ETV Bharat / sports

এনগেজমেন্ট সারলেন যুজবেন্দ্র চহ্বাল, শেয়ার করলেন হবু বউয়ের ছবি - বাগদান সারলেন যুজবেন্দ্র চহ্বাল

প্যানডেমিকের মধ্যেই বান্ধবী ধনশ্রী ভার্মার সঙ্গে এনগেজমেন্ট সেরে নিলেন জাতীয় দলের লেগ স্পিনার যুজবেন্দ্র চহ্বাল ৷

এনগেজমেন্ট সারলেন যুজবেন্দ্র চহ্বাল, শেয়ার করলেন হবু বউয়ের ছবি
এনগেজমেন্ট সারলেন যুজবেন্দ্র চহ্বাল, শেয়ার করলেন হবু বউয়ের ছবি
author img

By

Published : Aug 8, 2020, 8:35 PM IST

মুম্বই, 8 অগাস্ট: লকডাউনের মধ্যে একের পর এক চমক দিচ্ছেন ভারতীয় দলের ক্রিকেটাররা ৷ কিছুদিন আগেই বান্ধবী নাতাশা স্ট্যানকোভিচের প্রেগন্যান্সির খবর দিয়ে চমকে দিয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া ৷ এবার প্য়ানডেমিকের মধ্যে এনগেজমেন্ট সেরে ফেললেন জাতীয় দলের লেগ স্পিনার যুজবেন্দ্র চহ্বাল ৷ পাত্রী কোরিওগ্রাফার ও ডাক্তার ধনশ্রী ভার্মা ৷ সোশাল মিডিয়ায় হবু বউয়ের সঙ্গে রোকা অনুষ্ঠানের ছবি পোস্ট করেছেন চহ্বাল ৷

পোস্টে তিনি লেখেন,"আমরা একে অপরকে হ্যাঁ বললাম ৷ পরিবারও রাজি ৷" নিজেদের ছবি ছাড়াও দুই পরিবারের ছবিও পোস্ট করেছেন চহ্বাল ৷ তবে ধনশ্রীকে এর আগেও চহ্বালের সঙ্গে দেখা গেছে ৷ লাইভ চ্যাট ও সোশাল মিডিয়ায় ভারতীয় স্পিনারের বিভিন্ন পোস্টে চহ্বালের হবু বউকে এর আগেও দেখেছেন অনুরাগীরা ৷ শনিবার বিকেলে সোশাল মিডিয়ায় রোকা সেরিমনির ছবি পোস্ট করতেই শুভেচ্ছায় ভেসেছেন চহ্বাল-ধনশ্রী ৷ ওপেনার শিখর ধাওয়ান লেখেন,"দুজনকে অসংখ্য শুভেচ্ছা ৷" বিরাট কোহলি লেখেন,"ঈশ্বর তোমাদের মঙ্গল করুন ৷ অনেক শুভেচ্ছা ৷" এছাড়াও ভুবনেশ্বর কুমার, বোলিং কোচ আর শ্রীধরও শুভেচ্ছা জানিয়েছেন ৷

ইনস্টাগ্রামে দেওয়া তথ্য অনুযায়ী, চহ্বালের হবু বউ কোরিওগ্রাফার ও ডাক্তার ৷ একইসঙ্গে ইউটিউব চ্যানেলও রয়েছে সুন্দরী ধনশ্রী ভার্মার ৷ জনপ্রিয়তায় হবু স্বামীকে টেক্কা দেওয়ার মতো ক্ষমতা রয়েছে ৷ জানা গেছে, সোশাল মিডিয়া থেকেই দুজনের আলাপ ৷ এরপর ধীরে ধীরে গড়ে ওঠে সম্পর্ক ৷ দুই পরিবার থেকে কোনও আপত্তি না ওঠায় এনগেজমেন্ট পর্ব সেরে নেওয়ার সিদ্ধান্ত নেন চহ্বাল-ধনশ্রী ৷

রোকা অনুষ্ঠানে যুজবেন্দ্র-ধনশ্রী
রোকা অনুষ্ঠানে যুজবেন্দ্র-ধনশ্রী

মুম্বই, 8 অগাস্ট: লকডাউনের মধ্যে একের পর এক চমক দিচ্ছেন ভারতীয় দলের ক্রিকেটাররা ৷ কিছুদিন আগেই বান্ধবী নাতাশা স্ট্যানকোভিচের প্রেগন্যান্সির খবর দিয়ে চমকে দিয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া ৷ এবার প্য়ানডেমিকের মধ্যে এনগেজমেন্ট সেরে ফেললেন জাতীয় দলের লেগ স্পিনার যুজবেন্দ্র চহ্বাল ৷ পাত্রী কোরিওগ্রাফার ও ডাক্তার ধনশ্রী ভার্মা ৷ সোশাল মিডিয়ায় হবু বউয়ের সঙ্গে রোকা অনুষ্ঠানের ছবি পোস্ট করেছেন চহ্বাল ৷

পোস্টে তিনি লেখেন,"আমরা একে অপরকে হ্যাঁ বললাম ৷ পরিবারও রাজি ৷" নিজেদের ছবি ছাড়াও দুই পরিবারের ছবিও পোস্ট করেছেন চহ্বাল ৷ তবে ধনশ্রীকে এর আগেও চহ্বালের সঙ্গে দেখা গেছে ৷ লাইভ চ্যাট ও সোশাল মিডিয়ায় ভারতীয় স্পিনারের বিভিন্ন পোস্টে চহ্বালের হবু বউকে এর আগেও দেখেছেন অনুরাগীরা ৷ শনিবার বিকেলে সোশাল মিডিয়ায় রোকা সেরিমনির ছবি পোস্ট করতেই শুভেচ্ছায় ভেসেছেন চহ্বাল-ধনশ্রী ৷ ওপেনার শিখর ধাওয়ান লেখেন,"দুজনকে অসংখ্য শুভেচ্ছা ৷" বিরাট কোহলি লেখেন,"ঈশ্বর তোমাদের মঙ্গল করুন ৷ অনেক শুভেচ্ছা ৷" এছাড়াও ভুবনেশ্বর কুমার, বোলিং কোচ আর শ্রীধরও শুভেচ্ছা জানিয়েছেন ৷

ইনস্টাগ্রামে দেওয়া তথ্য অনুযায়ী, চহ্বালের হবু বউ কোরিওগ্রাফার ও ডাক্তার ৷ একইসঙ্গে ইউটিউব চ্যানেলও রয়েছে সুন্দরী ধনশ্রী ভার্মার ৷ জনপ্রিয়তায় হবু স্বামীকে টেক্কা দেওয়ার মতো ক্ষমতা রয়েছে ৷ জানা গেছে, সোশাল মিডিয়া থেকেই দুজনের আলাপ ৷ এরপর ধীরে ধীরে গড়ে ওঠে সম্পর্ক ৷ দুই পরিবার থেকে কোনও আপত্তি না ওঠায় এনগেজমেন্ট পর্ব সেরে নেওয়ার সিদ্ধান্ত নেন চহ্বাল-ধনশ্রী ৷

রোকা অনুষ্ঠানে যুজবেন্দ্র-ধনশ্রী
রোকা অনুষ্ঠানে যুজবেন্দ্র-ধনশ্রী
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.