কলকাতা, 16 মার্চ : লর্ডসের আদলে ক্রিকেটের নন্দনকাননেও এবার অত্য়াধুনিক ইন্ডোর স্টেডিয়াম ৷ 20 কোটি টাকা ব্য়য়ে পঙ্কজ গুপ্ত ইন্ডোর স্টেডিয়ামকে ঢেলে সাজানো হয়েছে ৷ CAB সভাপতি থাকাকালীন এই স্বপ্নের প্রকল্পে হাত দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় ৷ বর্তমানে স্বপ্নকে বাস্তবায়িত হতে দেখে তৃপ্ত তিনি ৷ ঝাঁ চকচকে CAB ইন্ডোর স্টেডিয়ামের ছবি টুইট করলেন তিনি ৷
ঐতিহাসিক পিঙ্ক বল টেস্টের সময় CAB ইন্ডোর স্টেডিয়ামের উদ্বোধন করতে চেয়েছিলেন সৌরভ ৷ কিছু কাজ তখনও বাকি থাকায় তা সম্ভব হয়নি ৷ কাজ সম্পূর্ণ হওয়ার পর বর্তমান BCCI প্রেসিডেন্টের ইচ্ছে ছিল 18 মার্চ এই ইন্ডোর স্টেডিয়ামের উদ্বোধন হোক ৷ সেদিন ইডেন গার্ডেন্সে ছিল ভারত-দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজ়ের তৃতীয় ম্য়াচ ৷ সিরিজ় বাতিল হওয়ায় আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই টুইট করে স্টেডিয়ামের কিছু ঝলক দেখিয়েছেন মহারাজ ৷
-
Some more pictures pic.twitter.com/Npc9zkjIE9
— Sourav Ganguly (@SGanguly99) March 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Some more pictures pic.twitter.com/Npc9zkjIE9
— Sourav Ganguly (@SGanguly99) March 14, 2020Some more pictures pic.twitter.com/Npc9zkjIE9
— Sourav Ganguly (@SGanguly99) March 14, 2020
কী থাকছে নতুনভাবে সেজে ওঠা এই ইন্ডোর স্টেডিয়ামে?
1. তিনতলা বিশিষ্ট এই ইন্ডোর স্টেডিয়ামে থাকছে আধুনিক স্মার্ট লেন থেকে উন্নতমানের 32 স্টেশনের জিমন্য়াসিয়াম ৷
2. থাকছে মোট চারটি নেট ৷
2. স্পিনার ও সিমারদের জন্য় নতুনভাবে উইকেট তৈরি করা হয়েছে ৷
3. আনা হয়েছে বোলিং প্য়ারামিটার ৷ যেখানে বোলাররা নিজেই বোলিং করে নিজেরাই নিজেদের পারফরমেন্স বিচার করতে পারবেন ৷
4. ব্যাটসম্যানদের জন্য থাকছে সাইড নেট ভিডিয়ো ৷ ব্যাটসম্যানরা নিজেদের ভুল নিজেরাই ভিডিয়োতে দেখতে পারবেন ৷
5. ফলে নেটে একা ব্যাটসম্যান বা বোলার থাকলেও কোনও অসুবিধে নেই ৷ একাই মেশিনের সাহায্য নিয়ে অনুশীলন সারতে পারবেন ক্রিকেটাররা৷
6. সুইমিং পুলের ব্যবস্থাও থাকছে ৷ রয়েছে জাকুচি, সাওনাবাথ ৷
হাতের কাছে অত্যাধুনিক ইন্ডোর স্টেডিয়াম পেয়ে খুশি বাংলার ক্রিকেটাররা ৷