ETV Bharat / sports

ICC World Cup 2023: 14 বছর পর নন্দনকাননে 'বিরাট' সেঞ্চুরি, আদর্শ ছুঁয়ে জন্মদিন উদযাপন কোহলির - Virat Kohli Birthday in Eden Gardens

ক্রিকেটজীবনে 78টি সেঞ্চুরি কোহলিকে সমসাময়িকদের থেকে অনেকটা এগিয়ে রেখেছে । এই প্রেক্ষাপটে কোহলির প্রতিটি রান এখন কীর্তির মাইলস্টোন ছোঁয়া । জন্মদিনে ইডেনে তাঁর শতরান ৷ কী বললেন 'রানমেশিন' ?

Etv Bharat
জন্মদিনে ইডেনে শতরান বিরাট কোহলির
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2023, 8:15 PM IST

কলকাতা, 5 নভেম্বর: শতরানে জন্মদিন উদযাপন । দেখলে মনে হবে যেন নাট্যকারের কলমে সাজানো চিত্রনাট্য । 2009 সালে ইডেনে সেঞ্চুরি দিয়ে একদিনের ক্রিকেটে শতরানের খাতা খুলেছিলেন । 14 বছর পরে ফের ইডেন পেল সেঞ্চুরিয়ান বিরাট কোহলিকে । যার ব্যাটিং বিক্রম সচিন তেন্ডুলকরের 49টি এদিনের ক্রিকেটের সেঞ্চুরির পাশে তাঁকে বসিয়ে দিল । ক্রিকেটজীবনে 78টি সেঞ্চুরি কোহলিকে সমসাময়িকদের থেকে অনেকটা এগিয়ে রেখেছে । এই প্রেক্ষাপটে কোহলির প্রতিটি রান এখন কীর্তির মাইলস্টোন ছোঁয়া ।

বিরাটের জন্মদিন । উৎসবের মোড়ক যেন গোটা শহরে । মহমেডান ক্লাবের উলটোদিকের পাঁচিলের গায়ে 48 সেঞ্চুরির কাট আউট । যা বল গড়ানোর আগেই মেজাজটা বেঁধে দিয়েছিল । সিএবি-র তরফে বিশেষ স্মারক উপহার তৈরিই ছিল । অর্ডারি কেক । আতসবাজি । এলইডি লাইটের মেগা শো । রেড রোডে 48 কাট আউটে শুভেচ্ছা ও প্রার্থনা । শুভেচ্ছা 35তম জন্মদিনের । প্রার্থনা, ইডেনে সেঞ্চুরি করে ওয়ান ডে ক্রিকেটে সচিন তেন্ডুলকরের কীর্তি স্পর্শ করার । সেই প্রার্থনা এখন ঘোর বাস্তব ।

ইনিংসের ফাঁকে কোহলি জানান, ব্যাটিংয়ের ক্ষেত্রে উইকেটটা সহজ ছিল না । রোহিত এবং শুভমন শুরুটা ভালো করেছিল । আমার দায়িত্ব ছিল রানের সেই গতি বজায় রাখা এবং শেষ পর্যন্ত টিকে থেকে ইনিংসটা টেনে নিয়ে যাওয়া । দশ ওভারের পর থেকে বল স্পিন করতে থাকে এবং আরও ধীরে ব্যাটে আসছিল । আমি ওপরওয়ালার কাছে কৃতজ্ঞ আমাকে খেলার সুযোগ দেওয়া এবং দলের জন্য অবদান রাখতে পারার জন্য । ঐতিহ্যশালী একটা মাঠে এত সমর্থকের সামনে জন্মদিনে শতরান করতে পারাটা একটা বড় বিষয় । পিচ স্লো হচ্ছে, আমাদের বোলিং লাইন আই যথেষ্ট দক্ষ, তবে কঠিন পরিশ্রম জারি রাখতে হবে । পিচের চরিত্র যেদিকে যাচ্ছে তাতে প্রথম দিকে কয়েকটা উইকেট তুলে নিতে পারলে প্রতিপক্ষের উপর চাপ বাড়বে ৷

আরও পড়ুন : নন্দনকাননে শতরান হাঁকিয়ে জন্মদিন উদযাপন কোহলির, ছুঁলেন মাস্টার-ব্লাস্টারের 'বিরাট' নজির

