ETV Bharat / sports

খোয়া যাওয়া 'ব্যাগি গ্রিন' খুঁজে পেয়ে স্বস্তিতে ডেভিড ওয়ার্নার - Australia vs Pakistan

David Warner Gets Back His Baggy Green: পাকিস্তানের বিরুদ্ধে কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলতে নামার আগে অজি টেস্ট ক্যাপ (পোশাকি নাম ব্যাগি গ্রিন) হারিয়ে গিয়েছিল ডেভিড ওয়ার্নারের ৷ সোশাল মিডিয়ায় এ নিয়ে দুঃখপ্রকাশ করেছিলেন ডেভি। আবেদন করেছিলেন, সেটি যেন ফিরিয়ে দেওয়া হয় তাঁকে ৷ সিডনি টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর আগে নিজের ব্যাগি গ্রিন খুঁজে পেলেন ওয়ার্নার ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2024, 10:31 AM IST

সিডনি, 5 জানুয়ারি: সিডনি ক্রিরেট গ্রাউন্ডে কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলছেন ডেভিড ওয়ার্নার ৷ ম্যাচের আগে মেলবোর্ন থেকে সিডনি আসার সময় ওয়ার্নারের টেস্ট ক্যাপ 'ব্যাগি গ্রিন' হারিয়ে যায় ৷ অবশেষে হারিয়ে যাওয়া ব্যাগি গ্রিন খুঁজে পেলেন তিনি ৷ শুক্রবার তৃতীয় দিনের খেলা শুরুর আগে ইনস্টাগ্রামে ব্যাগি গ্রিন হাতে একটি ভিডিয়ো পোস্ট করেন ওয়ার্নার ৷ তাঁর টেস্ট ক্যাপ খুঁজে পেতে যাঁরা সাহায্য করেছেন তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন এই তারকা ব্যাটার ৷

ওয়ার্নার জানিয়েছেন, তাঁর খোয়া যাওয়া ব্যাগি গ্রিন সিডনির টিম হোটেলেই পাওয়া গিয়েছে ৷ তবে, কীভাবে সেটি খুঁজে পাওয়া গিয়েছে, সে সম্পর্কে ওয়ার্নার কোনও মন্তব্য করেননি ৷ 2011 সালের 1 ডিসেম্বর ব্রিসবেনের গাব্বা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় ডেভিড ওয়ার্নারের ৷ সেই অভিষেক টেস্টে হাতে পাওয়া ব্যাগি গ্রিন মেলবোর্ন থেকে সিডনি পৌঁছানোর পর হারিয়ে ফেলেছিলেন ওয়ার্নার ৷ সিডনি হোটেলে এসে ওয়ার্নার দেখেন তাঁর জিনিসপত্রে সঙ্গে থাকা টেস্ট ক্যাপটি নেই ৷ সেটি ফিরিয়ে দেওয়ার জন্য সোশাল মিডিয়ায় একটি পোস্টও করেছিলেন ওয়ার্নার ৷

চারদিন পর ব্যাগি গ্রিন খুঁজে পেয়ে খুশি ওয়ার্নার ৷ টেস্ট ক্যাপ খুঁজে পেতে সাহায্য করায় তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন ৷ ইনস্টাগ্রাম ভিডিয়োতে তিনি বলেন, "আমি সকলকে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমার ব্যাগি গ্রিন খুঁজে পেয়েছি ৷ এটা খুবই ভালো খবর ৷ যাঁরা এটা খুঁজে দিতে সাহায্য করেছেন তাঁদের সকলের কাছে আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই ৷ বিমানসংস্থা কোয়ান্টাস, মালবাহী সংস্থা, আমাদের হোটেল এবং টিম ম্যানেজমেন্টের সকলকে আরও একবার ধন্যবাদ জানাই ৷"

12 বছর 1 মাসের টেস্ট কেরিয়ারে ডেভিড ওয়ার্নার 112টি ম্যাচ খেলেছেন ৷ 204 ইনিংসে 8 হাজার 729 রান করেছেন এখনও পর্যন্ত (সিডনিতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করবেন ওয়ার্নার) ৷ টেস্ট কেরিয়ারে 44.54 গড় ও 70.16 স্ট্রাইকরেট ওয়ার্নারের ৷ পাকিস্তানের বিরুদ্ধে 2019 সালে টেস্ট কেরিয়ারের সর্বোচ্চ 335 রান করেছিলেন ওয়ার্নার ৷ টেস্টে ওয়ার্নারের মোট 26টি সেঞ্চুরি রয়েছে ৷ তার মধ্যে 2 টি ডাবল ও একটি ট্রিপল সেঞ্চুরি করেছেন তিনি ৷ সঙ্গে 36টি হাফ-সেঞ্চুরি করেছেন এই অজি ওপেনার ৷

আরও পড়ুন:

