ETV Bharat / sports

এখনই সিদ্ধান্ত নয়, দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে ঋষভে আস্থা সৌরভের

author img

By

Published : Sep 23, 2019, 9:47 PM IST

"আমি ঋষভকে খেলিয়ে যাওয়ার পক্ষে । ওর উপর আমার আস্থা রয়েছে ।" বললেন সৌরভ গাঙ্গুলি ।

সৌরভ গাঙ্গুলি

কলকাতা, 23 সেপ্টেম্বর : ঋষভ পন্থের হয়ে ফের ব্যাট ধরলেন সৌরভ গাঙ্গুলি । আজ CAB ছেড়ে বেরোনোর সময় তিনি বলেন, ঋষভকে নিয়ে চিন্তার কিছু নেই । সবে দু'টো ম্যাচ খেলেছে । তাতে রান না পাওয়ায় গেল গেল রব তোলার কোনও কারণ দেখছেন না তিনি । বলেন, "আমি ঋষভকে খেলিয়ে যাওয়ার পক্ষে । ওর উপর আমার আস্থা রয়েছে । মাত্র দু'টো ম্যাচে ব্যর্থ হয়েছে ।"

দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং পরামর্শদাতা হয়ে কাজ করার সময় থেকে ঋষভকে কাছ থেকে দেখেছেন সৌরভ । বিশ্বকাপ দলে দিল্লির এই বাঁহাতি ব্যাটসম্যানকে উইকেট কিপার হিসেবে রাখার জন্য সরব হয়েছিলেন তিনি । ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় রান না পাওয়ায় ঋষভকে বাদ দেওয়া উচিত বলে অনেকেই মতপ্রকাশ করেছেন । কিন্তু সৌরভ বলছেন, "T-২০ ক্রিকেটে মারতে হয় । সময় নিয়ে বল দেখে সেট হওয়ার সময় থাকে না । তাই এইসব ম্যাচে আউট হওয়ার সম্ভাবনা বেশি থাকে । টেস্টে রান করেছে ঋষভ । থিতু হওয়ার সময় দিতে হবে তাঁকে । " অন্তত তিনি অধিনায়ক হলে ঋষভকে সময় দিতেন বলে জানিয়েছেন ।

ভারতীয় দলের চার নম্বরে এখনও ঋষভই প্রথম পছন্দ প্রাক্তন অধিনায়কের । অনেকেই শ্রেয়স আইয়ারকে আরও সুযোগ দেওয়ার পক্ষে । তবে, সৌরভ বলছেন চার নম্বরে ঋষভ, পাঁচ নম্বরে শ্রেয়স ব্যাট করুক । তিনি নতুন ক্রিকেটারদের ঘনঘন পরিবর্তনের বিরুদ্ধে ।

কলকাতা, 23 সেপ্টেম্বর : ঋষভ পন্থের হয়ে ফের ব্যাট ধরলেন সৌরভ গাঙ্গুলি । আজ CAB ছেড়ে বেরোনোর সময় তিনি বলেন, ঋষভকে নিয়ে চিন্তার কিছু নেই । সবে দু'টো ম্যাচ খেলেছে । তাতে রান না পাওয়ায় গেল গেল রব তোলার কোনও কারণ দেখছেন না তিনি । বলেন, "আমি ঋষভকে খেলিয়ে যাওয়ার পক্ষে । ওর উপর আমার আস্থা রয়েছে । মাত্র দু'টো ম্যাচে ব্যর্থ হয়েছে ।"

দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং পরামর্শদাতা হয়ে কাজ করার সময় থেকে ঋষভকে কাছ থেকে দেখেছেন সৌরভ । বিশ্বকাপ দলে দিল্লির এই বাঁহাতি ব্যাটসম্যানকে উইকেট কিপার হিসেবে রাখার জন্য সরব হয়েছিলেন তিনি । ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় রান না পাওয়ায় ঋষভকে বাদ দেওয়া উচিত বলে অনেকেই মতপ্রকাশ করেছেন । কিন্তু সৌরভ বলছেন, "T-২০ ক্রিকেটে মারতে হয় । সময় নিয়ে বল দেখে সেট হওয়ার সময় থাকে না । তাই এইসব ম্যাচে আউট হওয়ার সম্ভাবনা বেশি থাকে । টেস্টে রান করেছে ঋষভ । থিতু হওয়ার সময় দিতে হবে তাঁকে । " অন্তত তিনি অধিনায়ক হলে ঋষভকে সময় দিতেন বলে জানিয়েছেন ।

ভারতীয় দলের চার নম্বরে এখনও ঋষভই প্রথম পছন্দ প্রাক্তন অধিনায়কের । অনেকেই শ্রেয়স আইয়ারকে আরও সুযোগ দেওয়ার পক্ষে । তবে, সৌরভ বলছেন চার নম্বরে ঋষভ, পাঁচ নম্বরে শ্রেয়স ব্যাট করুক । তিনি নতুন ক্রিকেটারদের ঘনঘন পরিবর্তনের বিরুদ্ধে ।

Intro:রিষভ পন্থের হয়ে ফের ব্যাট ধরলেন সৌরভ গাঙ্গুলি। সোমবার সিএবি ছেড়ে বেরোনোর সময় ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বলেন রিষভকে নিয়ে চিন্তার কিছু নেই। সবে দুটো ম্যাচ খেলেছে,তাতে রান না পাওয়াতে গেল গেল রব তোলার কারন দেখেন না। "আমি রিষভকে খেলিয়ে যাওয়ার পক্ষে। ওর ওপর আমার আস্থা রয়েছে। মাত্র দুটো ম্যাচ ব্যর্থ হয়েছে। টি টোয়েন্টি ক্রিকেটে মারতে হয়। সময় নিয়ে বল দেখে সেট হওয়ার সময় থাকে না। তাই এইসব ম্যাচে আউট হওয়ার সম্ভাবনা বেশি থাকে,"গাড়িতে ওঠার আগে এভাবেই রিষভ পন্থের ক্রিকেট নৈপুণ্যে আস্থা রাখলেন সৌরভ গাঙ্গুলি।দিল্লি ক্যাপট্যালের ব্যাটিং পরামর্শ দাতা হয়ে কাজ করার সময় থেকে রিষভকে কাছ থেকে দেখেছেন। বিশ্বকাপের দলে দিল্লির বাহাতি ব্যাটসম্যানকে উইকেট কিপারকে রাখার জন্যে সরব হয়ে ছিলেন। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় রান না পাওয়ায় রিষভকে বাদ দেওয়া উচিত বলে অনেকেই মত প্রকাশ করেছেন। কিন্তু সৌরভ বলছেন,"টেস্টে রান করেছে রিষভ। থিতু হওয়ার সময় দিতে হবে।"একই সঙ্গে আরও বলেছেন তিনি অধিনায়ক হলে রিষভকে সময় দিতেন। ভারতীয় দলের চার নম্বরে এখনও রিষভ প্রথম পছন্দ। অনেকেই শ্রেয়াস আইয়ারকে আরও সুযোগ দেওয়ার পক্ষে। সৌরভ বলছেন চার নম্বরে রিষভ পাচ নম্বরে শ্রেয়াস ব্যাট করুক। তিনি নতুন ক্রিকেটার দের ঘনঘন পরিবর্তনের বিরুদ্ধে।


Body:রিষভ


Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.