লন্ডন, 3 জুলাই: ভুলবশত ভারতীয় দলের কোচ হয়ে গিয়েছিলেন তিনি ৷ ভারতীয় কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের প্রশংসা করতে গিয়ে এমনটাই জানালেন তাঁর পূর্বসূরী রবি শাস্ত্রী ৷ জানালেন, যোগ্য ব্যক্তি হিসাবেই রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচ হয়েছেন (Get Job of India Coach by Mistake But Rahul Dravid is Perfect Choice Says Ravi Shastri) ৷ আর তা তিনি দ্রাবিড়কে বলেছেন বলে জানান শাস্ত্রী ৷ বৃষ্টি বিঘ্নিত এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনে সম্প্রচারকারী চ্যানেলে এমনটাই জানিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন কোচ ৷
শাস্ত্রী বলেন, ‘‘আমি মনে করি ভারতীয় দলের কোচ হওয়া একটা সম্মান ৷ এটা থ্যাঙ্কলেস জব ৷ কারণ আপনকে প্রতিদিন 1.4 বিলিয়ন মানুষ বিচার করবে ৷ এখানে লুকিয়ে থাকার বা গা বাঁচিয়ে চলার কোনও উপায় নেই ৷ ব্যর্থ হলে আপনাকে বন্দুকের সামনে দাঁড়াতে হবে ৷ কারণ এখানে প্রত্যাশাটা অনেক বড় ৷ কিন্তু, আমি যে সময় দায়িত্ব নিয়ে ছিলাম, তখন ভারতীয় দল সেভাবে পারফর্ম করতে পারছিল না ৷ কিন্তু, ওই 7টা বছর যে কাজ আমি করেছি, তার জন্য গর্ববোধ করি ৷’’
এর পরেই সঞ্চালকের তরফে প্রশ্ন আসে, তাঁর পরবর্তী সময়ে রাহুল দ্রাবিড়ের কোচিং নিয়ে ৷ যেখানে রাহুল দ্রাবিড়কে কোচ হিসাবে নিজের থেকে অনেক এগিয়ে রাখলেন শাস্ত্রী ৷ তিনি বলেন, ‘‘আমার পরে যোগ্য ব্যক্তি হিসাবে রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচ হয়েছেন ৷ আমি কোচের চাকরিটা পেয়েছিলাম ভুলবশত ৷ যা আমি রাহুলকে বলেছি ৷ আমি কমেন্ট্রি বক্সে কাজ করছিলাম ৷ আমাকে দায়িত্ব নিতে বলা হল এবং আমি যতটা পারি করেছি ৷ কিন্তু, রাহুল এমন একজন যিনি একটা পদ্ধতির মধ্যে দিয়ে এই জায়গায় পৌঁছেছেন ৷ এর জন্য তাঁকে কঠোর পরিশ্রম করতে হয়েছে ৷ প্রথমে অনুর্ধ্ব-19 এবং ভারতী ‘এ’ দলের কোচ হয়েছেন ৷ সেখান থেকে ভারতীয় দলের দায়িত্ব তুলে নিয়েছেন ৷ আর আমি মনে করি, একবার দল তাঁর কোচিংয়ে মানিয়ে নিলেই, তিনিও এটা উপভোগ করতে শুরু করবেন ৷’’
প্রসঙ্গত, 2014 সালে রবি শাস্ত্রীকে ভারতীয় দলের ডিরেক্টর পদে বসানো হয় ৷ তৎকালীন কোচ ডানকান ফ্লেচারের নেতৃত্বে ভারতীয় দলের পারফর্ম্যান্স গ্রাফ ক্রমশ নেমে যাচ্ছিল ৷ সেখান থেকে 2015 সাল পর্যন্ত শাস্ত্রী ডিরেক্টর হিসাবে কাজ করেন ৷ এর পর ভারতীয় দলের কোচের দায়িত্ব নেন অনিল কুম্বলে ৷ কিন্তু, এক বছর পেরোতেই অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে দল পরিচালনা নিয়ে তাঁর মতপার্থক্য হয় বলে শোনা যায় ৷ এমনকী কোচের চাকরিও ছেড়ে দেন তিনি ৷ এর পর 2017 সালে ফের ভারতীয় দলে ফেরেন রবি শাস্ত্রী ৷ এ বার হেড কোচ হিসাবে ৷ 2017 থেকে 2019 সাল পর্যন্ত চুক্তি ছিল তাঁর ৷ 2019 এর পর ফের শাস্ত্রীকেই 2021 সালের টি-20 বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্ব দেওয়া হয় ৷