ETV Bharat / sports

5 দিনের ক্রিকেটকে বাঁচাতেই নৈশালোকে ক্রিকেটে জোর দিতে চান সৌরভ

author img

By

Published : Nov 3, 2019, 5:23 AM IST

Updated : Nov 3, 2019, 10:42 AM IST

বাংলাদেশের বিরুদ্ধে নৈশালোকে টেস্ট খেলার প্রস্তাবে হ্যাঁ বলতে কোহলি সময় নিয়েছিলেন মাত্র তিন সেকেন্ড । টেস্ট ম্যাচকে নতুন ভাবে মেলে ধরতেই এই পরক্ষেপ বলে জানান সৌরভ গঙ্গোপাধ্যায় ।

সৌরভ গঙ্গোপাধ্যায়

কলকাতা, 3 নভেম্বর : অ্যাডিলেডে নৈশালোকে টেস্ট ম্যাচ ভারতীয় দল কেন খেলেনি তা সৌরভ গঙ্গোপাধ্যায় জানেন না । কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদের বসার পরই ছবিটা বদলের চেষ্টা করেন তিনি । 25 অক্টোবর ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে আলোচনায় বসেন নব নির্বাচিত বোর্ড প্রেসিডেন্ট । সেখানেই টিম ইন্ডিয়ার দলনেতাকে বাংলাদেশের চলতি ভারত সফরে নৈশালোকে গোলাপি বলে টেস্ট খেলার প্রস্তাব দেন । বোর্ড সভাপতির সঙ্গে কোহলির সেদিন ঘণ্টাখানেকের বৈঠক হয়েছিল । প্রথমেই তাঁকে টেস্ট ম্যাচ বাঁচানোর স্বার্থে দিনরাতের টেস্ট ম্যাচ আয়োজনের যৌক্তিকতা বোঝান সৌরভ । আর তারপর বাংলাদেশের বিরুদ্ধে নৈশালোকে টেস্ট খেলার প্রস্তাবে হ্যাঁ বলতে কোহলি সময় নিয়েছিলেন মাত্র তিন সেকেন্ড ।

আম্পায়ার সাইমন টফেলের বই প্রকাশ অনুষ্ঠানে এভাবেই ভারতের মাটিতে নৈশালোকে টেস্ট ম্যাচ আয়োজনের পিছনে ছোটো ছোটো গল্প শোনালেন বোর্ড প্রেসিডেন্ট । এব্যাপারে নিজের 100 তম টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা তুলে ধরলেন । যেমন, মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 70 হাজার দর্শকের সামনে নিজের শততম টেস্ট খেলা যে অন্যতম সেরা স্মৃতি তা গতকাল বিকেলে ফের একবার বললেন । অ্যাসেজ সিরিজ়ে মাঠ ভরতি দর্শকের কথাও তাঁর মুখে । 2001 সালের ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ দেখতে ইডেনে দেড়লাখ লোকের উপস্থিত থাকার বিষয়টিও উঠে আসে স্মৃতিচারণায় । তবে অতীত ধরে বসে থাকলে হারিয়ে যেতে হবে জানেন । কারণ মানুষের জীবনযাত্রার পরিবর্তন হয়েছে । তাই অফিস না গিয়ে টেস্ট দেখতে আসার আবেগ ধরে রাখলে হবে না । তাই পরিবর্তনের পথে হেঁটে টেস্ট ম্যাচকে নতুন ভাবে মেলে ধরতে হবে বলে মনে করেন তিনি ।

ক্রিকেট বিশ্বে টেস্ট দলের অবনতির কথা আজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে । নিজের খেলার দিনে সেরা টেস্ট খেলোয়াড়দের মোকাবিলার কথা শোনালেন । একই সঙ্গে যোগ করলেন দক্ষিণ আফ্রিকার বর্তমান দলের পরিস্থিতি । নিজেকে ধৈর্যশীল মানুষ বলে জানিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক বলেছেন প্রত্যাশার চাপ নিয়ে চলতে তিনি অভ্যস্ত । খেলোয়াড়, অধিনায়ক সবসময় অন্যের কথায় কোনও সিদ্ধান্ত নেননি । হৃদয় যা বলেছে সেটাই করেছেন । তা কখনও কারও পক্ষে ভালো হয়েছে বা খারাপ । তাই প্রশাসনের সর্বোচ্চ পদে বসেও নিজের হৃদয়ের কথা শুনবেন বলেই এদিন জানিয়ে দিলেন তিনি ।

