দিল্লি, 5 জুলাই : সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণের পর এবার সঞ্জীব গুপ্তার নিশানায় বিরাট কোহলি ৷ ভারত অধিনায়কের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ আনলেন তিনি ৷ সঞ্জীব গুপ্তা বলেন, কোহলির ব্যবসায়িক উদ্যোগগুলি সুপ্রিম কোর্ট অনুমোদিত লোধা প্যানেলের সুপারিশগুলিকে লঙঘন করেছে ৷ এই মর্মে তিনি BCCI-এর এথিক্স অফিসার ডিকে জৈনকে মেল পাঠিয়েছেন ৷
মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য সঞ্জীব গুপ্তা ৷ প্রাক্তন, বর্তমান ক্রিকেটারদের বিরুদ্ধে বারবার স্বার্থের সংঘাতের অভিযোগ এনেছেন তিনি । অনেকের অভিযোগ, শুধু প্রচার পাওয়ার জন্যই তিনি একাজ করেন ৷ এবার তাঁর নজরে বিরাট কোহলি ৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের এথিক্স অফিসার ডিকে জৈনকে দেওয়া চিঠিতে তিনি লিখেছেন, "সুপ্রিম কোর্ট অনুমোদিত BCCI-এর 38 (4) বিধি লঙ্ঘন করে দুটি পদ অধিকার করে রয়েছেন বিরাট কোহলি ৷ একটি পদ থেকে তাঁর পদত্যাগ করা দরকার ৷" তিনি আরও লিখেছেন, "লোধা সংস্কার ও সুপ্রিম কোর্ট অনুমোদিত BCCI-এর সংবিধান যাতে কোনও ব্যক্তিগত স্বার্থ ছাড়াই মেনে চলা হয় সেই উদ্দেশেই আমার এই অভিযোগ ৷ কোনও ব্যক্তি ধনী, ক্ষমতাশালী ও প্রভাবশালী হতে পারেন কিন্তু তিনি আইনের ঊর্ধ্বে নন ৷ সুপ্রিম কোর্টের নির্দেশকে সকলের সম্মান করা উচিত ৷"
একইসঙ্গে "বিরাট কোহলি স্পোর্টস LLP" কম্পানির সঙ্গে যুক্ত থাকার বিষয়টিও চিঠিতে লিখেছেন তিনি ৷ দু'জন ডিরেক্টর বা মালিকের অধীনে রয়েছে ওই কম্পানি ৷ একজন বিরাট কোহলি অন্যজন অর্জুন সচদেব ৷ পাশাপাশি কর্নারস্টোন ভেঞ্চার পার্টনার্স LLP নামেও একটি কম্পানির সহ মালিক কোহলি ৷