ETV Bharat / sports

বলে বুমরা-চাহাল, ব্যাটে রোহিত; ফেভারিটের মতোই বিশ্বকাপ শুরু ভারতের - hamshire bowl

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা। 50 ওভারে 9 উইকেট হারিয়ে 227 রান তোলে।

ভারতীয় দল
author img

By

Published : Jun 5, 2019, 4:24 PM IST

Updated : Jun 6, 2019, 6:44 AM IST

সাউদাম্পটন, 5 জুন : রো-হিট ইংল্যান্ডের মাঠে । দুরন্ত শতরান করে বিশ্বকাপে ভারতকে প্রথম জয় এনে দিলেন রোহিত শর্মা । দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 6 উইকেটে জিতলেন বিরাট কোহলিরা । এদিন 122 রানে অপরাজিত থাকলেন সহ-অধিনায়ক । এটি তাঁর 23 তম শতরান । বিশ্বকাপে দ্বিতীয় ।

প্রথমে ব্যাট করে 227 রান করে দক্ষিণ আফ্রিকা । ব্যাট করতে নেমে শুরুতেই আউট হন শিখর ধাওয়ান । অধিনায়ক কোহলিও 18 রানে প্যাভেলিয়নে ফেরেন । কিন্তু একা লড়াই চালাচ্ছিলেন রোহিত । কিছুক্ষণ লোকেশ রাহুল তারপর ধোনিকে সঙ্গে নিয়ে জয়ের কাছাকাছি দলকে পৌঁছে দেন রোহিতই ।

এদিকে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক । তখন মনে হয় ডু'প্লেসির কিছু বুঝতে ভুল করেছিলেন । ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যায় এ বার কিছু একটা করার প্রতিজ্ঞা নিয়েই ইংল্যান্ডে পা রেখেছেন কোহালি-রোহিতরা ।

প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা 50 ওভারে 9 উইকেটে তুলেছে রান 227 । অর্থাৎ, প্রথম ম্যাচ জিততে হলে কোহলিদের করতে হবে 228 রান । ভারতের যা ব্যাটিং শক্তি, তাতে খুব বড় অঘটন না ঘটলে এটা মোটামুটি স্পষ্ট জয় দিয়েই শুরু হচ্ছে এবারে বিশ্বকাপে ভারতের অভিযান, তা প্রথমার্ধ শেষেই স্পষ্ট হয়ে গিয়েছিল । তবে, ব্যাটিংয়ের শুরুতেই কিছুটা হলেও চাপে ছিলেন ভারতীয় দলের দুই ওপেনার । দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের সামনে বেশ অসহায় লাগছিল তাঁদের । শিখর ফিরে গেলেও প্রাথমিক জড়তা কাটিয়ে ক্রমেই পরিচিত ছন্দে ফেরেন রোহিত শর্মা ।

আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা । ইনিংস শুরুর কিছুক্ষণের মধ্যেই দলকে সাফল্য এনে দেন কোহলির অতি ভরসার বুমরা । 3 ওভারের মাথায় হাসিম আমলাকে ফেরান বুমরা । মাত্র 6 রানে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি । দু'ওভারের মাথায় ফের ধাক্কা দেন বুমরা । 10 রানে ফেরান ডি'কককে ।

এরপর শুরু হয় চহ্বালের ভেল্কি । একই ওভারে দুই উইকেট তোলেন এই লেগ স্পিনার । ফেরান ডু প্লেসি ও ভ্যান ডার ডুসেনকে । কিছুক্ষণের মধ্যেই ডুমিনিকে ফেরান কুলদীপ যাদব । তিনরানে প্যাভেলিয়নে ফেরান ডুমিনিকে । 89 রানে 5 উইকেট খুইয়ে রীতিমতো ধুঁকতে থাকে দক্ষিণ আফ্রিকা । তখন কিছুটা লড়াইয়ে চেষ্টা করেন ডেভিড মিলার ও ফিলুকায়ো । দক্ষিণ আফ্রিকার স্কোর 200 রানের গণ্ডি টপকায় এর জন্য শেষ পর্বে ক্রিস মরিসের কথা বলতেই হবে ।

প্রথম ম্যাচ থেকে একটি বিষয় কোহলি-শাস্ত্রীকে স্বস্তি দেবে । তা হল কুল-চা জুটির ফর্মে ফেরা । ভুবি-বুমরার সাফল্য ।