দিনের নায়কের সঠিক বিশ্লেষণ । ভারতীয় ইনিংসের ষষ্ঠ ওভারে রোহিত শর্মা যখন কাগিসো রাবাডার বলে আউট হয়ে ফিরলেন এবং ইডেন গার্ডেন্সের ক্লাব হাউসের ড্রেসিংরুম ছেড়ে মাঠে নামলেন তিনি । গ্যালারির গর্জন শুনে অনেকের বিভ্রম তৈরি হচ্ছিল । দেশের অধিনায়ক প্যাভিলিয়ানে ফিরছেন । যার নামের পাশে ইডেনের বরপুত্রর তকমা । তাঁর আউটে খুশি ইডেন । আসলে রবিবার ইডেন বিরাট কোহলিকে সফল দেখতে চেয়েছিল ।

এর আগে এই উন্মাদনা যাকে ঘিরে হত তিনি এখন আর ক্রিকেট খেলেন না । 24 বছর ধরে সেই চিত্রনাট্যের সঙ্গেই পরিচিত ছিল যে বিশ্ব ক্রিকেট । ভারতের উইকেট পড়লে ভারতীয় ক্রিকেটপ্রেমীরাই গর্জন করবেন । মাস্টার ব্লাস্টার মাঠে নামতেন যে । কোহলিকে ঘিরেও সেই উন্মাদনাই এখন বর্তমান বিশ্ব ক্রিকেটে । বার্থ-ডে বয় তাঁকে ঘিরে উৎসবের মর্যাদাও রাখলেন । 49তম ওয়ান ডে সেঞ্চুরি করে স্পর্শ করলেন সচিনকে । সেই সচিন, যাঁকে দেখে এক সময় কোহলি গেয়ে উঠেছিলেন, 'তুঝ মে রব দিখতা হ্যায়...'। টি-20 বিশ্বকাপে অর্ধশতরান করে ইডেনে সচিনের প্রতি কুর্নিশ আজও মনে রেখেছেন ক্রিকেটভক্তরা ।

121 বলে 101 রানের ইনিংস দশটি বাউন্ডারিতে সাজানো । কোনও হাঁকপাঁক নয় । পরিকল্পিত অঙ্ক কষে প্রথম ওয়ান ডে সেঞ্চুরির মাঠে 49 নম্বর শতরান করে শুধু আরাধ্যের পাশে বসলেন না, ভালোবাসার মর্যাদাও দিলেন ।

আরও পড়ুন : সচিনের রেকর্ড ছুঁয়ে জন্মদিনে শতরান, 'সিটি অফ জয়' আজ বিরাটময়

কলকাতা, 5 নভেম্বর: শতরানে জন্মদিন উদযাপন । দেখলে মনে হবে যেন নাট্যকারের কলমে সাজানো চিত্রনাট্য । 2009 সালে ইডেনে সেঞ্চুরি দিয়ে একদিনের ক্রিকেটে শতরানের খাতা খুলেছিলেন । 14 বছর পরে ফের ইডেন পেল সেঞ্চুরিয়ান বিরাট কোহলিকে । যার ব্যাটিং বিক্রম সচিন তেন্ডুলকরের 49টি এদিনের ক্রিকেটের সেঞ্চুরির পাশে তাঁকে বসিয়ে দিল । ক্রিকেটজীবনে 78টি সেঞ্চুরি কোহলিকে সমসাময়িকদের থেকে অনেকটা এগিয়ে রেখেছে । এই প্রেক্ষাপটে কোহলির প্রতিটি রান এখন কীর্তির মাইলস্টোন ছোঁয়া ।

বিরাটের জন্মদিন । উৎসবের মোড়ক যেন গোটা শহরে । মহমেডান ক্লাবের উলটোদিকের পাঁচিলের গায়ে 48 সেঞ্চুরির কাট আউট । যা বল গড়ানোর আগেই মেজাজটা বেঁধে দিয়েছিল । সিএবি-র তরফে বিশেষ স্মারক উপহার তৈরিই ছিল । অর্ডারি কেক । আতসবাজি । এলইডি লাইটের মেগা শো । রেড রোডে 48 কাট আউটে শুভেচ্ছা ও প্রার্থনা । শুভেচ্ছা 35তম জন্মদিনের । প্রার্থনা, ইডেনে সেঞ্চুরি করে ওয়ান ডে ক্রিকেটে সচিন তেন্ডুলকরের কীর্তি স্পর্শ করার । সেই প্রার্থনা এখন ঘোর বাস্তব ।

