ETV Bharat / sports

ঘোলা জলে মাছ ধরছেন ব্যানক্রফ্ট, স্যান্ডপেপার গেট বিতর্কে মন্তব্য অজ়ি বোলারদের

কয়েকদিন আগে স্যান্ডপেপার গেট কাণ্ড নিয়ে ক্যামেরন ব্যানক্রফ্টের মন্তব্যে ফের তোলপাড় হয় ক্রিকেট বিশ্ব ৷ ইঙ্গিত মেলে স্যান্ডপেপার গেট কাণ্ডে জড়িত থাকতে পারেন অজ়ি বোলাররাও ৷ তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সামনে, তাঁর কাছে নতুন কোনও তথ্য নেই বলেই জানান বছর 28-র এই অজ়ি ক্রিকেটার ৷

ব্যানক্রফ্ট
ব্যানক্রফ্ট
author img

By

Published : May 19, 2021, 8:35 AM IST

নয়াদিল্লি, 19 মে : স্যান্ডপেপার গেট কাণ্ডে বিতর্কের ইতি টানতে এবার আসরে নামলেন অজ়ি বোলাররা ৷ 2018 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলা অজ়ি দলের চার বোলার প্রাক্তন সতীর্থ ব্যানক্রফ্টের দাবিকে ‘ঘোলা জলে মাছ ধরা’ বলে উল্লেখ করেন ৷

কয়েকদিন আগে স্যান্ডপেপার গেট কাণ্ড নিয়ে ক্যামেরন ব্যানক্রফ্টের মন্তব্যে ফের তোলপাড় হয় ক্রিকেট বিশ্ব ৷ ইঙ্গিত মেলে স্যান্ডপেপার গেট কাণ্ডে জড়িত থাকতে পারেন অজ়ি বোলাররাও ৷ তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সামনে, তাঁর কাছে নতুন কোনও তথ্য নেই বলেই জানান বছর 28-র এই অজ়ি ক্রিকেটার ৷

ক্যামেরনের মন্তব্যের পরই দুই প্রাক্তন অজ়ি ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট ও মাইকেল ক্লার্ক স্যান্ডপেপার গেট কাণ্ডে আরও অজ়ি ক্রিকেটার জড়িত থাকার দাবি করেন ৷ যদিও মঙ্গলবার সমস্ত অভিযোগ উড়িয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷

ক্রিকেট অস্ট্রেলিয়া মঙ্গলবার একটি বিবৃতি প্রকাশ করে । যেখানে সেই ম্যাচের অজ়ি বোলাররা প্রাক্তন সতীর্থ ব্যানক্রফ্টের দাবিকে ‘ঘোলা জলে মাছ ধরা’ বলে দাবি করেন ৷

বিবৃতিতে বলা হয়েছে, “2018 সালের ঘটনার জন্য অজ়ি ক্রিকেটার হিসেবে আমরা সবাই লজ্জিত । তবে একই সঙ্গে দেশকে প্রতিনিধিত্ব করার জন্য আমরা গর্বিত । সেই সময় আমরা আইসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়াকে সমস্ত তথ্য দিয়ে সাহায্য করেছিলাম । তাই কেউ যদি ঘোলা জলে মাছ ধরতে চায় তাহলে আমাদের কিছু বলার নেই ।”

আরও পড়ুন : স্যান্ডপেপার গেট নিয়ে নতুন কী তথ্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে দিলেন ব্যানক্রফ্ট

ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফেও ব্যানক্রফ্টের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ কিন্তু অজ়ি বোর্ডের প্রতিনিধিদের ব্যানক্রফ্ট জানান, এই বিষয়ে তাঁরা কাছে নতুন কোনও তথ্য নেই ৷

নয়াদিল্লি, 19 মে : স্যান্ডপেপার গেট কাণ্ডে বিতর্কের ইতি টানতে এবার আসরে নামলেন অজ়ি বোলাররা ৷ 2018 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলা অজ়ি দলের চার বোলার প্রাক্তন সতীর্থ ব্যানক্রফ্টের দাবিকে ‘ঘোলা জলে মাছ ধরা’ বলে উল্লেখ করেন ৷

কয়েকদিন আগে স্যান্ডপেপার গেট কাণ্ড নিয়ে ক্যামেরন ব্যানক্রফ্টের মন্তব্যে ফের তোলপাড় হয় ক্রিকেট বিশ্ব ৷ ইঙ্গিত মেলে স্যান্ডপেপার গেট কাণ্ডে জড়িত থাকতে পারেন অজ়ি বোলাররাও ৷ তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সামনে, তাঁর কাছে নতুন কোনও তথ্য নেই বলেই জানান বছর 28-র এই অজ়ি ক্রিকেটার ৷

ক্যামেরনের মন্তব্যের পরই দুই প্রাক্তন অজ়ি ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট ও মাইকেল ক্লার্ক স্যান্ডপেপার গেট কাণ্ডে আরও অজ়ি ক্রিকেটার জড়িত থাকার দাবি করেন ৷ যদিও মঙ্গলবার সমস্ত অভিযোগ উড়িয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷

ক্রিকেট অস্ট্রেলিয়া মঙ্গলবার একটি বিবৃতি প্রকাশ করে । যেখানে সেই ম্যাচের অজ়ি বোলাররা প্রাক্তন সতীর্থ ব্যানক্রফ্টের দাবিকে ‘ঘোলা জলে মাছ ধরা’ বলে দাবি করেন ৷

বিবৃতিতে বলা হয়েছে, “2018 সালের ঘটনার জন্য অজ়ি ক্রিকেটার হিসেবে আমরা সবাই লজ্জিত । তবে একই সঙ্গে দেশকে প্রতিনিধিত্ব করার জন্য আমরা গর্বিত । সেই সময় আমরা আইসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়াকে সমস্ত তথ্য দিয়ে সাহায্য করেছিলাম । তাই কেউ যদি ঘোলা জলে মাছ ধরতে চায় তাহলে আমাদের কিছু বলার নেই ।”

আরও পড়ুন : স্যান্ডপেপার গেট নিয়ে নতুন কী তথ্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে দিলেন ব্যানক্রফ্ট

ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফেও ব্যানক্রফ্টের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ কিন্তু অজ়ি বোর্ডের প্রতিনিধিদের ব্যানক্রফ্ট জানান, এই বিষয়ে তাঁরা কাছে নতুন কোনও তথ্য নেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.