সাউদাম্পটন, 5 জুন : রো-হিট ইংল্যান্ডের মাঠে । দুরন্ত শতরান করে বিশ্বকাপে ভারতকে প্রথম জয় এনে দিলেন রোহিত শর্মা । দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 6 উইকেটে জিতলেন বিরাট কোহলিরা । এদিন 122 রানে অপরাজিত থাকলেন সহ-অধিনায়ক । এটি তাঁর 23 তম শতরান । বিশ্বকাপে দ্বিতীয় ।

প্রথমে ব্যাট করে 227 রান করে দক্ষিণ আফ্রিকা । ব্যাট করতে নেমে শুরুতেই আউট হন শিখর ধাওয়ান । অধিনায়ক কোহলিও 18 রানে প্যাভেলিয়নে ফেরেন । কিন্তু একা লড়াই চালাচ্ছিলেন রোহিত । কিছুক্ষণ লোকেশ রাহুল তারপর ধোনিকে সঙ্গে নিয়ে জয়ের কাছাকাছি দলকে পৌঁছে দেন রোহিতই ।

এদিকে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক । তখন মনে হয় ডু'প্লেসির কিছু বুঝতে ভুল করেছিলেন । ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যায় এ বার কিছু একটা করার প্রতিজ্ঞা নিয়েই ইংল্যান্ডে পা রেখেছেন কোহালি-রোহিতরা ।

প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা 50 ওভারে 9 উইকেটে তুলেছে রান 227 । অর্থাৎ, প্রথম ম্যাচ জিততে হলে কোহলিদের করতে হবে 228 রান । ভারতের যা ব্যাটিং শক্তি, তাতে খুব বড় অঘটন না ঘটলে এটা মোটামুটি স্পষ্ট জয় দিয়েই শুরু হচ্ছে এবারে বিশ্বকাপে ভারতের অভিযান, তা প্রথমার্ধ শেষেই স্পষ্ট হয়ে গিয়েছিল । তবে, ব্যাটিংয়ের শুরুতেই কিছুটা হলেও চাপে ছিলেন ভারতীয় দলের দুই ওপেনার । দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের সামনে বেশ অসহায় লাগছিল তাঁদের । শিখর ফিরে গেলেও প্রাথমিক জড়তা কাটিয়ে ক্রমেই পরিচিত ছন্দে ফেরেন রোহিত শর্মা ।

আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা । ইনিংস শুরুর কিছুক্ষণের মধ্যেই দলকে সাফল্য এনে দেন কোহলির অতি ভরসার বুমরা । 3 ওভারের মাথায় হাসিম আমলাকে ফেরান বুমরা । মাত্র 6 রানে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি । দু'ওভারের মাথায় ফের ধাক্কা দেন বুমরা । 10 রানে ফেরান ডি'কককে ।

এরপর শুরু হয় চহ্বালের ভেল্কি । একই ওভারে দুই উইকেট তোলেন এই লেগ স্পিনার । ফেরান ডু প্লেসি ও ভ্যান ডার ডুসেনকে । কিছুক্ষণের মধ্যেই ডুমিনিকে ফেরান কুলদীপ যাদব । তিনরানে প্যাভেলিয়নে ফেরান ডুমিনিকে । 89 রানে 5 উইকেট খুইয়ে রীতিমতো ধুঁকতে থাকে দক্ষিণ আফ্রিকা । তখন কিছুটা লড়াইয়ে চেষ্টা করেন ডেভিড মিলার ও ফিলুকায়ো । দক্ষিণ আফ্রিকার স্কোর 200 রানের গণ্ডি টপকায় এর জন্য শেষ পর্বে ক্রিস মরিসের কথা বলতেই হবে ।

প্রথম ম্যাচ থেকে একটি বিষয় কোহলি-শাস্ত্রীকে স্বস্তি দেবে । তা হল কুল-চা জুটির ফর্মে ফেরা । ভুবি-বুমরার সাফল্য ।

New Delhi, May 06 (ANI): Rebel Aam Aadmi Party (AAP) MLA Devinder Kumar Sehrawat joined Bharatiya Janata Party (BJP) in Delhi on Monday. Sehrawat joined the party in the presence of Minister of State of Parliamentary Affairs Vijay Goel. The elections will be held in Delhi on May 12 in phase 6.

Last Updated : Jun 6, 2019, 6:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.