ইনিংসের ফাঁকে কোহলি জানান, ব্যাটিংয়ের ক্ষেত্রে উইকেটটা সহজ ছিল না । রোহিত এবং শুভমন শুরুটা ভালো করেছিল । আমার দায়িত্ব ছিল রানের সেই গতি বজায় রাখা এবং শেষ পর্যন্ত টিকে থেকে ইনিংসটা টেনে নিয়ে যাওয়া । দশ ওভারের পর থেকে বল স্পিন করতে থাকে এবং আরও ধীরে ব্যাটে আসছিল । আমি ওপরওয়ালার কাছে কৃতজ্ঞ আমাকে খেলার সুযোগ দেওয়া এবং দলের জন্য অবদান রাখতে পারার জন্য । ঐতিহ্যশালী একটা মাঠে এত সমর্থকের সামনে জন্মদিনে শতরান করতে পারাটা একটা বড় বিষয় । পিচ স্লো হচ্ছে, আমাদের বোলিং লাইন আই যথেষ্ট দক্ষ, তবে কঠিন পরিশ্রম জারি রাখতে হবে । পিচের চরিত্র যেদিকে যাচ্ছে তাতে প্রথম দিকে কয়েকটা উইকেট তুলে নিতে পারলে প্রতিপক্ষের উপর চাপ বাড়বে ৷

আরও পড়ুন : নন্দনকাননে শতরান হাঁকিয়ে জন্মদিন উদযাপন কোহলির, ছুঁলেন মাস্টার-ব্লাস্টারের 'বিরাট' নজির

দিনের নায়কের সঠিক বিশ্লেষণ । ভারতীয় ইনিংসের ষষ্ঠ ওভারে রোহিত শর্মা যখন কাগিসো রাবাডার বলে আউট হয়ে ফিরলেন এবং ইডেন গার্ডেন্সের ক্লাব হাউসের ড্রেসিংরুম ছেড়ে মাঠে নামলেন তিনি । গ্যালারির গর্জন শুনে অনেকের বিভ্রম তৈরি হচ্ছিল । দেশের অধিনায়ক প্যাভিলিয়ানে ফিরছেন । যার নামের পাশে ইডেনের বরপুত্রর তকমা । তাঁর আউটে খুশি ইডেন । আসলে রবিবার ইডেন বিরাট কোহলিকে সফল দেখতে চেয়েছিল ।

এর আগে এই উন্মাদনা যাকে ঘিরে হত তিনি এখন আর ক্রিকেট খেলেন না । 24 বছর ধরে সেই চিত্রনাট্যের সঙ্গেই পরিচিত ছিল যে বিশ্ব ক্রিকেট । ভারতের উইকেট পড়লে ভারতীয় ক্রিকেটপ্রেমীরাই গর্জন করবেন । মাস্টার ব্লাস্টার মাঠে নামতেন যে । কোহলিকে ঘিরেও সেই উন্মাদনাই এখন বর্তমান বিশ্ব ক্রিকেটে । বার্থ-ডে বয় তাঁকে ঘিরে উৎসবের মর্যাদাও রাখলেন । 49তম ওয়ান ডে সেঞ্চুরি করে স্পর্শ করলেন সচিনকে । সেই সচিন, যাঁকে দেখে এক সময় কোহলি গেয়ে উঠেছিলেন, 'তুঝ মে রব দিখতা হ্যায়...'। টি-20 বিশ্বকাপে অর্ধশতরান করে ইডেনে সচিনের প্রতি কুর্নিশ আজও মনে রেখেছেন ক্রিকেটভক্তরা ।

121 বলে 101 রানের ইনিংস দশটি বাউন্ডারিতে সাজানো । কোনও হাঁকপাঁক নয় । পরিকল্পিত অঙ্ক কষে প্রথম ওয়ান ডে সেঞ্চুরির মাঠে 49 নম্বর শতরান করে শুধু আরাধ্যের পাশে বসলেন না, ভালোবাসার মর্যাদাও দিলেন ।

আরও পড়ুন : সচিনের রেকর্ড ছুঁয়ে জন্মদিনে শতরান, 'সিটি অফ জয়' আজ বিরাটময়

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.