ETV Bharat / sports

ত্রাতা শাহবাজ, রাজস্থানের বিরুদ্ধে 2 উইকেটে জয় বাংলার

author img

By

Published : Feb 7, 2020, 6:29 PM IST

Updated : Feb 7, 2020, 6:41 PM IST

অলরাউন্ড পারফরম্যান্সে চমকে দিচ্ছেন শাহবাজ আহমেদ ৷ শুক্রবার রাজস্থানের বিরুদ্ধে রণজি ম্যাচে প্রয়োজনের সময় জ্বলে উঠল তাঁর ব্যাট ৷ 61 রানের ইনিংস খেলে বাংলাকে জেতালেন ৷ 2 উইকেটে জিতল বাংলা ৷

bengal
জয়ের পর বাংলা দল

জয়পুর, 7 ফেব্রুয়ারি : কখনও হ্যাটট্রিক গড়ে ইতিহাস তৈরি করছেন ৷ কখনও বা ব্যাট হাতে দলকে জয় এনে দিচ্ছেন ৷ চলতি রণজি ট্রফিতে বাংলার হয়ে প্রতিটি ম্যাচেই অবদান রাখছেন শাহবাজ আহমেদ ৷ রাজস্থানের বিরুদ্ধে ম্যাচের শেষদিনও উজ্জ্বল তিনি ৷ বাঁ হাতি শাহবাজের অপরাজিত 61 রানই বাংলাকে গুরুত্বপূর্ণ ছয় পয়েন্ট এনে দিয়েছে ৷ দুই উইকেটে ম্যাচ জিতে নিয়েছেন মনোজরা ৷ ম্যাচের সেরাও হয়েছেন বাংলার এই অলরাউন্ডার ৷

শুক্রবার জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে জয়ের জন্য 135 রানের প্রয়োজন ছিল বাংলার ৷ আগের দিনের অপরাজিত থাকা অনুষ্টুপ মজুমদার এবং শ্রীবৎস গোস্বামীর মধ্যে কেউই বেশিক্ষণ টিকতে পারেননি ৷ শ্রীবৎস ফেরেন 21 রানে ৷ অনুষ্টুপ 35 রান করে আউট হন ৷ সেখান থেকে দলের হাল ধরেন শাহবাজ ৷ অর্ণব নন্দীর 20, আকাশদীপের 22 এবং মুকেশ কুমারের 9 রান শাহবাজের লড়াইকে যোগ্য সঙ্গত করেছে । শেষপর্যন্ত উইকেটে পড়ে থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন শাহবাজ ৷ চারটি বাউন্ডারি এবং দুটি ছয়ের সাহায্যে 61 রানের ইনিংস খেলে যান ৷ রাজস্থানের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে দুটি উইকেটও নিয়েছেন শাহবাজ ৷

shahbaz-ahmed
বাংলাকে জেতানোর পথে শাহবাজ আহমেদ

এই জয়ের পর কোচ অরুণ লাল বলেছেন, " কঠিন সময়ে জ্বলে ওঠার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয় । প্রতিটি ক্রিকেটার তাদের সেরাটা দিয়েছে । শাহবাজ যখনই সুযোগ পেয়েছে তখনই বল ও ব্যাট হাতে নিজেকে প্রমাণ করেছে । হ্যাটট্রিক, প্রয়োজনীয় সময়ে রান করে দলের বোলিং অলরাউন্ডারের অভাব ঢাকছে শাহবাজ ।" অভিমন্যু ঈশ্বরণের দলকে শেষ ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে খেলতে হবে । তাই জয় ছাড়া অন্য কিছুই ভাবছেন না কোচ অরুণ লাল ৷

shahbaz-ahmed
ম্য়াচের নায়ক শাহবাজ

গোলাপি শহরে এই দুরন্ত জয়ে এলিট ফাইভে জায়গা পাওয়া অনেকটাই নিশ্চিত করে ফেলল বাংলা । বর্তমানে পয়েন্ট টেবিলের যা অবস্থা তাতে শেষ ম্যাচ থেকে অন্তত এক পয়েন্ট পেতে হবে বাংলাকে । সাতটি ম্যাচ খেলার পর প্রথম পাঁচে জায়গা পাওয়ার দৌড়ে বাকি দলগুলোর অবস্থা অনেকটা এরকম--
* গুজরাট 29 পয়েন্ট নিয়ে সবার উপরে ।
* অন্ধ্রপ্রদেশ রয়েছে 27 পয়েন্টে ।
* বাংলার ঝুলিতে এখন 26 পয়েন্ট ।
* সৌরাষ্ট্র ,কর্ণাটক,পঞ্জাবের পয়েন্ট যথাক্রমে 25, 25 এবং 24 ।

জয়পুর, 7 ফেব্রুয়ারি : কখনও হ্যাটট্রিক গড়ে ইতিহাস তৈরি করছেন ৷ কখনও বা ব্যাট হাতে দলকে জয় এনে দিচ্ছেন ৷ চলতি রণজি ট্রফিতে বাংলার হয়ে প্রতিটি ম্যাচেই অবদান রাখছেন শাহবাজ আহমেদ ৷ রাজস্থানের বিরুদ্ধে ম্যাচের শেষদিনও উজ্জ্বল তিনি ৷ বাঁ হাতি শাহবাজের অপরাজিত 61 রানই বাংলাকে গুরুত্বপূর্ণ ছয় পয়েন্ট এনে দিয়েছে ৷ দুই উইকেটে ম্যাচ জিতে নিয়েছেন মনোজরা ৷ ম্যাচের সেরাও হয়েছেন বাংলার এই অলরাউন্ডার ৷