কলকাতা, 3 নভেম্বর : অ্যাডিলেডে নৈশালোকে টেস্ট ম্যাচ ভারতীয় দল কেন খেলেনি তা সৌরভ গঙ্গোপাধ্যায় জানেন না । কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদের বসার পরই ছবিটা বদলের চেষ্টা করেন তিনি । 25 অক্টোবর ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে আলোচনায় বসেন নব নির্বাচিত বোর্ড প্রেসিডেন্ট । সেখানেই টিম ইন্ডিয়ার দলনেতাকে বাংলাদেশের চলতি ভারত সফরে নৈশালোকে গোলাপি বলে টেস্ট খেলার প্রস্তাব দেন । বোর্ড সভাপতির সঙ্গে কোহলির সেদিন ঘণ্টাখানেকের বৈঠক হয়েছিল । প্রথমেই তাঁকে টেস্ট ম্যাচ বাঁচানোর স্বার্থে দিনরাতের টেস্ট ম্যাচ আয়োজনের যৌক্তিকতা বোঝান সৌরভ । আর তারপর বাংলাদেশের বিরুদ্ধে নৈশালোকে টেস্ট খেলার প্রস্তাবে হ্যাঁ বলতে কোহলি সময় নিয়েছিলেন মাত্র তিন সেকেন্ড ।

আম্পায়ার সাইমন টফেলের বই প্রকাশ অনুষ্ঠানে এভাবেই ভারতের মাটিতে নৈশালোকে টেস্ট ম্যাচ আয়োজনের পিছনে ছোটো ছোটো গল্প শোনালেন বোর্ড প্রেসিডেন্ট । এব্যাপারে নিজের 100 তম টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা তুলে ধরলেন । যেমন, মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 70 হাজার দর্শকের সামনে নিজের শততম টেস্ট খেলা যে অন্যতম সেরা স্মৃতি তা গতকাল বিকেলে ফের একবার বললেন । অ্যাসেজ সিরিজ়ে মাঠ ভরতি দর্শকের কথাও তাঁর মুখে । 2001 সালের ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ দেখতে ইডেনে দেড়লাখ লোকের উপস্থিত থাকার বিষয়টিও উঠে আসে স্মৃতিচারণায় । তবে অতীত ধরে বসে থাকলে হারিয়ে যেতে হবে জানেন । কারণ মানুষের জীবনযাত্রার পরিবর্তন হয়েছে । তাই অফিস না গিয়ে টেস্ট দেখতে আসার আবেগ ধরে রাখলে হবে না । তাই পরিবর্তনের পথে হেঁটে টেস্ট ম্যাচকে নতুন ভাবে মেলে ধরতে হবে বলে মনে করেন তিনি ।

ক্রিকেট বিশ্বে টেস্ট দলের অবনতির কথা আজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে । নিজের খেলার দিনে সেরা টেস্ট খেলোয়াড়দের মোকাবিলার কথা শোনালেন । একই সঙ্গে যোগ করলেন দক্ষিণ আফ্রিকার বর্তমান দলের পরিস্থিতি । নিজেকে ধৈর্যশীল মানুষ বলে জানিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক বলেছেন প্রত্যাশার চাপ নিয়ে চলতে তিনি অভ্যস্ত । খেলোয়াড়, অধিনায়ক সবসময় অন্যের কথায় কোনও সিদ্ধান্ত নেননি । হৃদয় যা বলেছে সেটাই করেছেন । তা কখনও কারও পক্ষে ভালো হয়েছে বা খারাপ । তাই প্রশাসনের সর্বোচ্চ পদে বসেও নিজের হৃদয়ের কথা শুনবেন বলেই এদিন জানিয়ে দিলেন তিনি ।

