ETV Bharat / sports

রবি শাস্ত্রীর সমালোচনা, কড়া জবাব বিরাটের

author img

By

Published : Dec 1, 2019, 6:37 PM IST

পরিকল্পিত ভাবে রবি শাস্ত্রীর সমালোচনা হচ্ছে , তবে রবি ভাই এমন একজন যে এসব বিষয় নিয়ে ভাবে না ৷ বললেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷

রবি শাস্ত্রীর পাশে বিরাট
virat on ravi

দিল্লি , 1 ডিসেম্বর : কোচের হয়ে ব্যাট ধরলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ সোশাল মিডিয়ায় রবি শাস্ত্রীকে নিয়ে বিগত কয়েক দিন ধরে ব্যঙ্গাত্মক মন্তব্য করে চলেছেন অনেকে । তাঁদের কড়া সমালোচনা করলেন ভারত অধিনায়ক । তাঁর মত, পরিকল্পিতভাবে রবি শাস্ত্রীর সমালোচনা হচ্ছে ।

ভারত অধিনায়কের মতে অনেক দিন আগেই রবি শাস্ত্রী নিজেকে সফল ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন । বর্তমানে ঘরে বসে কে তাঁকে নিয়ে কী বলছে তা নিয়ে তিনি বিচলিত নন । ভারত অধিনায়ক বলেন ," পরিকল্পিত ভাবে এই সব করা হচ্ছে , আমি জানি না এর পিছনে কে আছে, কেন সে এসব করছে ৷ এভাবে মিথ্যে ছড়ানো একমাত্র পরিকল্পনা করেই সম্ভব ৷ রবি ভাই এমন একজন যে এসব বিষয় নিয়ে পরোয়া করে না ৷ "

রবি শাস্ত্রীর সমালোচকদের উদ্দেশে ভারত অধিনায়কের বার্তা , "আগে তাঁর মতো হেলমেট ছাড়া পেসারদের সামলান, তারপর সমালোচনা করুন ৷ "

দিল্লি , 1 ডিসেম্বর : কোচের হয়ে ব্যাট ধরলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ সোশাল মিডিয়ায় রবি শাস্ত্রীকে নিয়ে বিগত কয়েক দিন ধরে ব্যঙ্গাত্মক মন্তব্য করে চলেছেন অনেকে । তাঁদের কড়া সমালোচনা করলেন ভারত অধিনায়ক । তাঁর মত, পরিকল্পিতভাবে রবি শাস্ত্রীর সমালোচনা হচ্ছে ।

ভারত অধিনায়কের মতে অনেক দিন আগেই রবি শাস্ত্রী নিজেকে সফল ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন । বর্তমানে ঘরে বসে কে তাঁকে নিয়ে কী বলছে তা নিয়ে তিনি বিচলিত নন । ভারত অধিনায়ক বলেন ," পরিকল্পিত ভাবে এই সব করা হচ্ছে , আমি জানি না এর পিছনে কে আছে, কেন সে এসব করছে ৷ এভাবে মিথ্যে ছড়ানো একমাত্র পরিকল্পনা করেই সম্ভব ৷ রবি ভাই এমন একজন যে এসব বিষয় নিয়ে পরোয়া করে না ৷ "

রবি শাস্ত্রীর সমালোচকদের উদ্দেশে ভারত অধিনায়কের বার্তা , "আগে তাঁর মতো হেলমেট ছাড়া পেসারদের সামলান, তারপর সমালোচনা করুন ৷ "

Mumbai, Dec 01 (ANI): Former chief minister and BJP leader Devendra Fadnavis was elected as Leader of Opposition in Maharashtra Assembly on December 01. The newly appointed speaker of the House Nana Patole has made the announcement. Chief minister Uddhav Thackeray and senior leaders of Shiv Sena, Nationalist Congress Party (NCP) and Congress congratulated Fadnavis. On November 30, Shiv Sena chief Uddhav Thackeray, along with Nationalist Congress Party (NCP) and the Congress passed the floor test in the Maharashtra Assembly with 169 votes.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.