অ্যাডিলেড, 10 নভেম্বর: বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড (Odds in favour of India at Adelaide) । নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে পাকিস্তান । ইতিমধ্যেই ইন্টারনেটে ট্রেন্ডিং ভারত-ইংল্যান্ড টি-20 বিশ্বকাপ সেমি-ফাইনাল । কারণ এই ম্যাচ জিতলেই চিরপ্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দ্বিতীয় কুড়ি-বিশের লড়াইয়ে বিশ্বসেরা হওয়ার হাতছানি রয়েছে 'রোহিত অ্যান্ড কোং'-এর সামনে (Huge cloud cover after overnight rain in Adelaide) ।
কিন্তু, আকাশ বলছে, উন্মাদনার ম্যাচে বাধ সাধতে পারে বৃষ্টি । বুধবার সারারাত বৃষ্টিতে ভেসেছে অ্যাডিলেড । টি-20 বিশ্বকাপের প্রথম থেকেই বাধা হয়ে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ার আবহাওয়া । এখনও পর্যন্ত বৃষ্টিতে ভারতকে পয়েন্ট ভাগ করতে না-হলেও ভেস্তে গিয়েছিল ইংল্যান্ডের খেলা ষ অজিদের সঙ্গে পয়েন্ট শেয়ার করেছিলেন জনি বেয়ারেস্টোরা । যদিও, অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, বৃহস্পতিবার বৃষ্টির ভ্রুকুটি খুব একটা থাকবে না, ফলে নির্বিঘ্নেই মহারণ উপভোগ করবেন ক্রিকেট ভক্তরা ।
- বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কী হবে (What if semifinal is washed out) ?
বৃষ্টি হলেও ম্যাচের জন্য একটি রিজার্ভ-ডে রয়েছে । রিজার্ভ ডে-তেও বৃষ্টি হলে 5 ওভার-এ সাইড খেলা হবে । যদি রিজার্ভ ডে'ও ভেস্তে যায়, তাহলে লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল ফাইনালে যাবে । সেক্ষেত্রে, ভারত গ্রুপ 2-তে প্রথম স্থান অর্জন করেছিল এবং ইংল্যান্ড গ্রুপ 1-এ দ্বিতীয় স্থানে ছিল । ফলে বৃষ্টিতে ম্যাচ না-হলে বিনা যুদ্ধে পাক 'বধে'র লক্ষ্যে নামবে ভারত ।
আরও পড়ুন: বিরাট-সূর্যের ব্যাটেই সেমিতে ইংল্যান্ড 'বধ' করার ব্লু-প্রিন্ট কষছে ভারত
এদিন ম্যাচের আগে ক্যাপ্টেন রোহিত শর্মার গলায় শোনা গেল আত্মবিশ্বাসের সুর ৷ রোহিত বলেন,"আমরা টি-20 ম্যাচের গতি-প্রকৃতি জানি ৷ ইংল্যান্ডকে তাদের মাঠে হারানো চ্যালেঞ্জের ৷ অতীতে আমরা সেটা করে দেখিয়েছি । আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী ৷"