শুক্রবার জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে জয়ের জন্য 135 রানের প্রয়োজন ছিল বাংলার ৷ আগের দিনের অপরাজিত থাকা অনুষ্টুপ মজুমদার এবং শ্রীবৎস গোস্বামীর মধ্যে কেউই বেশিক্ষণ টিকতে পারেননি ৷ শ্রীবৎস ফেরেন 21 রানে ৷ অনুষ্টুপ 35 রান করে আউট হন ৷ সেখান থেকে দলের হাল ধরেন শাহবাজ ৷ অর্ণব নন্দীর 20, আকাশদীপের 22 এবং মুকেশ কুমারের 9 রান শাহবাজের লড়াইকে যোগ্য সঙ্গত করেছে । শেষপর্যন্ত উইকেটে পড়ে থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন শাহবাজ ৷ চারটি বাউন্ডারি এবং দুটি ছয়ের সাহায্যে 61 রানের ইনিংস খেলে যান ৷ রাজস্থানের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে দুটি উইকেটও নিয়েছেন শাহবাজ ৷

shahbaz-ahmed
বাংলাকে জেতানোর পথে শাহবাজ আহমেদ

এই জয়ের পর কোচ অরুণ লাল বলেছেন, " কঠিন সময়ে জ্বলে ওঠার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয় । প্রতিটি ক্রিকেটার তাদের সেরাটা দিয়েছে । শাহবাজ যখনই সুযোগ পেয়েছে তখনই বল ও ব্যাট হাতে নিজেকে প্রমাণ করেছে । হ্যাটট্রিক, প্রয়োজনীয় সময়ে রান করে দলের বোলিং অলরাউন্ডারের অভাব ঢাকছে শাহবাজ ।" অভিমন্যু ঈশ্বরণের দলকে শেষ ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে খেলতে হবে । তাই জয় ছাড়া অন্য কিছুই ভাবছেন না কোচ অরুণ লাল ৷

shahbaz-ahmed
ম্য়াচের নায়ক শাহবাজ

গোলাপি শহরে এই দুরন্ত জয়ে এলিট ফাইভে জায়গা পাওয়া অনেকটাই নিশ্চিত করে ফেলল বাংলা । বর্তমানে পয়েন্ট টেবিলের যা অবস্থা তাতে শেষ ম্যাচ থেকে অন্তত এক পয়েন্ট পেতে হবে বাংলাকে । সাতটি ম্যাচ খেলার পর প্রথম পাঁচে জায়গা পাওয়ার দৌড়ে বাকি দলগুলোর অবস্থা অনেকটা এরকম--
* গুজরাট 29 পয়েন্ট নিয়ে সবার উপরে ।
* অন্ধ্রপ্রদেশ রয়েছে 27 পয়েন্টে ।
* বাংলার ঝুলিতে এখন 26 পয়েন্ট ।
* সৌরাষ্ট্র ,কর্ণাটক,পঞ্জাবের পয়েন্ট যথাক্রমে 25, 25 এবং 24 ।

Intro:মরুশহরে দুরন্ত জয়ে এলিট ফাইভে জায়গা পাওয়া অনেকটাই নিশ্চিত করে ফেলল বাংলা। শুক্রবার ম্যাচের শেষদিনে বাংলার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন শাহবাজ আমেদ।তার অপরাজিত 61রানে ভর দিয়ে বাংলা আট উইকেটে 320রান তোলে। অভিমন্যু ঈশ্বরনের দলকে শেষ ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে খেলতে হবে।বর্তমানে পয়েন্ট টেবিলের যা অবস্থা তাতে শেষ ম্যাচ থেকে অন্ততএক পয়েন্ট পেতে হবে। সাত ম্যাচ পরে প্রথম পাচে জায়গা পাওয়ার দৌড়ে বাকি দলগুলোর অবস্থা অনেকটা এইরকম।গুজরাট 29 পয়েন্ট নিয়ে সবার ওপরে।অন্ধ্রপ্রদেশ 27পয়েন্ট পেয়েছে।বাংলা্য ঝুলিতে 26 পয়েন্ট।সৌরাষ্ট্র ,কর্নাটক,পঞ্জাবের পয়েন্ট 25,25এবং 24। চার উইকেটে 185রান নিয়ে খেলা শুরু করে অনুস্টুপ মজুমদার এবং শ্রীবৎস গোস্বামীর উইকেট হারায়।অনুস্টুপ ব্যক্তিগত 35 ও শ্রীবৎস 21রানে ফিরে যান। এই অবস্থায় দলকে টেনে তোলার কাজ শুরু করেন শাহবাজ আমেদ। অর্নব নন্দীর 20,আকাশদীপের 22এবং মুকেশ কুমারের 9রান শাহবাজের লড়াই কে যোগ্য সঙ্গত দেয়। চারটে বাউন্ডারি ও দুটো ছক্কায় সাজানো শাহবাজের ইনিংস নিসন্দেহে সেরা প্রাপ্তি। কোচ অরুনলাল বলেছেন দলের ছেলেদের কঠিন সময়ে জ্বলে ওঠার কোনও প্রশংসা যথেষ্ট নয়।প্রতিটি ক্রিকেটার তাদের সেরাটা দিয়েছে। শাহবাজ যখনই সুযোগ পেয়েছে তখনই বল ও ব্যাট হাতে প্রমাণ করেছে। হ্যাটট্রিক, প্রয়োজনীয় সময়ে রান করে দলের বোলিং অলরাউন্ডারের অভাব ঢাকছে শাহবাজ।সামনে পঞ্জাব ম্যাচ। জয় ছাড়া অন্য কোনও ভাবনা নেই বলে জানিয়েছেন অরুনলাল।


Body:বাংলা


Conclusion:
Last Updated : Feb 7, 2020, 6:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.