ETV Bharat / sports

ধোনির পথে রায়নাও, বিদায় আন্তর্জাতিক ক্রিকেটকে - Suresh raina

ধোনির পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন সুরেশ রায়না ৷

রায়না
রায়না
author img

By

Published : Aug 15, 2020, 8:46 PM IST

Updated : Aug 15, 2020, 10:34 PM IST

দিল্লি, 15 অগাস্ট : শেষ দশকের সাদা বলের ক্রিকেটে ভারতের অন্যতম সেরা ক্রিকেটার সুরেশ রায়নাও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ৷ ধোনির পরই তিনি অবসর ঘোষণা করেন ৷

ধোনির মতোই ইনস্টাগ্রামেই নিজের অবসর ঘোষণা করেন রায়না ৷ লেখেন, ‘'গর্বের সঙ্গে বলছি, তোমার সঙ্গে খেলার থেকে ভালো কিছু হয় না ৷ আমি তোমার পথেই হাঁটলাম ৷ ধন্যবাদ ভারত ৷ জয় হিন্দ ৷ ’’

ধোনি ও রায়না দু’জনেই বর্তমানে চেন্নাইয়ে আছেন ৷ শুক্রবার আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য প্রস্তুতি শুরু করছে চেন্নাই সুপার কিংস ৷ 2005 সালে 19 বছর বয়সে শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রায়নার ৷ 2010 সালে টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধেই তাঁর অভিষেক হয় ৷ টেস্টের অভিষেকে শতরানের রেকর্ড আছে তাঁর ঝুলিতে ৷ 2011 সালে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্যও ছিলেন রায়না ৷

বিশ্বের তৃতীয় ব্যাটসম্যান ও প্রথম ভারতীয় হিসেবে টি-20 ক্রিকেটে শতরান করেছেন রায়না ৷ ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে ক্রিকেটের সব ফর্ম্যাটে শতরান আছে রায়নার ঝুলিতে ৷

দিল্লি, 15 অগাস্ট : শেষ দশকের সাদা বলের ক্রিকেটে ভারতের অন্যতম সেরা ক্রিকেটার সুরেশ রায়নাও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ৷ ধোনির পরই তিনি অবসর ঘোষণা করেন ৷

ধোনির মতোই ইনস্টাগ্রামেই নিজের অবসর ঘোষণা করেন রায়না ৷ লেখেন, ‘'গর্বের সঙ্গে বলছি, তোমার সঙ্গে খেলার থেকে ভালো কিছু হয় না ৷ আমি তোমার পথেই হাঁটলাম ৷ ধন্যবাদ ভারত ৷ জয় হিন্দ ৷ ’’

ধোনি ও রায়না দু’জনেই বর্তমানে চেন্নাইয়ে আছেন ৷ শুক্রবার আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য প্রস্তুতি শুরু করছে চেন্নাই সুপার কিংস ৷ 2005 সালে 19 বছর বয়সে শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রায়নার ৷ 2010 সালে টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধেই তাঁর অভিষেক হয় ৷ টেস্টের অভিষেকে শতরানের রেকর্ড আছে তাঁর ঝুলিতে ৷ 2011 সালে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্যও ছিলেন রায়না ৷

বিশ্বের তৃতীয় ব্যাটসম্যান ও প্রথম ভারতীয় হিসেবে টি-20 ক্রিকেটে শতরান করেছেন রায়না ৷ ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে ক্রিকেটের সব ফর্ম্যাটে শতরান আছে রায়নার ঝুলিতে ৷

Last Updated : Aug 15, 2020, 10:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.