ETV Bharat / sports

অনূর্ধ্ব-19 বিশ্বকাপ : ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারকারা - kartik tyagi

2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপের দল থেকে একাধিক তারকা ক্রিকেটার পেতে চলেছে ভারত ৷ তালিকায় রয়েছে অধিনায়ক প্রিয়ম গর্গ, যশস্বী জয়সওয়াল সহ আরও কয়েকজন ৷

u-19-world-cup
ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারকা
author img

By

Published : Feb 9, 2020, 6:58 PM IST

Updated : Feb 9, 2020, 8:09 PM IST

হায়দরাবাদ, 9 ফেব্রুয়ারি : ইতিহাস গড়বে বাংলাদেশ ৷ নাকি পঞ্চমবারের মতো অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতবে ভারত ৷ উত্তর পাওয়া যাবে কিছুক্ষণ পরেই ৷ ফাইনালে ভারতের জিত বা হার যেটাই হোক, এই যুব বিশ্বকাপের টিম থেকে ভারত পেতে চলেছে একাধিক ভবিষ্যৎ তারকা ৷ তার মধ্যে ভবিষ্যতে দেশের ক্রিকেট তারকা হয়ে ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে ৷

priyam garg
প্রিয়ম গর্গ

2020 অনূর্ধ্ব-19 ক্রিকেট টিমের অধিনায়ক ৷ তাঁর নেতৃত্বেই পঞ্চমবারের জন্য যুব বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে ভারত ৷ শুধুমাত্র উন্মুক্ত চাঁদকে বাদ দিয়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপজয়ী অধিনায়কেরা সিনিয়র দলের হয়ে দেশকে প্রতিনিধিত্ব করেছেন ৷ প্রিয়ম গর্গের লক্ষ্যটাও তেমনই ৷ ফাইনালে ব্যর্থ হলেও বিশ্বকাপে দুটি অর্ধশতরান রয়েছে প্রিয়মের ৷ দেশের এই ভবিষ্যৎ ক্রিকেট তারকাকে IPL টিম সানরাইজ়ার্স হায়দরাবাদ কিনে নিয়েছে 1 কোটি 9 লাখ টাকায় ৷

ravi Bisnoi
রবি বিষ্ণোই

বিশ্ব ক্রিকেটে এখন লেগ স্পিনারদের রমরমা ৷ যুব বিশ্বকাপে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল লেগ স্পিনার রবি বিষ্ণোই ৷ প্রয়োজনের সময় উইকেট তোলার ক্ষেত্রে তাঁর জুড়ি নেই ৷ লো স্কোরিং ফাইনালে ভারতের ভরসা তিনি ৷ IPL-এ খেলবেন কিং ইলেভেন পঞ্জাবের হয়ে ৷

kartik tyagi
কার্তিক ত্যাগী

বিশ্বকাপে টপ ফর্মে রয়েছেন ফাস্ট বোলার কার্তিক ত্যাগী ৷ বিপক্ষের ব্যাটসম্যানদের অস্বস্তিতে ফেলতে ওস্তাদ এই তরুণ স্পিড স্টার ৷ 145 কিমি প্রতি ঘণ্টায় বল করতে পারেন ৷ নিজের গতিকে কাজে লাগিয়ে প্রয়োজনের সময় অধিনায়ক প্রিয়ম গর্গকে উইকেট উপহার দিয়েছেন ৷ IPL-এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন ত্যাগী ৷

Yashasvi Jaiswal
যশস্বী জয়সওয়াল

2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ দলের স্টার ব্যাটসম্যান তিনি ৷ ফুচকা বিক্রেতা থেকে বিশ্বকাপের মঞ্চ, যশস্বীর জীবন সংগ্রামে কাহিনি এখন লোকের মুখে মুখে ফিরছে ৷ ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে মাত্র আঠারো বছর বয়সেই ঘরে ঘরে পরিচিত হয়ে উঠেছেন যশস্বী জয়সওয়াল ৷ যুবরাজ সিংয়ের সঙ্গে তাঁর তুলনা শুরু হয়েছে ৷ সেমিফাইনালের সেঞ্চুরি ছাড়া বিশ্বকাপে চারটি অর্ধশতরান রয়েছে ৷ লিস্ট এ ক্রিকেটে সবচেয়ে কমবয়সি ক্রিকেটার হিসেবে দ্বিশতরানের নজির রয়েছে যশস্বীর ৷ খুব শিগগির তাঁকে বিরাট কোহলির টিমে দেখা যাবে, আশা ক্রিকেটপ্রেমীদের ৷

