ETV Bharat / sports

স্ত্রী অনুমতি দিলে কোচ হতে চান, অবসরের পর জানালেন ওয়ার্নার - david warner retirement

David Warner: আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ডেভিড ওয়ার্নার। ওয়ান-ডে থেকে তার আগেই বিদায় জানিয়েছেন অজি তারকা ব্যাটার। এবার অবসরের পর কোচ হওয়ার ইচ্ছেপ্রকাশ করলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ওপেনার। যদিও তাঁর স্ত্রী যদি তাঁকে অনুমতি দেন তবেই ৷

কোচ হতে চান ডেভিড ওয়ার্নার
David Warner
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 7, 2024, 4:42 PM IST

সিডনি, 7 জানুয়ারি: সিডনিজুড়ে শনিবার ছিল আবেগ ৷ যে আবেগের নাম ডেভিড ওয়ার্নার। শনিবার টেস্ট কেরিয়ারে ইতি টেনেছেন মারকুটে ওপেনার। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে কেরিয়ারের শেষ টেস্টেও 37 বছর বয়সি ওয়ার্নার দলকে জিতিয়ে গিয়েছেন। সিডনি টেস্ট যতটা না ছিল পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার, তার থেকে বেশি ছি‌ল ডেভিড ওয়ার্নারের বিদায়ী মঞ্চ। তাই অনেকটা আবেগে এবং চোখের জলে বাইশ গজকে বিদায় জানালেন ওয়ার্নার। যদিও ডেভিড ওয়ার্নার জানালেন, খেলা ছাড়লেও ভবিষ্যতে কোচিংয়ে যুক্ত হতে চান তিনি ৷

তিনি জানান, তাঁর স্ত্রী ক্যান্ডিশ ওয়ার্নার যদি তাঁকে অনুমতি দেন তবেই তিনি কোচ হতে পারেন ৷ শনিবার সিডনিতে শেষ টেস্টে পাকিস্তানকে 8 উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ নিজেদের পকেটে পুরে নেয় অস্ট্রেলিয়া। টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর আগে ওয়ার্নার ওডিআই ক্রিকেট থেকেও অবসর নিয়ে ফেললেন ৷ তবে তিনি আন্তর্জাতিক টি-20 এবং বিভিন্ন টি-20 লিগে খেলতে পারবেন। কোচ হওয়া প্রসঙ্গে ওয়ার্নার 'ফক্স ক্রিকেট'কে বলেন, "হ্যাঁ, আমি ভবিষ্যতে কোচিংয়ে যোগ দিতে চাই। প্রথমে আমাকে আমার স্ত্রীর সঙ্গে কথা বলতে হবে, যাতে আমি আরও সময় ওদের ছাড়া বাইরে কাটাতে পারি ৷"

2018 কেপটাউনে বল বিকৃতি কাণ্ডের আগে পর্যন্ত ক্রিকেট সার্কিটে একজন আগ্রাসী ব্যাটার হিসাবে পরিচিত ছিলেন ওয়ার্নার ৷ চলতি সপ্তাহের শুরুতেই অজি ওপেনার উসমান খোয়াজা দাবি করেন যে, স্লেজিং করার জন্য টেস্ট কেরিয়ারের শুরুতে ওয়ার্নারকে প্রতিপক্ষের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হত কিন্তু কেপাটাউন কাণ্ডের পর দলের এই সংস্কৃতিতে বদল এসেছে ৷ ফক্স ক্রিকেটকে খোয়াজা বলেন, "প্রত্যাবর্তনের পর ওয়ার্নার আমায় বলেছিল আমাকে আর আগের মতো আর স্লেজিং করতে দেখবে না তুমি ৷"

এপ্রসঙ্গে ওয়ার্নর নিজেও জানিয়েছেন, আইপিএলের মতো ফ্যাঞ্চাইজি লিগগুলোর দৌলতে বিভিন্ন দেশের ক্রিকেটাররা এখন একই ড্রেসিংরুম শেয়ার করেন ৷ তাই আগামিদিনে স্লেজিং বিষয়টা ক্রিকেট থেকে আরও হারিয়ে যাবে ৷ ওয়ার্নার অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে পঞ্চম সর্বাধিক রান সংগ্রাহক ৷ 44.59 গড়ে 8 হাজার 786 রান করে টেস্ট কেরিয়ারকে বিদায় জানিয়েছেন বিধ্বংসী এপেনার ৷ যার মধ্যে রয়েছে 26টি শতরান ও 37টি অর্ধশতরান ৷ কিংবদন্তি রিকি পন্টিংয়ের (27 হাজার 368 রান) পর আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল ব্যাটসম্যান ৷ তিন ফরম্যাটে তাঁর রানসংখ্য়া 18 হাজার 612 ৷

আরও পড়ুন:

