড়োতে আপাত নিরীহ সিরিজ কখনই পারবে না । যদিও একম্যাচ বাকি থাকতেই অজিদের উড়িয়ে টি-20 সিরিজ জিতে সেই ক্ষতে খানিক প্রলেপ দিল 'মেন ইন ব্লু' । সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে বিশ্বজয়ীদের কার্যত উড়িয়ে দিল টিম ইন্ডিয়া । ভারতের দেওয়া 175 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 154 রানেই থেমে গেল ক্যাঙারুরা । 20 রানে চতুর্থ ম্যাচ জিতে 3-1 ব্যবধানে টি-20 সিরিজ পকেটে পুরল ভারত ।

রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল নেই । নেই মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা । বিশ্বকাপ হারের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত যেন ভাঙা হাট । অজিরা তাও গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার কিংবা ফাইনালের নায়ক ট্র্যাভিস হেডকে পেলেও ভারত খেলছে কার্যত বি টিম নিয়ে । তাতেই বিশ্বজয়ীদের কার্যত মাটি ধরাল নীল জার্সিধারীরা ।

175 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দুরন্ত করেছিলেন ট্র্যাভিস হেড (16 বলে 31) । যদিও বাকিরা প্রত্যেকেই ব্যর্থ । ফলে শেষে ম্যাথু ওয়েড 36 রানের ইনিংস খেললেও শেষরক্ষা হয়নি । অক্ষর পটেলের (3 উইকেট) ঘূর্ণিতে কার্যত নাস্তানাবুদ হয়ে যায় অজিরা । 2 উইকেট নিয়েচেন দীপক চাহার ।

বকেয়া বিদ্যুৎ বিল মেটায়নি রায়পুরের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ৷ তাই সংযোগ কেটে দিয়েছে বিদ্যুৎ বিভাগ ৷ 3 কোটি 16 লাখ টাকার বিদ্যুৎ বিল বাকি আছে বলে জানা গিয়েছে ৷ ফলে রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে এদিন ভারত ও অস্ট্রেলিয়ার চতুর্থ টি-20 ম্যাচ অনুষ্ঠিত হয়েছে জেনারেটরের ফ্লাডলাইটের আলোয় ৷

আরও পড়ুন:

  1. টি20 বিশ্বকাপে প্রথমবার উগান্ডা, যোগ্যতা অর্জনে ব্যর্থ জিম্বাবোয়ে
  2. দ্রাবিড়েই আস্থা! রাহুল-সহ কোচিং স্টাফেদের সঙ্গে চুক্তি নবীকরণ বোর্ডের
  3. 'ম্যাক্স' ঝড়ে তীরে এসে তরী ডুবল ভারতের, সিরিজে ব্যবধান কমাল অজিরা

রায়পুর, 1 ডিসেম্বর: বিশ্বকাপের বদলা ? বিশ্বসেরা হওয়ার জ্বালা জুড়োতে আপাত নিরীহ সিরিজ কখনই পারবে না । যদিও একম্যাচ বাকি থাকতেই অজিদের উড়িয়ে টি-20 সিরিজ জিতে সেই ক্ষতে খানিক প্রলেপ দিল 'মেন ইন ব্লু' । সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে বিশ্বজয়ীদের কার্যত উড়িয়ে দিল টিম ইন্ডিয়া । ভারতের দেওয়া 175 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 154 রানেই থেমে গেল ক্যাঙারুরা । 20 রানে চতুর্থ ম্যাচ জিতে 3-1 ব্যবধানে টি-20 সিরিজ পকেটে পুরল ভারত ।

রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল নেই । নেই মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা । বিশ্বকাপ হারের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত যেন ভাঙা হাট । অজিরা তাও গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার কিংবা ফাইনালের নায়ক ট্র্যাভিস হেডকে পেলেও ভারত খেলছে কার্যত বি টিম নিয়ে । তাতেই বিশ্বজয়ীদের কার্যত মাটি ধরাল নীল জার্সিধারীরা ।

175 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দুরন্ত করেছিলেন ট্র্যাভিস হেড (16 বলে 31) । যদিও বাকিরা প্রত্যেকেই ব্যর্থ । ফলে শেষে ম্যাথু ওয়েড 36 রানের ইনিংস খেললেও শেষরক্ষা হয়নি । অক্ষর পটেলের (3 উইকেট) ঘূর্ণিতে কার্যত নাস্তানাবুদ হয়ে যায় অজিরা । 2 উইকেট নিয়েচেন দীপক চাহার ।

বকেয়া বিদ্যুৎ বিল মেটায়নি রায়পুরের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ৷ তাই সংযোগ কেটে দিয়েছে বিদ্যুৎ বিভাগ ৷ 3 কোটি 16 লাখ টাকার বিদ্যুৎ বিল বাকি আছে বলে জানা গিয়েছে ৷ ফলে রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে এদিন ভারত ও অস্ট্রেলিয়ার চতুর্থ টি-20 ম্যাচ অনুষ্ঠিত হয়েছে জেনারেটরের ফ্লাডলাইটের আলোয় ৷

আরও পড়ুন:

  1. টি20 বিশ্বকাপে প্রথমবার উগান্ডা, যোগ্যতা অর্জনে ব্যর্থ জিম্বাবোয়ে
  2. দ্রাবিড়েই আস্থা! রাহুল-সহ কোচিং স্টাফেদের সঙ্গে চুক্তি নবীকরণ বোর্ডের
  3. 'ম্যাক্স' ঝড়ে তীরে এসে তরী ডুবল ভারতের, সিরিজে ব্যবধান কমাল অজিরা
Last Updated : Dec 2, 2023, 6:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.