কলকাতা, 28 নভেম্বর: আগামী বছর ভারতে আয়োজিত 50 ওভারের বিশ্বকাপের সুপারলিগে (ICC WC Super League) কোয়ালিফাই করল 6টি দেশ ৷ আয়োজক হিসেবে ভারত আগেই কোয়ালিফাই করেছিল ৷ এবার মূল পর্বে কোয়ালিফাই করল ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান ৷ সব মিলিয়ে মোট 7টি দেশ মূলপর্বে গেল ৷ সোমবার আইসিসি’র তরফে একটি টুইটে একথা জানানো হয়েছে ৷ 2023 আইসিসি বিশ্বকাপের মূলপর্বে মোট 10টি দেশ অংশ নেবে ৷
2023 আইসিসি বিশ্বকাপের (ICC WC 2023) সুপারলিগে কোয়ালিফাই করল 7টি দেশ (ICC has Announced 7 Teams Name Who Qualified for World Cup Super League) ৷ ভারত ছাড়াও গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান কোয়ালিফাই করেছে ৷ সুপারলিগে 10টি দেশ খেলবে ৷ যেখানে 7টি দেশ ইতিমধ্যে নিজেদের জায়গা করে নিয়েছে ৷ বাকি 3টি খালি স্থানের জন্য লড়াইয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নেদারল্যান্ডস ৷
-
The race to qualify for next year's ICC Cricket World Cup is hotting up 🔥
— ICC (@ICC) November 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
More 👉 https://t.co/4ZbT07WrBo pic.twitter.com/X0tfJzpN6f
">The race to qualify for next year's ICC Cricket World Cup is hotting up 🔥
— ICC (@ICC) November 28, 2022
More 👉 https://t.co/4ZbT07WrBo pic.twitter.com/X0tfJzpN6fThe race to qualify for next year's ICC Cricket World Cup is hotting up 🔥
— ICC (@ICC) November 28, 2022
More 👉 https://t.co/4ZbT07WrBo pic.twitter.com/X0tfJzpN6f
তবে, উল্লেখযোগ্য বিষয় পরবর্তী তিনটি দলের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা অনেকটাই পিছিয়ে রয়েছে ৷ ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা সেই লড়াইয়ে অনেকটাই এগিয়ে ৷ সুপার লিগের লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট 88 ৷ সেখানে আয়ারল্যান্ড 68 ও শ্রীলঙ্কা 67 পয়েন্টে রয়েছে ৷ সেখানেই দক্ষিণ আফ্রিকার 59 পয়েন্ট ৷ 1992 সালে আইসিসি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা (South Africa) প্রথমবার অংশ নেয় ৷ তখন থেকে পরপর 8টি ওয়ার্ল্ড কাপ এডিশনে খেলেছে প্রোটিয়ারা ৷ 1992 সালের পর এই প্রথমবার এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে দক্ষিণ আফ্রিকার পরের বিশ্বকাপে কোয়ালিফাই নাও করতে পারে ৷
আরও পড়ুন: একটি টি-20 ম্যাচে সর্বাধিক দর্শক, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলল মোতেরা
তবে, এখনই নিশ্চিতভাবে সে কথা বলা যাচ্ছে না ৷ কারণ, আগামী কয়েকমাসে 3টি একদিনের সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা ৷ যার মধ্যে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের সিরিজ রয়েছে ৷ এর পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 3 ম্যাচের সিরিজ খেলবে প্রোটিয়ারা ৷ নেদারল্যান্ডসের বিরুদ্ধে 2 ম্যাচে একদিনের সিরিজ রয়েছে ৷ দক্ষিণ আফ্রিকার পক্ষে ভালো খবর, সবক’টি সিরিজ তাদের ঘরের মাঠে ৷ ফলে পরিবেশ ও পিচের সম্পূর্ণ সুবিধা পাবে তেম্বা বাভুমার দল ৷ তবে, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ অতটাও সহজ হবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