ETV Bharat / sports

David Warner Ruled Out: চোট পেয়ে দ্বিতীয় টেস্টে বাদ ওয়ার্নার, কনকাসন রুলে বদলি হিসেবে খেলবেন রেনশ - ম্যাট রেনশ

কনকাসন পরীক্ষায় ব্যর্থ হয়ে দ্বিতীয় টেস্টের মাঝপথ থেকে বাদ পড়লেন ডেভিড ওয়ার্নার (David Warner Ruled Out) ৷ তাঁর জায়গায় দ্বিতীয় ইনিংসে বদলি হিসেবে এলেন ম্যাট রেনশ ৷

David Warner Ruled Out ETV BHARAT
David Warner Ruled Out
author img

By

Published : Feb 18, 2023, 11:16 AM IST

Updated : Feb 18, 2023, 11:44 AM IST

নয়াদিল্লি, 18 ফেব্রুয়ারি: কনকাসনের জেরে বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টের মাঝপথ থেকে বাদ পড়লেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner Ruled Out With Concussion) ৷ ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথমদিনে মহম্মদ সিরাজের বাউন্সার তাঁর হেলমেটে লাগে ৷ তারপরেও ব্যাট করেছিলেন ওয়ার্নার ৷ কিন্তু, পরবর্তী সময়ে সমস্যা হওয়ায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবেন না অজি ওপেনার ৷ তাঁর জায়গা ম্যাট রেনশ দ্বিতীয় ইনিংসে ওপেন করবেন (David Warner Replaced by Matt Renshaw) ৷

আইসিসি-র নয়া নিয়ম অনুযায়ী, মাথায় আঘাত গুরুতর হলে, ব্যাটারকে মাঠ ছাড়তে হয় ৷ কিন্তু, সিরাজের বাউন্সার ওয়ার্নারের ব্যাটের টপ এজে লেগে হেলমেটের গ্রিলে আঘাত করে ৷ সেই সময় কোনও সমস্যা দেখা দেয়নি ৷ কিন্তু, মাঠে সেই সময় দীর্ঘক্ষণ কব্জিতে লাগা চোটের চিকিৎসা চলে ৷ কিন্তু, কনকাসন টেস্ট করা হয়নি বলে জানা গিয়েছে ৷ এমনকি হেলমেটও বদলাননি ওয়ার্নার ৷

এরপর 10 নম্বর ওভারে টিম ফিজিও ফের মাঠে আসেন ৷ সেখানে দীর্ঘক্ষণ চিকিৎসক এবং ওয়ার্নারের মধ্যে আলোচনা চলে ৷ কিন্তু, সেই সময়ও অজি ওপেনারের কনকাসন চেস্ট করা হয়নি বলে অভিযোগ উঠছে ৷ এমনকি অস্ট্রেলিয়ান ফিজিও তাঁর হেলমেটও পরীক্ষা করেননি ৷ এরপর তিনি ড্রেসিংরুমে ফিরে যান ৷ মহম্মদ শামির বলে আউট হওয়ার আগে পর্যন্ত ব্যাট করে যান ডেভিড ওয়ার্নার ৷ কিন্তু, জল্পনা বাড়তে থাকে যখন ওয়ার্নার দিনের শেষে মাঠে ফিল্ডিং করতে নামেননি ৷

সেই সময় অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয়, ওয়ার্নার একশো শতাংশ সুস্থ নন ৷ সন্ধ্যায় হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হয় ৷ সেখান ডেভিড ওয়ার্নার কনকাসন টেস্ট পাশ করতে পারেননি ৷ এরপর অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট ঘোষণা করে, ওয়ার্নার এই টেস্টে আর মাঠে নামবেন না ৷ আইসিসি-র বদল হওয়া নিয়ম অনুযায়ী, কনকাসন রুলে ম্যাচের মাঝখান থেকেই ম্যাট রেনশকে প্রথম এগারোয় যুক্ত করা হয়েছে ওয়ার্নারের বদলি হিসেবে ৷

