ETV Bharat / sports

IND vs NZ Kanpur Test : অক্ষরের ঘূর্ণিতে তিনশোর আগেই শেষ কিউয়িদের ইনিংস - ল্যাথামের শতরান হাতছাড়া

অক্ষর প্যাটেল ঘূর্ণিতে ভেঙে পড়ল নিউজিল্যান্ডের ব্য়াটিং লাইন-আপ (Axar Patel Takes 5 Wickets Haul) ৷ তৃতীয় সেশনে 296 রানে গুটিয়ে গেল উইলিয়ামসন বাহিনী ৷ শতরান থেকে পাঁচ রান দূরে থামলেন ল্যাথাম ৷

IND vs NZ Kanpur Test
অক্ষরের ঘূর্ণিতে তিনশোর আগেই শেষ কিউয়িদের ইনিংস
author img

By

Published : Nov 27, 2021, 3:58 PM IST

Updated : Nov 27, 2021, 4:24 PM IST

কানপুর, 27 নভেম্বর : মধ্যাহ্নভোজের বিরতির আগে পর্যন্ত ব্যাকফুটে ছিল ভারত ৷ উইল ইয়ং (Will Young) 89 রানে আউট হলেও শতরানের হাতছানি ছিল আরেক ওপেনার টম ল্যাথামের (Tom Latham) ৷ কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির পর শতরান হাতছাড়া হল তাঁরও ৷ অক্ষর প্যাটেল ঘূর্ণিতে ভেঙে পড়ল নিউজিল্যান্ডের ব্য়াটিং লাইন-আপ ( (Axar Patel Takes 5 Wickets Haul) ৷ তৃতীয় সেশনে 296 রানে গুটিয়ে গেল উইলিয়ামসন বাহিনী ৷ শতরান থেকে পাঁচ রান দূরে থামলেন ল্যাথাম ৷

বিনা উইকেটে 129 রানে তৃতীয়দিন সকালে খেলা শুরু করেন দুই কিউয়ি ওপেনার ৷ একটা সময় মনে হচ্ছিল দুই ওপেনারের শতরানে গ্রিন পার্কে আরও জাঁকিয়ে বসবে নিউজিল্যান্ড ৷ কিন্তু 89 রানে অশ্বিনের (Ravichandran Ashwin) ডেলিভারিতে উইকেটের পিছনে কেএস ভরতের (KS Bharat) দস্তানায় তালুবন্দি হন ইয়ং ৷ ঋদ্ধির ঘাড়ে চোট থাকায় পরিবর্ত হিসেবে তৃতীয়দিন সকালে মাঠে নামেন ভরত ৷

এরপর 18 রানে উইলিয়ামসন উমেশ যাদবের শিকার হতেই মধ্যাহ্নভোজের ডাক দেন দুই আম্পায়ার ৷ বিরতির পর কানপুরের ভাঙতে শুরু করা উইকেটে অক্ষর ম্যাজিক শুরু হয় ৷ বাঁ-হাতি স্পিনার একে একে সাজঘরের পথ দেখান রস টেলর, হেনরি নিকোলস এবং টম ল্যাথামকে ৷ 95 রানে ফেরেন ল্যাথাম ৷ রচিন রবীন্দ্রকে ফেরান ভারতের রবীন্দ্র ৷

আরও পড়ুন : IND vs NZ Kanpur Test : শতরানের হাতছানি ল্যাথামের, চোট লাগায় ঋদ্ধির পরিবর্তে উইকেটের পিছনে ভরত

6 উইকেটে 249 রান তুলে চা-বিরতিতে যায় নিউজিল্যান্ড ৷ তৃতীয় সেশনে কিউয়িদের শেষ 4টি উইকেট দ্রুত তুল নেওয়াই উদ্দেশ্য ছিল ভারতের ৷ শেষ পর্যন্ত 296 রানে গুটিয়ে যায় ব্ল্যাক-ক্যাপসদের প্রথম ইনিংস ৷ তৃতীয় সেশনে আরও 2টি উইকেট নিয়ে ইনিংসে 5 উইকেট নেন অক্ষর ৷ 49 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামবে টিম ইন্ডিয়া ৷ 3 উইকেট অশ্বিনের ৷

কানপুর, 27 নভেম্বর : মধ্যাহ্নভোজের বিরতির আগে পর্যন্ত ব্যাকফুটে ছিল ভারত ৷ উইল ইয়ং (Will Young) 89 রানে আউট হলেও শতরানের হাতছানি ছিল আরেক ওপেনার টম ল্যাথামের (Tom Latham) ৷ কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির পর শতরান হাতছাড়া হল তাঁরও ৷ অক্ষর প্যাটেল ঘূর্ণিতে ভেঙে পড়ল নিউজিল্যান্ডের ব্য়াটিং লাইন-আপ ( (Axar Patel Takes 5 Wickets Haul) ৷ তৃতীয় সেশনে 296 রানে গুটিয়ে গেল উইলিয়ামসন বাহিনী ৷ শতরান থেকে পাঁচ রান দূরে থামলেন ল্যাথাম ৷

বিনা উইকেটে 129 রানে তৃতীয়দিন সকালে খেলা শুরু করেন দুই কিউয়ি ওপেনার ৷ একটা সময় মনে হচ্ছিল দুই ওপেনারের শতরানে গ্রিন পার্কে আরও জাঁকিয়ে বসবে নিউজিল্যান্ড ৷ কিন্তু 89 রানে অশ্বিনের (Ravichandran Ashwin) ডেলিভারিতে উইকেটের পিছনে কেএস ভরতের (KS Bharat) দস্তানায় তালুবন্দি হন ইয়ং ৷ ঋদ্ধির ঘাড়ে চোট থাকায় পরিবর্ত হিসেবে তৃতীয়দিন সকালে মাঠে নামেন ভরত ৷

এরপর 18 রানে উইলিয়ামসন উমেশ যাদবের শিকার হতেই মধ্যাহ্নভোজের ডাক দেন দুই আম্পায়ার ৷ বিরতির পর কানপুরের ভাঙতে শুরু করা উইকেটে অক্ষর ম্যাজিক শুরু হয় ৷ বাঁ-হাতি স্পিনার একে একে সাজঘরের পথ দেখান রস টেলর, হেনরি নিকোলস এবং টম ল্যাথামকে ৷ 95 রানে ফেরেন ল্যাথাম ৷ রচিন রবীন্দ্রকে ফেরান ভারতের রবীন্দ্র ৷

আরও পড়ুন : IND vs NZ Kanpur Test : শতরানের হাতছানি ল্যাথামের, চোট লাগায় ঋদ্ধির পরিবর্তে উইকেটের পিছনে ভরত

6 উইকেটে 249 রান তুলে চা-বিরতিতে যায় নিউজিল্যান্ড ৷ তৃতীয় সেশনে কিউয়িদের শেষ 4টি উইকেট দ্রুত তুল নেওয়াই উদ্দেশ্য ছিল ভারতের ৷ শেষ পর্যন্ত 296 রানে গুটিয়ে যায় ব্ল্যাক-ক্যাপসদের প্রথম ইনিংস ৷ তৃতীয় সেশনে আরও 2টি উইকেট নিয়ে ইনিংসে 5 উইকেট নেন অক্ষর ৷ 49 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামবে টিম ইন্ডিয়া ৷ 3 উইকেট অশ্বিনের ৷

Last Updated : Nov 27, 2021, 4:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.