ETV Bharat / sports

ICC Women's WC 2022 : রেকর্ড বুকে ঝুলন, ক্যারিবিয়ানদের উড়িয়ে শীর্ষে মিতালিরা - আইসিসি মহিলা বিশ্বকাপ

আজকের ম্যাচে বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গড়লেন বঙ্গপেসার ঝুলন গোস্বামী ৷ মহিলা বিশ্বকাপে সর্বাধিক উইকেট সংগ্রহকারী বোলারে পরিণত হলেন তিনি ৷ এদিকে ওয়েস্ট ইন্ডিজকে 155 রানের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলেন ঝুলন-মিতালিরা (ICC Women's WC 2022) ৷

ICC Women's WC 2022
ICC Women's WC 2022
author img

By

Published : Mar 12, 2022, 2:00 PM IST

হ্যামিল্টন, 12 মার্চ : পাক বধ করে বিশ্বকাপ অভিযানটা সুখের হলেও দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আটকে গিয়েছিলেন মিতালি রাজরা ৷ দলের ব্যাটিং ব্রিগেড নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল ৷ তবে হ্যামিল্টনের সেডন পার্কে তৃতীয় ম্যাচে স্বমহিমায় ফিরল দেশের প্রমিলা বাহিনী ৷ ওয়েস্ট ইন্ডিজকে 155 রানের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলেন ঝুলন-মিতালিরা (India beat west indies by 155 runs) ৷ স্মৃতি-হরমনপ্রীতের জোড়া সেঞ্চুরি, মিতালি রাজ ও ঝুলন গোস্বামীর রেকর্ড মিলিয়ে ঘটনাবহুল ছিল আজকের ম্যাচ ৷

হরমনপ্রীত কৌর (109) এবং স্মৃতি মান্ধানা (123)-র জোড়া শতরানের সুবাদে ক্যারিবিয়ানদের সামনে 8 উইকেট হারিয়ে 317 রানের বড় স্কোর খাড়া করে ৷ পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেছিল ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা ৷ দুই ওপেনার ডিয়ান্ড্রা ডটিন (62) এবং হ্যালে ম্যাথিউজ (43) একশো রানের জুটি গড়েন ৷ এই জুটিতে ভাঙন ধরান অফস্পিনার স্নেহ রানা ৷ ওয়েস্ট ইন্ডিজের দলগত 100 রানে ডিয়ান্ড্রাকে ফেরান রানা ৷ তাঁর বলেই রিচা ঘোষের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অপর ওপেনার হ্যালে ম্যাথিউজও ৷ দুই ওপেনার ফেরার পর বিপক্ষের ব্যাটিং ব্রিগেড তাসের ঘরের মতো ভেঙে পড়ে ৷ 40.3 ওভারে মাত্র 162 রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ ৷

আরও পড়ুন : Milestone for Magnificent Mithali : মহিলা বিশ্বকাপের মঞ্চে রেকর্ড গড়লেন 'ক্যাপ্টেন' মিতালি

আজকের ম্যাচে বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গড়লেন বঙ্গপেসার ঝুলন গোস্বামী (Jhulan Goswami becomes highest wicket-taker in ICC Women's World Cup) ৷ মহিলা বিশ্বকাপে সর্বাধিক উইকেট সংগ্রহকারী বোলারে পরিণত হলেন তিনি ৷ বিপক্ষের আনিশা মহম্মদকে আউট করতেই এই রেকর্ড গড়লেন তিনি ৷ বিশ্বকাপের মঞ্চে ঝুলনের সংগ্রহে 40টি উইকেট ৷ গত ম্যাচেই অস্ট্রেলিয়ান বোলার লিস ফুলস্টনের সঙ্গে একাসনে বসেছিলেন ঝুলন ৷ লিসের সংগ্রহে রয়েছে 39টি উইকেট ৷ লিসের সেই রেকর্ড ভেঙে বিশ্বকাপের মঞ্চে নয়া ইতিহাস গড়লেন চাকদা এক্সপ্রেস ৷

হ্যামিল্টন, 12 মার্চ : পাক বধ করে বিশ্বকাপ অভিযানটা সুখের হলেও দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আটকে গিয়েছিলেন মিতালি রাজরা ৷ দলের ব্যাটিং ব্রিগেড নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল ৷ তবে হ্যামিল্টনের সেডন পার্কে তৃতীয় ম্যাচে স্বমহিমায় ফিরল দেশের প্রমিলা বাহিনী ৷ ওয়েস্ট ইন্ডিজকে 155 রানের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলেন ঝুলন-মিতালিরা (India beat west indies by 155 runs) ৷ স্মৃতি-হরমনপ্রীতের জোড়া সেঞ্চুরি, মিতালি রাজ ও ঝুলন গোস্বামীর রেকর্ড মিলিয়ে ঘটনাবহুল ছিল আজকের ম্যাচ ৷

হরমনপ্রীত কৌর (109) এবং স্মৃতি মান্ধানা (123)-র জোড়া শতরানের সুবাদে ক্যারিবিয়ানদের সামনে 8 উইকেট হারিয়ে 317 রানের বড় স্কোর খাড়া করে ৷ পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেছিল ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা ৷ দুই ওপেনার ডিয়ান্ড্রা ডটিন (62) এবং হ্যালে ম্যাথিউজ (43) একশো রানের জুটি গড়েন ৷ এই জুটিতে ভাঙন ধরান অফস্পিনার স্নেহ রানা ৷ ওয়েস্ট ইন্ডিজের দলগত 100 রানে ডিয়ান্ড্রাকে ফেরান রানা ৷ তাঁর বলেই রিচা ঘোষের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অপর ওপেনার হ্যালে ম্যাথিউজও ৷ দুই ওপেনার ফেরার পর বিপক্ষের ব্যাটিং ব্রিগেড তাসের ঘরের মতো ভেঙে পড়ে ৷ 40.3 ওভারে মাত্র 162 রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ ৷

আরও পড়ুন : Milestone for Magnificent Mithali : মহিলা বিশ্বকাপের মঞ্চে রেকর্ড গড়লেন 'ক্যাপ্টেন' মিতালি

আজকের ম্যাচে বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গড়লেন বঙ্গপেসার ঝুলন গোস্বামী (Jhulan Goswami becomes highest wicket-taker in ICC Women's World Cup) ৷ মহিলা বিশ্বকাপে সর্বাধিক উইকেট সংগ্রহকারী বোলারে পরিণত হলেন তিনি ৷ বিপক্ষের আনিশা মহম্মদকে আউট করতেই এই রেকর্ড গড়লেন তিনি ৷ বিশ্বকাপের মঞ্চে ঝুলনের সংগ্রহে 40টি উইকেট ৷ গত ম্যাচেই অস্ট্রেলিয়ান বোলার লিস ফুলস্টনের সঙ্গে একাসনে বসেছিলেন ঝুলন ৷ লিসের সংগ্রহে রয়েছে 39টি উইকেট ৷ লিসের সেই রেকর্ড ভেঙে বিশ্বকাপের মঞ্চে নয়া ইতিহাস গড়লেন চাকদা এক্সপ্রেস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.