কলকাতা, 28 অক্টোবর: ওয়াংখেড়ে থেকে কলকাতা, তবে বাংলাদেশের জন্য ছবিটা বদলাল না ৷ এর আগে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর এবার ডাচেদের বিরুদ্ধেও লজ্জার হার বাংলাদেশি টাইগারদের ৷ পাশাপাশি কার্যত শেষ শাকিব শাকিব আল হাসানদের বিশ্বকাপের চুড়ান্ত পর্বে যাওয়ার স্বপ্ন ৷ আগামী তিন ম্যাচে জিতলেও আর চুড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ নেই বললেই চলে ৷ তাছাড়া নেট রানরেটেও পিছিয়ে বাংলাদেশ ৷ শনিবার ডাচবাহিনীর সামনে বাংলাদেশের একপেশে আত্মসমর্পণের সাক্ষী ইডেন ৷ জয়ের জন্য দরকার ছিল মাত্র 230 রান ৷ কিন্তু সেই রানও লিটন দাস-নাজমুল হোসেন শান্তদের তুলতে দেননি ডাচ বোলাররা ৷
আরিয়ান দত্ত, ভ্যান বিকরা এর আগে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন ৷ ইডেনের 22 গজে বাংলাদেশও নাস্তানাবুদ তাদের নিয়ন্ত্রিত আক্রমণের সামনে ৷ টপ-অর্ডারে মেহেদি হাসান মিরাজ ছাড়া আর কেউই তেমন স্বচ্ছন্দে ব্যাটিং করতে পারেননি ৷ নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম সকলেই ক্ষণিকের অতিথি ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
হতাশ করেন অধিনায়ক শাকিবও ৷ বল হাতে মাত্র একটি উইকেট এসেছিল তাঁর ঝুলিতে ৷ আর ব্যাট হাতে তিনি করেন মাত্র 5 রান ৷ চলতি বিশ্বকাপের শুরু থেকেই বিতর্ক চলছে তাঁকে ঘিরে ৷ ব্যাটে বলে তার জবাব দিতে ব্যর্থ অধিনায়ক ৷ যার জেরে 113 রানেই 8 উইকেট খুইয়ে রীতিমতো চাপে পড়ে যায় বাংলাদেশ ৷ অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ চেষ্টা করেও দলকে জয় এনে দিতে পারেননি ৷ শেষমেশ 142 রানে শেষ হয়ে যায় বাংলাদেশ ইনিংস ৷
-
A crucial spell from pacer Paul van Meekeren helped Netherlands garner a classic win in Kolkata 👊
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
It also wins him the @aramco #POTM 🎉#CWC23 | #NEDvBAN pic.twitter.com/cGqvUeVJWw
">A crucial spell from pacer Paul van Meekeren helped Netherlands garner a classic win in Kolkata 👊
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 28, 2023
It also wins him the @aramco #POTM 🎉#CWC23 | #NEDvBAN pic.twitter.com/cGqvUeVJWwA crucial spell from pacer Paul van Meekeren helped Netherlands garner a classic win in Kolkata 👊
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 28, 2023
It also wins him the @aramco #POTM 🎉#CWC23 | #NEDvBAN pic.twitter.com/cGqvUeVJWw
আরও পড়ুন: গিলক্রিস্টের ভক্ত স্কট এডওয়ার্ডস, খেলা দেখতে ইডেনে হাজির দাদা ক্রিস
দিনের শুরুতে অধিনায়ক স্কট এডওয়ার্ডসের 68 রানের ইনিংসে ভর দিয়ে ইডেনে বাংলাদেশের 230 রানের টার্গেট রেখেছিল ডাচরা ৷ স্কোর দেখে তা তেমন বিপজ্জনক মনে হয়নি ৷ কিন্তু বোলিংয়ে ম্যাচের রাশ ঘুরিয়ে দেন পল ভ্যান মিকিরেন, বাস ডি লিডি, আরিয়ান দত্তরা ৷ বিশেষত ভ্যান মিকিরেনের জোরালো পেস আক্রমণের সামনে তো জবাবই খুঁজে পাননি চণ্ডিকা হাতুরুশিঙ্গার ছেলেরা ৷ দলের হয়ে এদিন সর্বোচ্চ চার উইকেট শিকার করেন পল ৷ দু'টি উইকেট তুলে নেন বাস ডি লিডি ৷ 87 রানে এই ম্যাচ জিতে চলতি বিশ্বকাপে দ্বিতীয় জয় তুলে নিল নেদারল্যান্ডস ৷ এর ফলে পয়েন্ট টেবিলে তারা এখন রয়েছে অষ্টম স্থানে ৷ আর শাকিবের বাংলাদেশ রয়েছে নবম স্থানে ৷