হায়দরাবাদ, 9 ফেব্রুয়ারি : ইতিহাস গড়বে বাংলাদেশ ৷ নাকি পঞ্চমবারের মতো অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতবে ভারত ৷ উত্তর পাওয়া যাবে কিছুক্ষণ পরেই ৷ ফাইনালে ভারতের জিত বা হার যেটাই হোক, এই যুব বিশ্বকাপের টিম থেকে ভারত পেতে চলেছে একাধিক ভবিষ্যৎ তারকা ৷ তার মধ্যে ভবিষ্যতে দেশের ক্রিকেট তারকা হয়ে ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে ৷
2020 অনূর্ধ্ব-19 ক্রিকেট টিমের অধিনায়ক ৷ তাঁর নেতৃত্বেই পঞ্চমবারের জন্য যুব বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে ভারত ৷ শুধুমাত্র উন্মুক্ত চাঁদকে বাদ দিয়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপজয়ী অধিনায়কেরা সিনিয়র দলের হয়ে দেশকে প্রতিনিধিত্ব করেছেন ৷ প্রিয়ম গর্গের লক্ষ্যটাও তেমনই ৷ ফাইনালে ব্যর্থ হলেও বিশ্বকাপে দুটি অর্ধশতরান রয়েছে প্রিয়মের ৷ দেশের এই ভবিষ্যৎ ক্রিকেট তারকাকে IPL টিম সানরাইজ়ার্স হায়দরাবাদ কিনে নিয়েছে 1 কোটি 9 লাখ টাকায় ৷
বিশ্ব ক্রিকেটে এখন লেগ স্পিনারদের রমরমা ৷ যুব বিশ্বকাপে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল লেগ স্পিনার রবি বিষ্ণোই ৷ প্রয়োজনের সময় উইকেট তোলার ক্ষেত্রে তাঁর জুড়ি নেই ৷ লো স্কোরিং ফাইনালে ভারতের ভরসা তিনি ৷ IPL-এ খেলবেন কিং ইলেভেন পঞ্জাবের হয়ে ৷
বিশ্বকাপে টপ ফর্মে রয়েছেন ফাস্ট বোলার কার্তিক ত্যাগী ৷ বিপক্ষের ব্যাটসম্যানদের অস্বস্তিতে ফেলতে ওস্তাদ এই তরুণ স্পিড স্টার ৷ 145 কিমি প্রতি ঘণ্টায় বল করতে পারেন ৷ নিজের গতিকে কাজে লাগিয়ে প্রয়োজনের সময় অধিনায়ক প্রিয়ম গর্গকে উইকেট উপহার দিয়েছেন ৷ IPL-এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন ত্যাগী ৷
2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ দলের স্টার ব্যাটসম্যান তিনি ৷ ফুচকা বিক্রেতা থেকে বিশ্বকাপের মঞ্চ, যশস্বীর জীবন সংগ্রামে কাহিনি এখন লোকের মুখে মুখে ফিরছে ৷ ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে মাত্র আঠারো বছর বয়সেই ঘরে ঘরে পরিচিত হয়ে উঠেছেন যশস্বী জয়সওয়াল ৷ যুবরাজ সিংয়ের সঙ্গে তাঁর তুলনা শুরু হয়েছে ৷ সেমিফাইনালের সেঞ্চুরি ছাড়া বিশ্বকাপে চারটি অর্ধশতরান রয়েছে ৷ লিস্ট এ ক্রিকেটে সবচেয়ে কমবয়সি ক্রিকেটার হিসেবে দ্বিশতরানের নজির রয়েছে যশস্বীর ৷ খুব শিগগির তাঁকে বিরাট কোহলির টিমে দেখা যাবে, আশা ক্রিকেটপ্রেমীদের ৷