চেন্নাই, 23 অক্টোবর: ফের অসম্ভবকে সম্ভব করল আফগানিস্তান ৷ কয়েকদিন আগেই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ধরাশায়ী করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন রাশিদ খান-মুজিব-উর-রহমানরা ৷ সোমবার পাকিস্তানের বিরুদ্ধেও বড় জয় তুলে নিল আফগানবাহিনী ৷ 283 রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই মেজাজি ব্যাটিংয়ে মাত্র 2 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান ৷ রহমত-উল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরানের 130 রানের ওপেনিং পার্টনারশিপ আফগানদের জয়ের রাস্তা তৈরি করে দিয়েছিল ৷ সেই রাস্তায় হেঁটে হাসতে হাসতে ম্যাচ দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রহমত শাহ ৷
প্রথম 21 ওভারেই আফগান ওপেনিং জুটির বিধ্বংসী ব্যাটিং শাহিদ আফ্রিদি-হ্যারিস রাউফদের ব্যাকফুটে ঠেলে দেয় ৷ বিশ্বকাপে এটাই ছিল আফগানিস্তানের সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ ৷ মাত্র 53 বলে 9টি বাউন্ডারি এবং 1টি ওভার বাউন্ডারি সহযোগে 65 রানের মারকুটে ইনিংস খেলেন গুরবাজ ৷ পার্টনারশিপে অ্যাঙ্কারের দায়িত্ব পালন করেন ইব্রাহিম ৷ 113 বলে 10টি চার দিয়ে সাজানো ঝকঝকে 87 রানের ইনিংস উপহার দেন তিনি ৷ এর আগেই পাকিস্তানের বিরুদ্ধে 227 রানের বিশাল পার্টনারশিপ করার রেকর্ড ছিল এই দুই খেলোয়াড়ের নামে ৷ এদিনও এই দুই ব্যাটারের ব্যাট থেকে এল একের পর এক দর্শনীয় স্ট্রোক ৷
আফগান ইনিংসের তৃতীয় অর্ধশতরানটি আসে রহমত শাহের ব্যাট থেকে ৷ অতীতেও বহুবার গুরবাজ-ইব্রাহিমরা আউট হওয়ার পর জেতা ম্য়াচ মাঠে ফেলে এসেছে আফগানিস্তান ৷ তবে চিপকে তেমন কোনও দুর্ঘটনা ঘটতে দেননি রহমত শাহ-হাসমতউল্লাহ শাহিদি ৷ অধিনায়ক শাহিদিও এদিন দায়িত্বশীল ব্যাটিং করেন ৷ তিনি অপরাজিত থাকেন ব্যক্তিগত 48 রানে ৷ আর 84 বলে 77 রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন রহমত ৷ আফগান ব্যাটারদের সামনে এদিন পাক বোলিংকে ছন্নছাড়া মনে হচ্ছিল ৷
-
A composed 87 from Ibrahim Zadran helped Afghanistan to their maiden ODI win against Pakistan 👏
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
It also helps him win the @aramco #POTM 🎉#CWC23 | #PAKvAFG pic.twitter.com/pUjWiYCery
">A composed 87 from Ibrahim Zadran helped Afghanistan to their maiden ODI win against Pakistan 👏
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 23, 2023
It also helps him win the @aramco #POTM 🎉#CWC23 | #PAKvAFG pic.twitter.com/pUjWiYCeryA composed 87 from Ibrahim Zadran helped Afghanistan to their maiden ODI win against Pakistan 👏
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 23, 2023
It also helps him win the @aramco #POTM 🎉#CWC23 | #PAKvAFG pic.twitter.com/pUjWiYCery
আরও পড়ুন: শাকিবকে নিয়ে সংশয়, বাংলাদেশের বিরুদ্ধে বড় জয় লক্ষ্য প্রোটিয়াদের
এদিন টসে জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক বাবর আজম ৷ মিডল-অর্ডার সেভাবে সঙ্গ না-দিলেও ফের ব্যাট হাতে অধিনায়কোচিত 74 রানের ইনিংস খেলেন বাবর ৷ 58 রান করেন আবদুল্লাহ শফিকও ৷ আর তাঁদের এই জোড়া হাফ-সেঞ্চুরির সৌজন্য়েই 7 উইকেট হারিয়ে 282 রান তুলেছিল পাকিস্তান ৷ চিপকের মাঠে এই লক্ষ্য়মাত্রা কঠিন মনে হলেও এদিন গুরবাজদের ব্যাটে ভর দিয়ে জয় তুলে নিতে কোনও বেগ পেতে হল না আফগানবাহিনীকে ৷