ETV Bharat / sports

UAE-তে IPL আয়োজনে অনুমতি কেন্দ্রের - central government's formal approval

দেশের কোনও ক্রীড়াসংস্থা যখন দেশের বাইরে কোনও টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয় তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও বিদেশ মন্ত্রকের সম্মতি প্রয়োজন হয়। এদিকে স্পনসরের নাম চূড়ান্ত ঠিক হবে 18 অগাস্টের মধ্য়ে ।

IPL
IPL
author img

By

Published : Aug 10, 2020, 9:23 PM IST

দিল্লি , 10 অগাস্ট : সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) IPL আয়োজনের ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার । জানালেন IPL গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ পটেল । 19 সেপ্টেম্বরের থেকে 10 নভেম্বর দুবাই , আবু ধাবি ও শারজায় আয়োজিত হবে IPL ।

গত সপ্তাহে কেন্দ্রীয় সরকার BCCI-কে IPLসরানোর অনুমতি দিয়েছে । দেশে কোরোনা সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় BCCI-র দেশের বাইরে IPL আয়োজনের সিদ্ধান্তে সম্মতি জানায় কেন্দ্রীয় সরকার । ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও বিদেশ মন্ত্রক লিখিত অনুমতি পাঠিয়েছে । জানিয়েছেন ব্রিজেশ পটেল ।

দেশের কোনও ক্রীড়া সংস্থা যখন দেশের বাইরে কোনও টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয় তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও বিদেশ মন্ত্রকের সম্মতি প্রয়োজন হয়। BCCI-র এক কর্মকর্তা বলেছেন, " সরকারের মৌখিক সম্মতি পাওয়ার পরই আমরা , সংযুক্ত আরব আমির শাহি ক্রিকেট বোর্ডকে প্রস্তাব পাঠাই । এখন তো লিখিত অনুমতিও চলে এসেছে । তাই আমাদের পরিকল্পনা মতোই টুর্নামেন্ট এগোবে । ফ্র্যাঞ্চাইজ়িগুলোর চিন্তার কোনও কারণ নেই । "

20 অগাস্টের পর ফ্র্যাঞ্চাইজ়িগুলো সদলবলে সংযুক্ত আরব আমিরশাহিতে যেতে পারবে । তবে যাওয়ার 24 ঘণ্টা আগে তাদের RT-PCR (কোভিড-19 টেস্ট ) করাতে হবে ।

এদিকে BCCI-র নয়া মাথা ব্যথার কারণ টাইটেল স্পনসর । ভারত-চিন সংঘাতের আবহে চাইনিজ় মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো স্পনসরশিপ থেকে সরে গেছে । এই অবস্থায় দ্রুত স্পনসর না পেলে বড় ক্ষতির মুখে পড়বে বোর্ড । এদিকে ব্রিজেশ পটেল জানিয়েছেন, 18 অগাস্টের মধ্যে স্পনসর ঠিক করে ফেলবেন । এদিকে 440 কোটি টাকার চুক্তিতে IPL-র স্পনসর হওয়ার আগ্রহ প্রকাশ করেছে বাবা রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদ ।

দিল্লি , 10 অগাস্ট : সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) IPL আয়োজনের ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার । জানালেন IPL গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ পটেল । 19 সেপ্টেম্বরের থেকে 10 নভেম্বর দুবাই , আবু ধাবি ও শারজায় আয়োজিত হবে IPL ।

গত সপ্তাহে কেন্দ্রীয় সরকার BCCI-কে IPLসরানোর অনুমতি দিয়েছে । দেশে কোরোনা সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় BCCI-র দেশের বাইরে IPL আয়োজনের সিদ্ধান্তে সম্মতি জানায় কেন্দ্রীয় সরকার । ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও বিদেশ মন্ত্রক লিখিত অনুমতি পাঠিয়েছে । জানিয়েছেন ব্রিজেশ পটেল ।

দেশের কোনও ক্রীড়া সংস্থা যখন দেশের বাইরে কোনও টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয় তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও বিদেশ মন্ত্রকের সম্মতি প্রয়োজন হয়। BCCI-র এক কর্মকর্তা বলেছেন, " সরকারের মৌখিক সম্মতি পাওয়ার পরই আমরা , সংযুক্ত আরব আমির শাহি ক্রিকেট বোর্ডকে প্রস্তাব পাঠাই । এখন তো লিখিত অনুমতিও চলে এসেছে । তাই আমাদের পরিকল্পনা মতোই টুর্নামেন্ট এগোবে । ফ্র্যাঞ্চাইজ়িগুলোর চিন্তার কোনও কারণ নেই । "

20 অগাস্টের পর ফ্র্যাঞ্চাইজ়িগুলো সদলবলে সংযুক্ত আরব আমিরশাহিতে যেতে পারবে । তবে যাওয়ার 24 ঘণ্টা আগে তাদের RT-PCR (কোভিড-19 টেস্ট ) করাতে হবে ।

এদিকে BCCI-র নয়া মাথা ব্যথার কারণ টাইটেল স্পনসর । ভারত-চিন সংঘাতের আবহে চাইনিজ় মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো স্পনসরশিপ থেকে সরে গেছে । এই অবস্থায় দ্রুত স্পনসর না পেলে বড় ক্ষতির মুখে পড়বে বোর্ড । এদিকে ব্রিজেশ পটেল জানিয়েছেন, 18 অগাস্টের মধ্যে স্পনসর ঠিক করে ফেলবেন । এদিকে 440 কোটি টাকার চুক্তিতে IPL-র স্পনসর হওয়ার আগ্রহ প্রকাশ করেছে বাবা রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.