আরও পড়ুন: পূজারার কাছে শততম টেস্টে সেঞ্চুরি চান সানি

ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্দেশিকা অনুসারে ইন্দোরে তৃতীয় টেস্টের আগে ওয়ার্নার এখন স্পোর্টস প্রোটোকল মেনে প্রয়োজনীয় নিয়মাবলী অনুসরণ করবেন ৷’’ তবে, ওয়ার্নারের কনকাসন রিপ্লেসমেন্ট হিসেবে নামায় ম্যাট রেনশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারবেন ৷ কিন্তু, বোলিং করার অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন আইসিসি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট ৷

নয়াদিল্লি, 18 ফেব্রুয়ারি: কনকাসনের জেরে বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টের মাঝপথ থেকে বাদ পড়লেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner Ruled Out With Concussion) ৷ ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথমদিনে মহম্মদ সিরাজের বাউন্সার তাঁর হেলমেটে লাগে ৷ তারপরেও ব্যাট করেছিলেন ওয়ার্নার ৷ কিন্তু, পরবর্তী সময়ে সমস্যা হওয়ায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবেন না অজি ওপেনার ৷ তাঁর জায়গা ম্যাট রেনশ দ্বিতীয় ইনিংসে ওপেন করবেন (David Warner Replaced by Matt Renshaw) ৷

আইসিসি-র নয়া নিয়ম অনুযায়ী, মাথায় আঘাত গুরুতর হলে, ব্যাটারকে মাঠ ছাড়তে হয় ৷ কিন্তু, সিরাজের বাউন্সার ওয়ার্নারের ব্যাটের টপ এজে লেগে হেলমেটের গ্রিলে আঘাত করে ৷ সেই সময় কোনও সমস্যা দেখা দেয়নি ৷ কিন্তু, মাঠে সেই সময় দীর্ঘক্ষণ কব্জিতে লাগা চোটের চিকিৎসা চলে ৷ কিন্তু, কনকাসন টেস্ট করা হয়নি বলে জানা গিয়েছে ৷ এমনকি হেলমেটও বদলাননি ওয়ার্নার ৷

এরপর 10 নম্বর ওভারে টিম ফিজিও ফের মাঠে আসেন ৷ সেখানে দীর্ঘক্ষণ চিকিৎসক এবং ওয়ার্নারের মধ্যে আলোচনা চলে ৷ কিন্তু, সেই সময়ও অজি ওপেনারের কনকাসন চেস্ট করা হয়নি বলে অভিযোগ উঠছে ৷ এমনকি অস্ট্রেলিয়ান ফিজিও তাঁর হেলমেটও পরীক্ষা করেননি ৷ এরপর তিনি ড্রেসিংরুমে ফিরে যান ৷ মহম্মদ শামির বলে আউট হওয়ার আগে পর্যন্ত ব্যাট করে যান ডেভিড ওয়ার্নার ৷ কিন্তু, জল্পনা বাড়তে থাকে যখন ওয়ার্নার দিনের শেষে মাঠে ফিল্ডিং করতে নামেননি ৷

সেই সময় অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয়, ওয়ার্নার একশো শতাংশ সুস্থ নন ৷ সন্ধ্যায় হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হয় ৷ সেখান ডেভিড ওয়ার্নার কনকাসন টেস্ট পাশ করতে পারেননি ৷ এরপর অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট ঘোষণা করে, ওয়ার্নার এই টেস্টে আর মাঠে নামবেন না ৷ আইসিসি-র বদল হওয়া নিয়ম অনুযায়ী, কনকাসন রুলে ম্যাচের মাঝখান থেকেই ম্যাট রেনশকে প্রথম এগারোয় যুক্ত করা হয়েছে ওয়ার্নারের বদলি হিসেবে ৷

আরও পড়ুন: পূজারার কাছে শততম টেস্টে সেঞ্চুরি চান সানি

ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্দেশিকা অনুসারে ইন্দোরে তৃতীয় টেস্টের আগে ওয়ার্নার এখন স্পোর্টস প্রোটোকল মেনে প্রয়োজনীয় নিয়মাবলী অনুসরণ করবেন ৷’’ তবে, ওয়ার্নারের কনকাসন রিপ্লেসমেন্ট হিসেবে নামায় ম্যাট রেনশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারবেন ৷ কিন্তু, বোলিং করার অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন আইসিসি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট ৷

Last Updated : Feb 18, 2023, 11:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.