  1. 92 বছরের রেকর্ড ভেঙে ক্ষুদ্রতম টেস্টের তকমা পেল কেপটাউনের ইন্দো-প্রোটিয়া লড়াই
  2. কেপটাউনে জিতে ম্যান্ডেলার দেশে এক যুগ পর টেস্ট সিরিজ ড্র ভারতের
  3. 11 বল, 6 উইকেট, 5 শূন্য; রোহিত-কোহলির দৌলতে লজ্জা এড়াল টিম ইন্ডিয়া

সিডনি, 5 জানুয়ারি: সিডনি ক্রিরেট গ্রাউন্ডে কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলছেন ডেভিড ওয়ার্নার ৷ ম্যাচের আগে মেলবোর্ন থেকে সিডনি আসার সময় ওয়ার্নারের টেস্ট ক্যাপ 'ব্যাগি গ্রিন' হারিয়ে যায় ৷ অবশেষে হারিয়ে যাওয়া ব্যাগি গ্রিন খুঁজে পেলেন তিনি ৷ শুক্রবার তৃতীয় দিনের খেলা শুরুর আগে ইনস্টাগ্রামে ব্যাগি গ্রিন হাতে একটি ভিডিয়ো পোস্ট করেন ওয়ার্নার ৷ তাঁর টেস্ট ক্যাপ খুঁজে পেতে যাঁরা সাহায্য করেছেন তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন এই তারকা ব্যাটার ৷

ওয়ার্নার জানিয়েছেন, তাঁর খোয়া যাওয়া ব্যাগি গ্রিন সিডনির টিম হোটেলেই পাওয়া গিয়েছে ৷ তবে, কীভাবে সেটি খুঁজে পাওয়া গিয়েছে, সে সম্পর্কে ওয়ার্নার কোনও মন্তব্য করেননি ৷ 2011 সালের 1 ডিসেম্বর ব্রিসবেনের গাব্বা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় ডেভিড ওয়ার্নারের ৷ সেই অভিষেক টেস্টে হাতে পাওয়া ব্যাগি গ্রিন মেলবোর্ন থেকে সিডনি পৌঁছানোর পর হারিয়ে ফেলেছিলেন ওয়ার্নার ৷ সিডনি হোটেলে এসে ওয়ার্নার দেখেন তাঁর জিনিসপত্রে সঙ্গে থাকা টেস্ট ক্যাপটি নেই ৷ সেটি ফিরিয়ে দেওয়ার জন্য সোশাল মিডিয়ায় একটি পোস্টও করেছিলেন ওয়ার্নার ৷

চারদিন পর ব্যাগি গ্রিন খুঁজে পেয়ে খুশি ওয়ার্নার ৷ টেস্ট ক্যাপ খুঁজে পেতে সাহায্য করায় তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন ৷ ইনস্টাগ্রাম ভিডিয়োতে তিনি বলেন, "আমি সকলকে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমার ব্যাগি গ্রিন খুঁজে পেয়েছি ৷ এটা খুবই ভালো খবর ৷ যাঁরা এটা খুঁজে দিতে সাহায্য করেছেন তাঁদের সকলের কাছে আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই ৷ বিমানসংস্থা কোয়ান্টাস, মালবাহী সংস্থা, আমাদের হোটেল এবং টিম ম্যানেজমেন্টের সকলকে আরও একবার ধন্যবাদ জানাই ৷"

12 বছর 1 মাসের টেস্ট কেরিয়ারে ডেভিড ওয়ার্নার 112টি ম্যাচ খেলেছেন ৷ 204 ইনিংসে 8 হাজার 729 রান করেছেন এখনও পর্যন্ত (সিডনিতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করবেন ওয়ার্নার) ৷ টেস্ট কেরিয়ারে 44.54 গড় ও 70.16 স্ট্রাইকরেট ওয়ার্নারের ৷ পাকিস্তানের বিরুদ্ধে 2019 সালে টেস্ট কেরিয়ারের সর্বোচ্চ 335 রান করেছিলেন ওয়ার্নার ৷ টেস্টে ওয়ার্নারের মোট 26টি সেঞ্চুরি রয়েছে ৷ তার মধ্যে 2 টি ডাবল ও একটি ট্রিপল সেঞ্চুরি করেছেন তিনি ৷ সঙ্গে 36টি হাফ-সেঞ্চুরি করেছেন এই অজি ওপেনার ৷

আরও পড়ুন:

  1. 92 বছরের রেকর্ড ভেঙে ক্ষুদ্রতম টেস্টের তকমা পেল কেপটাউনের ইন্দো-প্রোটিয়া লড়াই
  2. কেপটাউনে জিতে ম্যান্ডেলার দেশে এক যুগ পর টেস্ট সিরিজ ড্র ভারতের
  3. 11 বল, 6 উইকেট, 5 শূন্য; রোহিত-কোহলির দৌলতে লজ্জা এড়াল টিম ইন্ডিয়া
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.