ETV Bharat / sports

লালা নিষিদ্ধ, বলে হ্যান্ড স্যানিটাইজার লাগিয়ে সাসপেন্ড বোলার

কোরোনা বদলে দিয়েছে 22 গজের বেশ কিছু নিয়ম কানুন । নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন ক্রিকেটাররা । অনেকে আবার নিয়ম ভেঙে ফেলছেন ।

Mitch claydon
Mitch claydon
author img

By

Published : Sep 6, 2020, 5:57 PM IST

লন্ডন, 6 সেপ্টেম্বর : সংক্রমণ ঠেকাতে বলে লালা বা স্যালাইভা নিষিদ্ধ । তাই বলে কী লাগাবেন বুঝে উঠতে পারছিলেন না বোলার । কিছু ভেবে না পেয়ে হাতের কাছে থাকা হ্যান্ড স্যানিটাইজার লাগিয়ে বসলেন । আর তাতেই সাসপেন্ড হতে হল সাসেক্সের ডান হাতি মিডিয়াম ফার্স্ট বোলার মিচ ক্লেডন কে ।

কোরোনা বদলে দিয়েছে 22 গজের বেশ কিছু নিয়ম কানুন । নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন ক্রিকেটাররা । অনেকে আবার নিয়ম ভেঙে ফেলছেন । ইংল্যান্ড - ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যেমন বায়ো বাবলের নিয়ম ভেঙে এক ম্যাচ সাসপেন্ড হয়েছিলেন ইংলিশ বোলার জোফ্রা আর্চার । পরের ঘটনা টাও ঘটল ইংল্যান্ডে ।

গত মাসে বব উইলসন ট্রফি ম্যাচে খেলা চলছিল সাসেক্স ও মিডলসেক্সের মধ্যে । প্রথম ইনিংসে তিনটি উইকেট নেন কাউন্টি ক্রিকেটে পরিচিত মুখ 37 বছরের মিচ ক্লেডন । সেই ম্যাচেই বলে হ্যান্ড স্যানিটাইজার লাগানোর অভিযোগ ওঠে ক্লেডনের বিরুদ্ধে । এরপরই তাঁকে নিষিদ্ধ করে কাউন্টি দল সাসেক্স । সাসপেন্ড ও তদন্ত চলায় সারের বিরুদ্ধে পরের ম্যাচ খেলতে পারবেন না তিনি । তদন্ত শুরু করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ।

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে বলে ভুল করে লালা মাখিয়ে আলোচনায় এসেছিলেন ডম সিবলি। তবে প্রথমবার ভুল করায় সে যাত্রায় রক্ষা পান তিনি ।

লন্ডন, 6 সেপ্টেম্বর : সংক্রমণ ঠেকাতে বলে লালা বা স্যালাইভা নিষিদ্ধ । তাই বলে কী লাগাবেন বুঝে উঠতে পারছিলেন না বোলার । কিছু ভেবে না পেয়ে হাতের কাছে থাকা হ্যান্ড স্যানিটাইজার লাগিয়ে বসলেন । আর তাতেই সাসপেন্ড হতে হল সাসেক্সের ডান হাতি মিডিয়াম ফার্স্ট বোলার মিচ ক্লেডন কে ।

কোরোনা বদলে দিয়েছে 22 গজের বেশ কিছু নিয়ম কানুন । নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন ক্রিকেটাররা । অনেকে আবার নিয়ম ভেঙে ফেলছেন । ইংল্যান্ড - ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যেমন বায়ো বাবলের নিয়ম ভেঙে এক ম্যাচ সাসপেন্ড হয়েছিলেন ইংলিশ বোলার জোফ্রা আর্চার । পরের ঘটনা টাও ঘটল ইংল্যান্ডে ।

গত মাসে বব উইলসন ট্রফি ম্যাচে খেলা চলছিল সাসেক্স ও মিডলসেক্সের মধ্যে । প্রথম ইনিংসে তিনটি উইকেট নেন কাউন্টি ক্রিকেটে পরিচিত মুখ 37 বছরের মিচ ক্লেডন । সেই ম্যাচেই বলে হ্যান্ড স্যানিটাইজার লাগানোর অভিযোগ ওঠে ক্লেডনের বিরুদ্ধে । এরপরই তাঁকে নিষিদ্ধ করে কাউন্টি দল সাসেক্স । সাসপেন্ড ও তদন্ত চলায় সারের বিরুদ্ধে পরের ম্যাচ খেলতে পারবেন না তিনি । তদন্ত শুরু করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ।

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে বলে ভুল করে লালা মাখিয়ে আলোচনায় এসেছিলেন ডম সিবলি। তবে প্রথমবার ভুল করায় সে যাত্রায় রক্ষা পান তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.