Intro:আডিলেডে নৈশালোকে টেস্ট ম্যাচ কেন ভারতীয় দল খেলেনি তা সৌরভ গাঙ্গুলি জানেননা। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদের বসার পরেই ছবিটা বদলের চেষ্টায় তিনি।25অক্টোবর ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে আলোচনায় বসেছিলেন নব নির্বাচিত বোর্ড প্রেসিডেন্ট। সেখানেই টিম ইন্ডিয়ার দলনেতাকে বাংলাদেশের চলতি ভারত সফরে নৈশালোকে গোলাপি বলে টেস্ট খেলার প্রস্তাব দেন তিনি। বোর্ড সভাপতির সঙ্গে ঘণ্টা খানেকের বৈঠক হয়েছিল।প্রথমেই তার কাছ থেকে টেস্ট ম্যাচ বাচানোর স্বার্থে দিনরাতের টেস্ট ম্যাচ আয়োজনের যৌক্তিকতা বোঝান।তারপর বাংলাদেশের বিরুদ্ধে নৈশালোকে টেস্ট খেলার প্রস্তাবে হ্যাঁ বলতে কোহলি সময়।নিয়েছিলেন তিন সেকেন্ড। আম্পায়ার সাইমন টাফনেলের বই প্রকাশ অনুষ্ঠানে এভাবেই ভারতের মাটিতে নৈশালোকে টেস্ট ম্যাচ আয়োজনের পর্দার আড়ালের গল্প শোনালেন বোর্ড প্রেসিডেন্ট।এব্যাপারে নিজের একশো তম টেস্ট ম্যাচ খেলার অভিঞ্জতা তুলে ধরেন।মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 70হাজার দর্শকের সামনে নিজের শততম টেস্ট খেলা যে অন্যতম সেরা স্মৃতি তা শনিবার বিকেলে ফের বললেন সৌরভ গাঙ্গুলি।আসেজ সিরিজে মাঠ ভর্তি দর্শকের কথা তার মুখে।2001সালের ভারত অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ দেখতে ইডেনে দেড়লাখ লোকের উপস্থিত থাকার কথাও বিসিসিআই প্রেসিডেন্টের মুখে।তবে অতীত ধরে বসে থাকলে হারিয়ে যেতে হবে জানেন।কারন মানুষের জীবনযাত্রার পরিবর্তন হয়েছে।তাই অফিস না গিয়ে টেস্ট দেখতে আসার আবেগ ধরে রাখলে হবে না।বরং পরিবর্তনের পথে হেটে টেস্ট ম্যাচ কে নতুন ভাবে মেলে ধরতে হবে বলে মনে করেন।
ক্রিকেট বিশ্বে টেস্ট দলের অবনতির কথা সৌরভ গাঙ্গুলির মুখে।নিজের খেলার দিনে সেরা টেস্ট খেলোয়াড়দের মোকাবিলার কথা শুনিয়েছেন।একই সঙ্গে যোগ করেছেন দক্ষিণ আফ্রিকার বর্তমান দলকে দেখে হতাশ সৌরভ।
নিজেকে ধৈর্য শীল মানুষ বলে জানিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক বলেছেন প্রত্যাশার চাপ নিয়ে চলতে তিনি অভ্যস্ত।খেলোয়াড়, অধিনায়ক সবসময় অন্যের কথায় কোনও সিদ্ধান্ত নেননি।হৃদয় যা বলেছে সেটাই করেছেন।তা কখনও কারো পক্ষে ভালো হয়েছে বা খারাপ।তাই প্রশাসনের সর্বোচ্চ পদে বসেও নিজের হৃদয়ের কথা শোনার কথা জানিয়ে দিলেন সৌরভ গাঙ্গুলি।


Body:সৌরভ


Conclusion:
Last Updated : Nov 3, 2019, 10:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.