ETV Bharat / sports

বিষ্ণোইয়ে ঘূর্ণিতে ম্যাচে ফিরল ভারত, লড়ছে বাংলাদেশ - India u-19 cricket team

লেগ স্পিনার রবি বিষ্ণোইয়ের বিষাক্ত স্পিনে বেসামাল বাংলাদেশ ৷ অনূর্ধ্ব-19 ফাইনালে চারটি উইকেট তুলে নিলেন তিনি ৷

india vs bangladesh
রবি বিষ্ণোই
author img

By

Published : Feb 9, 2020, 8:18 PM IST

পোচেস্ট্রুম, 9 ফেব্রুয়ারি : অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিততে হলে বাংলাদেশের প্রয়োজন মাত্র 178 রান ৷ অনায়াসে এই স্বল্প রান তুলে হাসতে হাসতে বিশ্বকাপ জিতে নেবে পড়শি দেশ, এমনই ভেবেছিলেন অনেকে ৷ কিন্তু, বিপক্ষ শিবিরে পরপর আঘাত হেনে টাইগারদের বিশ্বকাপ জয়ের স্বপ্নে আঘাত দিয়েছেন লেগ স্পিনার রবি বিষ্ণোই ৷ মাত্র 25 রান খরচ করে চারটি উইকেট তুলে নিয়েছেন তিনি ৷ জয়ের জন্য চারটি উইকেট প্রয়োজন ভারতের ৷

একমাত্র যশস্বী জয়সওয়াল ছাড়া চূড়ান্ত ব্যর্থ ভারতীয় ব্যাটসম্যানরা ৷ পঞ্চমবার অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিততে হলে বোলিং ব্রিগেডকে জ্বলে উঠতেই হত ৷ লেগ স্পিনার রবি বিষ্ণোই, পেসার সুশান্ত মিশ্র সেটাই করে দেখালেন ৷ বাংলাদেশের স্কোর পঞ্চাশের ঘর ছোঁয়ার পরই প্রথম আঘাত হানেন রবি ৷ 12তম ওভারের পঞ্চম বলে ফেরান ওপেনার তানজিদ হাসানকে (17) ৷ ফাইনালে প্রথম উইকেটের স্বাদ পাওয়ার পর আরও তিনটি উইকেট তুলে নেন বিষ্ণোই ৷ পরপর ফেরান মাহমুদুল হাসান জয় (8), তৌহিদ হৃদয় (0) এবং শাহদাত হোসেনকে (1) ৷ দুটি উইকেট নিয়েছেন পেসার সুশান্ত মিশ্র ৷

লক্ষ্যমাত্রা কম হলেও ভারতের বিরুদ্ধে জয় যে সহজে আসবে না তা ভালোমতো বুঝে গেছে বাংলাদেশ ৷ পঞ্চম বিশ্বকাপ জয়ের জন্য আর চারটি উইকেট প্রয়োজন ভারতের ৷ পেস-স্পিনের জোড়া ফলায় পোচেস্ট্রুমে জয়ের গন্ধ পাচ্ছে ভারত ৷ অন্যদিকে, বাংলাদেশ লড়ছে প্রথমবার বিশ্বকাপ জয়ের জন্য ৷

পোচেস্ট্রুম, 9 ফেব্রুয়ারি : অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিততে হলে বাংলাদেশের প্রয়োজন মাত্র 178 রান ৷ অনায়াসে এই স্বল্প রান তুলে হাসতে হাসতে বিশ্বকাপ জিতে নেবে পড়শি দেশ, এমনই ভেবেছিলেন অনেকে ৷ কিন্তু, বিপক্ষ শিবিরে পরপর আঘাত হেনে টাইগারদের বিশ্বকাপ জয়ের স্বপ্নে আঘাত দিয়েছেন লেগ স্পিনার রবি বিষ্ণোই ৷ মাত্র 25 রান খরচ করে চারটি উইকেট তুলে নিয়েছেন তিনি ৷ জয়ের জন্য চারটি উইকেট প্রয়োজন ভারতের ৷

একমাত্র যশস্বী জয়সওয়াল ছাড়া চূড়ান্ত ব্যর্থ ভারতীয় ব্যাটসম্যানরা ৷ পঞ্চমবার অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিততে হলে বোলিং ব্রিগেডকে জ্বলে উঠতেই হত ৷ লেগ স্পিনার রবি বিষ্ণোই, পেসার সুশান্ত মিশ্র সেটাই করে দেখালেন ৷ বাংলাদেশের স্কোর পঞ্চাশের ঘর ছোঁয়ার পরই প্রথম আঘাত হানেন রবি ৷ 12তম ওভারের পঞ্চম বলে ফেরান ওপেনার তানজিদ হাসানকে (17) ৷ ফাইনালে প্রথম উইকেটের স্বাদ পাওয়ার পর আরও তিনটি উইকেট তুলে নেন বিষ্ণোই ৷ পরপর ফেরান মাহমুদুল হাসান জয় (8), তৌহিদ হৃদয় (0) এবং শাহদাত হোসেনকে (1) ৷ দুটি উইকেট নিয়েছেন পেসার সুশান্ত মিশ্র ৷

লক্ষ্যমাত্রা কম হলেও ভারতের বিরুদ্ধে জয় যে সহজে আসবে না তা ভালোমতো বুঝে গেছে বাংলাদেশ ৷ পঞ্চম বিশ্বকাপ জয়ের জন্য আর চারটি উইকেট প্রয়োজন ভারতের ৷ পেস-স্পিনের জোড়া ফলায় পোচেস্ট্রুমে জয়ের গন্ধ পাচ্ছে ভারত ৷ অন্যদিকে, বাংলাদেশ লড়ছে প্রথমবার বিশ্বকাপ জয়ের জন্য ৷

Bengaluru (Karnataka), Feb 09 (ANI): Women in large numbers held protest at Tannery Road against the Citizenship Amendment Act (CAA), National Register of Citizens (NRC) and National Population Register (NPR). They are staging sit-in from last night. They raised slogans and showed placards reading 'save constitution'.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.