দিল্লি, 13 জুন : ক্রিকেটারদের সুরক্ষা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ । কেন্দ্রীয় সরকার এবং স্বাস্থ্য আধিকারিকরা যেমন নির্দেশ দেবেন, সেইভাবে টি-20 বিশ্বকাপে যোগদানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে । এমনই জানাল BCCI ।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন গতকাল জানিয়েছিলেন, “যেসব স্টেডিয়ামে 40 হাজার দর্শক আসন রয়েছে, সেখানে 10 হাজার দর্শক বসতে পারবেন ।” টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী স্কট । এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে BCCI আধিকারিক জানিয়েছেন, “টি-20 বিশ্বকাপে যোগ দেওয়ার জন্য ভারত মুখিয়ে আছে । কিন্তু এখন এত দূরের ভাবনা ভাবছে না BCCI । সেরকম হলে কেন্দ্রের তরফে বিশ্বকাপে যোগ দেওয়ার নির্দেশ চলে আসত ।” ওই আধিকারিক আরও জানান, “অস্ট্রেলিয়ার সরকার অনেক বড় সিদ্ধান্ত নিয়েছে । টি-20 বিশ্বকাপে যোগ দিতে পারলে আমরা খুব খুশি হতাম । কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে অনেকগুলি বিষয় আছে । যার সবকিছু BCCI-এর হাতে নেই । আমাদের কাছে ক্রিকেটার এবং ফ্যানদের স্বাস্থ্য বেশি গুরুত্বপূর্ণ । এই নয় যে, মুম্বই থেকে ক্রিকেটাররা জীবাণুমুক্ত বাসে পুনেতে খেলার মাঠে এলেন । খেলার পর আবার যে যার বাড়িতে চলে গেলেন ।”
BCCI-এর ওই আধিকারিক আরও বলেন, “স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি আরও বিপজ্জনক । বিশেষত বিশ্বকাপের অনুষ্ঠানে এই বিপদ আরও বাড়তে পারে । অনেক ক্ষেত্রে উপসর্গহীন কোরোনা রোগীর সন্ধান পাওয়া গেছে । এটা খুব বিপজ্জনক ।” টি-20 বিশ্বকাপ নিয়ে ICC এখনও পর্যবেক্ষণ পর্যায়ে রয়েছে । ICC-র তরফে 18 অক্টোবর থেকে 15 নভেম্বর পর্যন্ত বিশ্বকাপের শিডিউলে কোনও পরিবর্তন করা হয়নি । দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার ক্ষেত্রে অনেকে ক্রিকেটার সহমত হচ্ছেন না । তাহলে কি স্টেডিয়ামে দর্শকদের প্রবেশ করতে দেওয়া হবে ? এই বিষয়ে ICC-র তরফে কোনও উত্তর পাওয়া যায়নি । অস্ট্রেলিয়া আন্তর্জাতিক সীমানা এখনও খোলেনি । সেক্ষেত্রে টি-20 বিশ্বকাপে দর্শকদের যোগদান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে । BCCI আধিকারিক জানিয়েছেন, “দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হবে বলে আগে সিদ্ধান্ত হয়েছিল । তাই এখন এত কিছু ভাবার প্রয়োজন নেই ।”