রায়পুর, 1 ডিসেম্বর: বিশ্বকাপের বদলা ? বিশ্বসেরা হওয়ার জ্বালা জুড়োতে আপাত নিরীহ সিরিজ কখনই পারবে না । যদিও একম্যাচ বাকি থাকতেই অজিদের উড়িয়ে টি-20 সিরিজ জিতে সেই ক্ষতে খানিক প্রলেপ দিল 'মেন ইন ব্লু' । সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে বিশ্বজয়ীদের কার্যত উড়িয়ে দিল টিম ইন্ডিয়া । ভারতের দেওয়া 175 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 154 রানেই থেমে গেল ক্যাঙারুরা । 20 রানে চতুর্থ ম্যাচ জিতে 3-1 ব্যবধানে টি-20 সিরিজ পকেটে পুরল ভারত ।
রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল নেই । নেই মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা । বিশ্বকাপ হারের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত যেন ভাঙা হাট । অজিরা তাও গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার কিংবা ফাইনালের নায়ক ট্র্যাভিস হেডকে পেলেও ভারত খেলছে কার্যত বি টিম নিয়ে । তাতেই বিশ্বজয়ীদের কার্যত মাটি ধরাল নীল জার্সিধারীরা ।
175 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দুরন্ত করেছিলেন ট্র্যাভিস হেড (16 বলে 31) । যদিও বাকিরা প্রত্যেকেই ব্যর্থ । ফলে শেষে ম্যাথু ওয়েড 36 রানের ইনিংস খেললেও শেষরক্ষা হয়নি । অক্ষর পটেলের (3 উইকেট) ঘূর্ণিতে কার্যত নাস্তানাবুদ হয়ে যায় অজিরা । 2 উইকেট নিয়েচেন দীপক চাহার ।
-
An excellent bowling display in Raipur 🙌#TeamIndia take a 3⃣-1⃣ lead in the T20I series with one match to go 👏👏
— BCCI (@BCCI) December 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Scorecard ▶️ https://t.co/iGmZmBsSDt#INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/2kc2WsYo2T
">An excellent bowling display in Raipur 🙌#TeamIndia take a 3⃣-1⃣ lead in the T20I series with one match to go 👏👏
— BCCI (@BCCI) December 1, 2023
Scorecard ▶️ https://t.co/iGmZmBsSDt#INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/2kc2WsYo2TAn excellent bowling display in Raipur 🙌#TeamIndia take a 3⃣-1⃣ lead in the T20I series with one match to go 👏👏
— BCCI (@BCCI) December 1, 2023
Scorecard ▶️ https://t.co/iGmZmBsSDt#INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/2kc2WsYo2T
বকেয়া বিদ্যুৎ বিল মেটায়নি রায়পুরের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ৷ তাই সংযোগ কেটে দিয়েছে বিদ্যুৎ বিভাগ ৷ 3 কোটি 16 লাখ টাকার বিদ্যুৎ বিল বাকি আছে বলে জানা গিয়েছে ৷ ফলে রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে এদিন ভারত ও অস্ট্রেলিয়ার চতুর্থ টি-20 ম্যাচ অনুষ্ঠিত হয়েছে জেনারেটরের ফ্লাডলাইটের আলোয় ৷
আরও পড়ুন: