দুবাই, 26 অক্টোবর : ইংল্যান্ডের বিরুদ্ধে ভয়ঙ্কর সূচনার পর প্রোটিয়াদের বিরুদ্ধে কিছুটা ঘুরে দাঁড়াল ক্যারিবিয়ানরা ৷ যদিও ওপেনিং জুটিতে ভাল রান তুলেও স্কোরবোর্ডে বড় রান তুলতে ব্যর্থ হল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷ সুপার 12-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 144 রানের লক্ষ্য়মাত্রা দিল ওয়েস্ট ইন্ডিজ ৷ মূলত ওপেনার এভিন লুুইসের ব্যাটে এদিন বড় রানের ভিত গড়ে ওঠে ক্যারিবিয়ান ইনিংসের ৷ কিন্তু পরের দিকের ব্যাটারদের ব্যর্থতায় তা বাস্তবায়িত হয়নি ৷
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন টস জিতে পোলার্ডের দলকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা ৷ এভিন লুুইসের সঙ্গে ওপেনিং জুটিতে 73 রান তোলেন লেন্ডেল সিমন্স ৷ তবে লুুইস মারমুখী মেজাজে থাকলেও সিমন্সের স্লথ ব্যাটিং সমস্যায় ফেলে ওয়েস্ট ইন্ডিজকে ৷ 3টি চার, 6টি ছক্কায় 35 বলে 56 রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন লুুইস ৷ 10.3 ওভারে দলের রান তখন 73 ৷ এরপর দ্রুত 12 রান (7) করে ফেরেন নিকোলাস পুরান ৷ কিন্তু পোলার্ডের দল পিছিয়ে পড়ে সিমন্সের 35 বলে 16 রানে ৷
একঘণ্টা ক্রিজে থেকে এদিন কোনও বাউন্ডারি হাঁকাতে ব্যর্থ হন তিনি ৷ অধিনায়ক পোলার্ড নেমে চালিয়ে খেলার চেষ্টা করলেও খুব একটা সফল হতে পারেননি তিনি ৷ 20 বলে 26 রান করেন ক্য়ারিবিয়ান অধিনায়ক ৷ ডোয়েন প্রিটোরিয়াসের 3 উইকেট, কেশব মহারাজের 2 উইকেট ওয়েস্ট ইন্ডিজকে নির্ধারিত 20 ওভারে 143 রানের বেশি তুলতে দেয়নি ৷
আরও পড়ুন : মুজিব-রশিদের ঘূর্ণিতে 60 রানে শেষ স্কটল্যান্ড, শুরুতেই বড় জয় আফগানদের
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রোটিয়াদেরও শুরুটা ভাল হয়নি বিশ্বকাপে ৷ এখন দেখার কম রানে ক্যারিবিয়ানদের বেঁধে রেখে টুর্নামেন্টে প্রথম জয় ছিনিয়ে নিতে পারে কি না দক্ষিণ আফ্রিকা ৷