ETV Bharat / sports

ছয় মেরে সেঞ্চুরি, ঋষভের ব্যাটে স্বস্তিতে ভারত - ইংল্যান্ড

সেঞ্চুরি করলেন ঋষভ পন্থ ৷ এটি তার তৃতীয় টেস্ট সেঞ্চুরি৷ আর ঘরের মাঠে এই প্রথম শতরান করলেন ভারতীয় ক্রিকেট দলের এই তরুণ-তুর্কি ৷

ছয় মেরে সেঞ্চুরি করলেন ঋষভ পন্থ
ছয় মেরে সেঞ্চুরি করলেন ঋষভ পন্থ
author img

By

Published : Mar 5, 2021, 4:38 PM IST

Updated : Mar 5, 2021, 6:51 PM IST

আমেদাবাদ, 5 মার্চ : সেঞ্চুরি করলেন ঋষভ পন্থ ৷ আমেদাবাদের মোতেরায় ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে একেবারে ছক্কা হাঁকিয়ে শতরান করলেন ভারতীয় ক্রিকেট দলের এই উইকেট কিপার ৷

ভারত সফরে এবার ইংল্যান্ড চার টেস্টের সিরিজ খেলছে ৷ গতকাল, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চতুর্থ টেস্ট ৷ তার দ্বিতীয় দিনে সেঞ্চুরি করলেন ঋষভ পন্থ ৷ এটি তার তৃতীয় টেস্ট সেঞ্চুরি৷ আর ঘরের মাঠে এই প্রথম শতরান করলেন ভারতীয় ক্রিকেট দলের এই তরুণ-তুর্কি ৷

2018 সালে ইংল্যান্ডের ওভালে প্রথম সেঞ্চুরি করেছিলেন ঋষভ ৷ তিনি ওই ম্যাচে 114 রান করেন৷ পরের সেঞ্চুরি 2019 সালে ৷ সেবার তিনি সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার সিডনিতে ৷ তখন তিনি 159 রানে অপরাজিত ছিলেন ৷

এদিন মোতেরায় সেঞ্চুরি করলেও বেশি দূর এগোতে পারেননি দিল্লির এই ক্রিকেটার ৷ 101 রানেই তিনি আউট হয়ে যান ৷ তাঁর উইকেট নেন জেমস অ্যান্ডারসন ৷

আরও পড়ুন : লজ্জার রেকর্ডে ধোনির পাশে কোহলি

যদিও তাঁর সেঞ্চুরির সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারত ৷ গত কয়েকটি টেস্টে সেঞ্চুরির কাছাকাছি গিয়েও ঋষভ আউট হয়ে যান ৷

শুক্রবার দিনের শেষে ভারতের স্কোর 7 উইকেটে 294 রান৷ প্রথম ইনিংসে ভারত এগিয়ে 89 রানে৷ এই ম্যাচের প্রথম ইনিংসে ইংল্যান্ডের স্কোর 205 রান৷

আমেদাবাদ, 5 মার্চ : সেঞ্চুরি করলেন ঋষভ পন্থ ৷ আমেদাবাদের মোতেরায় ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে একেবারে ছক্কা হাঁকিয়ে শতরান করলেন ভারতীয় ক্রিকেট দলের এই উইকেট কিপার ৷

ভারত সফরে এবার ইংল্যান্ড চার টেস্টের সিরিজ খেলছে ৷ গতকাল, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চতুর্থ টেস্ট ৷ তার দ্বিতীয় দিনে সেঞ্চুরি করলেন ঋষভ পন্থ ৷ এটি তার তৃতীয় টেস্ট সেঞ্চুরি৷ আর ঘরের মাঠে এই প্রথম শতরান করলেন ভারতীয় ক্রিকেট দলের এই তরুণ-তুর্কি ৷

2018 সালে ইংল্যান্ডের ওভালে প্রথম সেঞ্চুরি করেছিলেন ঋষভ ৷ তিনি ওই ম্যাচে 114 রান করেন৷ পরের সেঞ্চুরি 2019 সালে ৷ সেবার তিনি সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার সিডনিতে ৷ তখন তিনি 159 রানে অপরাজিত ছিলেন ৷

এদিন মোতেরায় সেঞ্চুরি করলেও বেশি দূর এগোতে পারেননি দিল্লির এই ক্রিকেটার ৷ 101 রানেই তিনি আউট হয়ে যান ৷ তাঁর উইকেট নেন জেমস অ্যান্ডারসন ৷

আরও পড়ুন : লজ্জার রেকর্ডে ধোনির পাশে কোহলি

যদিও তাঁর সেঞ্চুরির সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারত ৷ গত কয়েকটি টেস্টে সেঞ্চুরির কাছাকাছি গিয়েও ঋষভ আউট হয়ে যান ৷

শুক্রবার দিনের শেষে ভারতের স্কোর 7 উইকেটে 294 রান৷ প্রথম ইনিংসে ভারত এগিয়ে 89 রানে৷ এই ম্যাচের প্রথম ইনিংসে ইংল্যান্ডের স্কোর 205 রান৷

Last Updated : Mar 5, 2021, 6:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.