হায়দরাবাদ, 9 ফেব্রুয়ারি : ইতিহাস গড়বে বাংলাদেশ ৷ নাকি পঞ্চমবারের মতো অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতবে ভারত ৷ উত্তর পাওয়া যাবে কিছুক্ষণ পরেই ৷ ফাইনালে ভারতের জিত বা হার যেটাই হোক, এই যুব বিশ্বকাপের টিম থেকে ভারত পেতে চলেছে একাধিক ভবিষ্যৎ তারকা ৷ তার মধ্যে ভবিষ্যতে দেশের ক্রিকেট তারকা হয়ে ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে ৷

priyam garg
প্রিয়ম গর্গ

2020 অনূর্ধ্ব-19 ক্রিকেট টিমের অধিনায়ক ৷ তাঁর নেতৃত্বেই পঞ্চমবারের জন্য যুব বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে ভারত ৷ শুধুমাত্র উন্মুক্ত চাঁদকে বাদ দিয়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপজয়ী অধিনায়কেরা সিনিয়র দলের হয়ে দেশকে প্রতিনিধিত্ব করেছেন ৷ প্রিয়ম গর্গের লক্ষ্যটাও তেমনই ৷ ফাইনালে ব্যর্থ হলেও বিশ্বকাপে দুটি অর্ধশতরান রয়েছে প্রিয়মের ৷ দেশের এই ভবিষ্যৎ ক্রিকেট তারকাকে IPL টিম সানরাইজ়ার্স হায়দরাবাদ কিনে নিয়েছে 1 কোটি 9 লাখ টাকায় ৷

ravi Bisnoi
রবি বিষ্ণোই

বিশ্ব ক্রিকেটে এখন লেগ স্পিনারদের রমরমা ৷ যুব বিশ্বকাপে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল লেগ স্পিনার রবি বিষ্ণোই ৷ প্রয়োজনের সময় উইকেট তোলার ক্ষেত্রে তাঁর জুড়ি নেই ৷ লো স্কোরিং ফাইনালে ভারতের ভরসা তিনি ৷ IPL-এ খেলবেন কিং ইলেভেন পঞ্জাবের হয়ে ৷

kartik tyagi
কার্তিক ত্যাগী

বিশ্বকাপে টপ ফর্মে রয়েছেন ফাস্ট বোলার কার্তিক ত্যাগী ৷ বিপক্ষের ব্যাটসম্যানদের অস্বস্তিতে ফেলতে ওস্তাদ এই তরুণ স্পিড স্টার ৷ 145 কিমি প্রতি ঘণ্টায় বল করতে পারেন ৷ নিজের গতিকে কাজে লাগিয়ে প্রয়োজনের সময় অধিনায়ক প্রিয়ম গর্গকে উইকেট উপহার দিয়েছেন ৷ IPL-এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন ত্যাগী ৷

Yashasvi Jaiswal
যশস্বী জয়সওয়াল

2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ দলের স্টার ব্যাটসম্যান তিনি ৷ ফুচকা বিক্রেতা থেকে বিশ্বকাপের মঞ্চ, যশস্বীর জীবন সংগ্রামে কাহিনি এখন লোকের মুখে মুখে ফিরছে ৷ ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে মাত্র আঠারো বছর বয়সেই ঘরে ঘরে পরিচিত হয়ে উঠেছেন যশস্বী জয়সওয়াল ৷ যুবরাজ সিংয়ের সঙ্গে তাঁর তুলনা শুরু হয়েছে ৷ সেমিফাইনালের সেঞ্চুরি ছাড়া বিশ্বকাপে চারটি অর্ধশতরান রয়েছে ৷ লিস্ট এ ক্রিকেটে সবচেয়ে কমবয়সি ক্রিকেটার হিসেবে দ্বিশতরানের নজির রয়েছে যশস্বীর ৷ খুব শিগগির তাঁকে বিরাট কোহলির টিমে দেখা যাবে, আশা ক্রিকেটপ্রেমীদের ৷

New Delhi, Feb 09 (ANI): Bharatiya Janata Party (BJP) president JP Nadda paid floral tribute to Ravidas on his birth anniversary at BJP headquarters in New Delhi. JP Nadda also announced construction of Guru Ravidas temple soon. JP Nadda said, "Construction work to build Guru Ravidas temple will begin soon. BJP and government are committed towards unity in the country."
Last Updated : Feb 9, 2020, 8:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.