ETV Bharat / sports

শুভমনের চোট পাওয়া হাতের স্ক্যান - চেন্নাই টেস্ট

শুভমন গিলের চোট পাওয়া হাতের স্ক্যান করা হল ৷ ফলে মোতেরায় তৃতীয় টেস্টে শুভমনের খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠে গেল ৷ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ফিল্ডিংয়ের সময় তাঁর বাঁ হাতে বল লাগে ৷ সেই চোট গুরুতর কি না তা জানতেই এই স্ক্যান বলে জানিয়েছে বিসিসিআই ৷

India opener Shubman Gill has been taken for a precautionary scan after he copped a blow on his left forearm
শুভমানের চোট পাওয়া হাতের স্ক্যান
author img

By

Published : Feb 16, 2021, 5:15 PM IST

চেন্নাই, 16 ফেব্রুয়ারি : চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে হাতে চোট পেয়েছিলেন ভারতী ওপেনার শুভমন গিল ৷ সেই চোট কতটা গুরুতর তা জানতে শুভমনের বাঁ হাতে স্ক্যান করা হয়েছে ৷ বিসিসিআইয়ের তরফে টুইট করে একথা জানানো হয়েছে ৷ আজ চতুর্থ দিনে সেই চোটের কারণে ফিল্ডিং করতে নামেননি শুভমন ৷

‘‘দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে শুভমন তাঁর বাঁ হাতের ফোরআর্মে চোট পান ৷ সতর্কতামূলক পদক্ষেপের জন্য তার স্ক্যান করা হয় ৷ বিসিসিআইয়ের মেডিকেল টিম তাঁর চিকিৎসা করছে ৷ তিনি আজ ফিল্ডিং করবেন না’’, টুইটারে এমনই জানায় বিসিসিআই ৷

  • UPDATE - Shubman Gill sustained a blow on his left forearm while fielding on Day 3 of the 2nd Test. He has been taken for a precautionary scan. The BCCI Medical Team is assessing him. He won't be fielding today.#INDvENG pic.twitter.com/ph0GJsqpFi

    — BCCI (@BCCI) February 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন :317 রানে জয়, সিরিজে সমতা ফেরাল ভারত

চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ফরওয়ার্ড শর্ট লেগে ফিল্ডিং করছিলেন শুভমন ৷ সেই সময় ইংল্যান্ড ব্যাটসম্যানের খেলা একটি শট শুভমনের বাঁ হাতে এসে লাগে ৷ যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি ৷ এরপর ফিজ়িও-র সঙ্গে মাঠ ছাড়েন শুভমন ৷ তবে, এই চোট কতটা গুরুতর তা এখনও জানা যায়নি ৷ এমনকী মোতেরায় তৃতীয় টেস্টে তিনি খেলবেন কি না, তাও স্পষ্ট নয় ৷

চেন্নাই, 16 ফেব্রুয়ারি : চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে হাতে চোট পেয়েছিলেন ভারতী ওপেনার শুভমন গিল ৷ সেই চোট কতটা গুরুতর তা জানতে শুভমনের বাঁ হাতে স্ক্যান করা হয়েছে ৷ বিসিসিআইয়ের তরফে টুইট করে একথা জানানো হয়েছে ৷ আজ চতুর্থ দিনে সেই চোটের কারণে ফিল্ডিং করতে নামেননি শুভমন ৷

‘‘দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে শুভমন তাঁর বাঁ হাতের ফোরআর্মে চোট পান ৷ সতর্কতামূলক পদক্ষেপের জন্য তার স্ক্যান করা হয় ৷ বিসিসিআইয়ের মেডিকেল টিম তাঁর চিকিৎসা করছে ৷ তিনি আজ ফিল্ডিং করবেন না’’, টুইটারে এমনই জানায় বিসিসিআই ৷

  • UPDATE - Shubman Gill sustained a blow on his left forearm while fielding on Day 3 of the 2nd Test. He has been taken for a precautionary scan. The BCCI Medical Team is assessing him. He won't be fielding today.#INDvENG pic.twitter.com/ph0GJsqpFi

    — BCCI (@BCCI) February 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন :317 রানে জয়, সিরিজে সমতা ফেরাল ভারত

চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ফরওয়ার্ড শর্ট লেগে ফিল্ডিং করছিলেন শুভমন ৷ সেই সময় ইংল্যান্ড ব্যাটসম্যানের খেলা একটি শট শুভমনের বাঁ হাতে এসে লাগে ৷ যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি ৷ এরপর ফিজ়িও-র সঙ্গে মাঠ ছাড়েন শুভমন ৷ তবে, এই চোট কতটা গুরুতর তা এখনও জানা যায়নি ৷ এমনকী মোতেরায় তৃতীয় টেস্টে তিনি খেলবেন কি না, তাও স্পষ্ট নয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.