শারজা, 15 অক্টোবর : প্রতিটি দলেরই সাত থেকে আটটি করে ম্যাচ খেলা হয়ে গেছে ৷ বিরাট কোহলি, সঞ্জু স্যামসন, লোকেশ রাহুল, ময়ঙ্ক আগরওয়ালদের ব্যাটে ঝড় উঠেছে ৷ কিন্তু IPL-এর মঞ্চে এখনও দেখা যায়নি ক্রিস গেইলকে ৷ পেটের সংক্রমণের জন্য হাসপাতালে ভরতি ছিলেন তিনি ৷ তবে এখন পুরোপুরি সুস্থ ৷ আজ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হয়তো ক্রিকেটপ্রেমীদের অপেক্ষার অবসান হতে পারে ৷ আজ শারজায় RCB-র বিরুদ্ধেই হয়তো এবারের IPL অভিযান শুরু করবেন তিনি ৷ এতে পয়েন্ট তালিকায় সবচেয়ে নিচে থাকা কিংস ইলেভেন পঞ্জাব কিছুটা হলেও আত্মবিশ্বাস পাবে ৷
অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শেষ ম্যাচটি 82 রানে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ এমনিতে RCB-র বোলিং আক্রমণ সবসময়ই সমস্যার ৷ কিন্তু সেই বোলিং আক্রমণ নিয়েই KKR ব্যাটসম্যানদের আটকে দিয়েছিল তারা ৷ ছন্দে ফিরেছেন বিরাট কোহলি ৷ অপরাজিত 90 রানের ইনিংস খেলেছেন ৷ গত ম্যাচে নাইটদের বিরুদ্ধে বিরাট ব্যাট না চললেও ভেলকি দেখিয়েছেন এবি ডেভিলিয়ার্স ৷ বল হাতে বিরাটের ভরসা যুজবেন্দ্র চাহাল, নভদীপ সাইনি, ক্রিস মরিসরা ৷ পরপর ম্যাচে জয় পেয়ে যাবতীয় আত্মবিশ্বাস জোগাড় করে নিয়েছে ব্যাঙ্গালোর ৷ পয়েন্ট তালিকায় এখন তিন নম্বরে রয়েছে তারা ৷ পঞ্জাবের বিরুদ্ধে প্রথম একাদশে ব্যাঙ্গালোর ম্যানেজমেন্ট কোনও বদল আনবেন বলে মনে হয় না ৷
হারের সরণি থেকে বেরোতে না পারলেও অরেঞ্জ ক্যাপ দখলে রেখেছেন লোকেশ রাহুল ৷ পার্পল ক্যাপের দৌড় থেকে অবশ্য অনেকটাই দূরে সরে গেছেন মহম্মদ সামি ৷ রাহুলের ব্যাটে রান এলেও পঞ্জাবের হার অব্যাহত রয়েছে ৷ গত ম্যাচে নাইটদের বিরুদ্ধে হারটাও অপ্রত্যাশিত ছিল ৷ গেইলের উপস্থিতিতে ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া হয়ে থাকবে কিংসরা ৷
শারজার উইকেট এখন আর ব্যাটসম্যানদের কাছে স্বর্গ নয় ৷ যদিও প্রথম ইনিংসে এই উইকেট ব্যাটসম্যান সহায়ক থাকবে ৷ অন্তত আগের দুটো ম্যাচ থেকে তেমনটাই মনে হয়েছে ৷ দ্বিতীয় ইনিংসে এই উইকেট স্পিনারদের সাহায্য করবে ৷ ফলে রান তোলা কঠিন হয়ে পড়ছে ৷