  1. 'ভারতীয় দল দুরন্ত', টি-20 বিশ্বকাপে রোহিত-বিরাটের দলে থাকা নিয়ে কী বললেন মহারাজ!
  2. 'এন্টারটেইনার' হয়েই মানুষের মনে থেকে যেতে চান ওয়ার্নার
  3. রূপকথার শেষপর্বে 'হোয়াইট ওয়াশ' পাকিস্তান, ম্যাচ জিতিয়ে কুলীন ফরম্যাটকে গুডবাই ওয়ার্নারের

সিডনি, 7 জানুয়ারি: সিডনিজুড়ে শনিবার ছিল আবেগ ৷ যে আবেগের নাম ডেভিড ওয়ার্নার। শনিবার টেস্ট কেরিয়ারে ইতি টেনেছেন মারকুটে ওপেনার। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে কেরিয়ারের শেষ টেস্টেও 37 বছর বয়সি ওয়ার্নার দলকে জিতিয়ে গিয়েছেন। সিডনি টেস্ট যতটা না ছিল পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার, তার থেকে বেশি ছি‌ল ডেভিড ওয়ার্নারের বিদায়ী মঞ্চ। তাই অনেকটা আবেগে এবং চোখের জলে বাইশ গজকে বিদায় জানালেন ওয়ার্নার। যদিও ডেভিড ওয়ার্নার জানালেন, খেলা ছাড়লেও ভবিষ্যতে কোচিংয়ে যুক্ত হতে চান তিনি ৷

তিনি জানান, তাঁর স্ত্রী ক্যান্ডিশ ওয়ার্নার যদি তাঁকে অনুমতি দেন তবেই তিনি কোচ হতে পারেন ৷ শনিবার সিডনিতে শেষ টেস্টে পাকিস্তানকে 8 উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ নিজেদের পকেটে পুরে নেয় অস্ট্রেলিয়া। টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর আগে ওয়ার্নার ওডিআই ক্রিকেট থেকেও অবসর নিয়ে ফেললেন ৷ তবে তিনি আন্তর্জাতিক টি-20 এবং বিভিন্ন টি-20 লিগে খেলতে পারবেন। কোচ হওয়া প্রসঙ্গে ওয়ার্নার 'ফক্স ক্রিকেট'কে বলেন, "হ্যাঁ, আমি ভবিষ্যতে কোচিংয়ে যোগ দিতে চাই। প্রথমে আমাকে আমার স্ত্রীর সঙ্গে কথা বলতে হবে, যাতে আমি আরও সময় ওদের ছাড়া বাইরে কাটাতে পারি ৷"

2018 কেপটাউনে বল বিকৃতি কাণ্ডের আগে পর্যন্ত ক্রিকেট সার্কিটে একজন আগ্রাসী ব্যাটার হিসাবে পরিচিত ছিলেন ওয়ার্নার ৷ চলতি সপ্তাহের শুরুতেই অজি ওপেনার উসমান খোয়াজা দাবি করেন যে, স্লেজিং করার জন্য টেস্ট কেরিয়ারের শুরুতে ওয়ার্নারকে প্রতিপক্ষের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হত কিন্তু কেপাটাউন কাণ্ডের পর দলের এই সংস্কৃতিতে বদল এসেছে ৷ ফক্স ক্রিকেটকে খোয়াজা বলেন, "প্রত্যাবর্তনের পর ওয়ার্নার আমায় বলেছিল আমাকে আর আগের মতো আর স্লেজিং করতে দেখবে না তুমি ৷"

এপ্রসঙ্গে ওয়ার্নর নিজেও জানিয়েছেন, আইপিএলের মতো ফ্যাঞ্চাইজি লিগগুলোর দৌলতে বিভিন্ন দেশের ক্রিকেটাররা এখন একই ড্রেসিংরুম শেয়ার করেন ৷ তাই আগামিদিনে স্লেজিং বিষয়টা ক্রিকেট থেকে আরও হারিয়ে যাবে ৷ ওয়ার্নার অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে পঞ্চম সর্বাধিক রান সংগ্রাহক ৷ 44.59 গড়ে 8 হাজার 786 রান করে টেস্ট কেরিয়ারকে বিদায় জানিয়েছেন বিধ্বংসী এপেনার ৷ যার মধ্যে রয়েছে 26টি শতরান ও 37টি অর্ধশতরান ৷ কিংবদন্তি রিকি পন্টিংয়ের (27 হাজার 368 রান) পর আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল ব্যাটসম্যান ৷ তিন ফরম্যাটে তাঁর রানসংখ্য়া 18 হাজার 612 ৷

আরও পড়ুন:

  1. 'ভারতীয় দল দুরন্ত', টি-20 বিশ্বকাপে রোহিত-বিরাটের দলে থাকা নিয়ে কী বললেন মহারাজ!
  2. 'এন্টারটেইনার' হয়েই মানুষের মনে থেকে যেতে চান ওয়ার্নার
  3. রূপকথার শেষপর্বে 'হোয়াইট ওয়াশ' পাকিস্তান, ম্যাচ জিতিয়ে কুলীন ফরম্যাটকে গুডবাই ওয়ার্নারের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.