গুজরাত, 14 অক্টোবর: ওডিআই বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে এক সপ্তাহ হল। তবুও মাঠের অর্ধেক ফাঁকা গ্যালারি, বাতিল হয়ে যাওয়া উদ্বোধনী অনুষ্ঠান সবকিছু মিলিয়ে কোথাও যেন কেটে যাচ্ছিল ছন্দটা। মনে হচ্ছিল কোথায় যেন একটা ফাঁক থেকে যাচ্ছে। তবে আজকের ভারত-পাকিস্তান ম্যাচের আগেই এই ছবিটা যেন এক ধাক্কায় বদলে গিয়েছে ৷ বিশ্বকাপ উত্তেজনার পারদের সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে আয়োজকদের ব্যস্ততা। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের আগে শহরের অবস্থা এতটাই খারাপ যে হোটেলে জায়গা না-পেয়ে হাসপাতালে মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছেন ক্রিকেট ভক্তরা। সেই সঙ্গে রয়েছে টিকিটের জন্য হাহাকার থেকে শুরু করে কালোবাজারি। এমন অবস্থা যে, ব্ল্যাকে ম্যাচের টিকিট বিক্রি হয়েছে 25 হাজার টাকায়!
-
#WATCH | Gujarat: Singer Arijit Singh arrives in Ahmedabad for the India Vs Pakistan ICC Cricket World Cup match today#INDvsPAK pic.twitter.com/WnJtaooKRT
— ANI (@ANI) October 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Gujarat: Singer Arijit Singh arrives in Ahmedabad for the India Vs Pakistan ICC Cricket World Cup match today#INDvsPAK pic.twitter.com/WnJtaooKRT
— ANI (@ANI) October 14, 2023#WATCH | Gujarat: Singer Arijit Singh arrives in Ahmedabad for the India Vs Pakistan ICC Cricket World Cup match today#INDvsPAK pic.twitter.com/WnJtaooKRT
— ANI (@ANI) October 14, 2023
আজ সকাল থেকেই আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পৌঁছে গিয়েছেন বহু মানুষ। খেলা শুরু আগে জমকালো সঙ্গীতানুষ্ঠানেরও আয়োজন হয়েছে ৷ মেলোডি কিং অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন ও সুখবিন্দর সিংরা যে বাড়তি আকর্ষণ তা আর বলার অপেক্ষা রাখে না ৷ এছাড়াও বিসিসিআইয়ের তরফে পাওয়া গোল্ডেন টিকিট প্রাপক অমিতাভ বচ্চন, রজনীকান্ত ও মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরেরও উপস্থিত থাকার কথা রয়েছে ৷ তার আগে ইটিভি ভারত গুজরাতের এই স্টেডিয়ামে বাইরের দর্শকদের সঙ্গে কথা বলার চেষ্টা করে।
-
#WATCH | Gujarat: Cricket fans throng Narendra Modi stadium in Ahmedabad ahead of the India Vs Pakistan match today#INDvsPAK pic.twitter.com/cZtbrhEenT
— ANI (@ANI) October 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Gujarat: Cricket fans throng Narendra Modi stadium in Ahmedabad ahead of the India Vs Pakistan match today#INDvsPAK pic.twitter.com/cZtbrhEenT
— ANI (@ANI) October 14, 2023#WATCH | Gujarat: Cricket fans throng Narendra Modi stadium in Ahmedabad ahead of the India Vs Pakistan match today#INDvsPAK pic.twitter.com/cZtbrhEenT
— ANI (@ANI) October 14, 2023
সেখান থেকেই জানা গিয়েছে, দর্শকরা 15 থেকে 25 হাজার টাকা খরচ করে টিকিট কিনছেন ৷ ইটিভি ভারতের প্রতিনিধিকে ওড়িশা থেকে আসা সিমার সালুজা এবং তাঁর বন্ধু বলেন, "আমরা ওড়িশা থেকে এসেছি এবং টিকিট পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলাম ৷ কিন্তু টিকিট পাইনি। তাই 25 হাজার টাকায় টিকিট কিনেছি ৷"
এছাড়াও রাজস্থানের এক যুবক ইটিভি ভরতকে বলেন, "আমিও এই টিকিটটি 15 হাজার টাকা দিয়ে ব্ল্যাকে কিনেছি আর আমার সঙ্গে যে দলটা এসেছে তারাও একইভাবে টিকিট কিনেছে।" এর আগে, আমেদাবাদে দেদার বিক্রি হয়েছে ভারত-পাকিস্তান বিশ্বকাপ ম্যাচের নকল টিকিট। যে চার ব্যক্তি এই ভুয়ো টিকিট বানানোর কাজে যুক্ত ছিলেন, তাদেরকেও গ্রেফতার করেছে আমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ। ভারত-পাকিস্তান ওডিআই বিশ্বকাপের ম্যাচের জন্য নকল টিকিট বিক্রি করা 4 তরুণকে গ্রেফতার করার পাশাপাশি 200টি ভুয়ো টিকিট উদ্ধার করা হয়েছে এর আগে ।
আরও পড়ুন: পাতে খাঁকড়া-জালেবি, মহারণের আগে ফুরফুরে পাক ক্রিকেটাররা