ETV Bharat / sports

জীবনের সেরা সিজ়ন, টুইটারে দলকে শুভেচ্ছা শাস্ত্রীর

author img

By

Published : Mar 29, 2021, 2:23 PM IST

গতকাল রবিবারই 7 রানে বিশ্ব চাম্পিয়ানদের হারিয়ে একদিনের সিরিজ়ের দখল নিয়েছে মেন-ইন-ব্লু ৷

ravi-shastri-congratulates-team-india-for-season-of-a-lifetime
ravi-shastri-congratulates-team-india-for-season-of-a-lifetime

পুনে, 29 মার্চ: একের পর এক সিরিজ় জয় ৷ দুই সেরা টিমের বিরুদ্ধে ৷ তাও আবার কোভিড পরিস্থিতির মধ্যে ৷ বিরাট-রোহিতদের সাম্প্রতিক সাফল্যের পর দলের হেড কোচ বললেন, জীবনের সেরা সিজ়ন ৷

টি 20 ও টেস্ট সিরিজ়ে অস্ট্রেলিয়াকে হারানোর পর তিন ফরম্যাটেই ইংল্যান্ডকে হারিয়েছে বিরাট বাহিনী ৷ গতকাল রবিবার 7 রানে বিশ্ব চাম্পিয়ানদের হারিয়ে একদিনের সিরিজ়ের দখল নিয়েছে মেন-ইন-ব্লু ৷ এমন সাফল্যের পর রবি শাস্ত্রি টুইট করেন, "সব ফরম্যাটে দুই সেরা টিমের বিরুদ্ধে জয় পেয়েছ, জীবনের সেরা সিজ়নের সাফল্যের জন্য ছেলেদের অভিনন্দন ৷ এই অভ্যাসটাকে ধরে রাখো ৷"

আরও পড়ুন: তাঁর কাছে অগ্রাধিকার টেস্ট ক্রিকেট, জানালেন ভুবনেশ্বর কুমার

করোনার কারণে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দুই দলের সঙ্গে সিরিজ়েই কড়া জৈব বলয়ের মধ্যে থাকতে হয়েছে গোটা দলকে ৷ দেশের মাঠে ইংল্যান্ডের সঙ্গে সিরিজ়ের আগে মাত্র এক সপ্তাহ ছুটি পেয়েছিল ভারতীয় খেলোয়াড়রা ৷ উল্লেখ্য, কোচ শাস্ত্রী এবং আরও কিছু খেলোয়াড় দীর্ঘদিন ধরে কড়া জৈব বলয় নিয়ে আপত্তিও তুলেছিলেন ৷

Congratulations Guys for holding up and having a season of a lifetime in toughest of times across all formats and hemispheres against 2 of the best teams in the world. Take a bow 🇮🇳🙏🏻 #TeamIndia #INDvsENG pic.twitter.com/8UnGPZfMY4

— Ravi Shastri (@RaviShastriOfc) March 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপরেও একদিনের সিরিজ়ে অস্ট্রেলিয়ার কাছে 1-2 ফলাফলে হারার পর 2-1 ব্যবধানে টি20 সিরিজ় জিতে নেয় ভারত ৷ এরপর ঘরের মাঠে ইংল্যান্ডকে টেস্ট, ওয়ানডে ও টি20-তিন ফরম্যাটেই হারিয়ে দেয় পন্থ-রাহুলরা ৷

পুনে, 29 মার্চ: একের পর এক সিরিজ় জয় ৷ দুই সেরা টিমের বিরুদ্ধে ৷ তাও আবার কোভিড পরিস্থিতির মধ্যে ৷ বিরাট-রোহিতদের সাম্প্রতিক সাফল্যের পর দলের হেড কোচ বললেন, জীবনের সেরা সিজ়ন ৷

টি 20 ও টেস্ট সিরিজ়ে অস্ট্রেলিয়াকে হারানোর পর তিন ফরম্যাটেই ইংল্যান্ডকে হারিয়েছে বিরাট বাহিনী ৷ গতকাল রবিবার 7 রানে বিশ্ব চাম্পিয়ানদের হারিয়ে একদিনের সিরিজ়ের দখল নিয়েছে মেন-ইন-ব্লু ৷ এমন সাফল্যের পর রবি শাস্ত্রি টুইট করেন, "সব ফরম্যাটে দুই সেরা টিমের বিরুদ্ধে জয় পেয়েছ, জীবনের সেরা সিজ়নের সাফল্যের জন্য ছেলেদের অভিনন্দন ৷ এই অভ্যাসটাকে ধরে রাখো ৷"

আরও পড়ুন: তাঁর কাছে অগ্রাধিকার টেস্ট ক্রিকেট, জানালেন ভুবনেশ্বর কুমার

করোনার কারণে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দুই দলের সঙ্গে সিরিজ়েই কড়া জৈব বলয়ের মধ্যে থাকতে হয়েছে গোটা দলকে ৷ দেশের মাঠে ইংল্যান্ডের সঙ্গে সিরিজ়ের আগে মাত্র এক সপ্তাহ ছুটি পেয়েছিল ভারতীয় খেলোয়াড়রা ৷ উল্লেখ্য, কোচ শাস্ত্রী এবং আরও কিছু খেলোয়াড় দীর্ঘদিন ধরে কড়া জৈব বলয় নিয়ে আপত্তিও তুলেছিলেন ৷

  • Congratulations Guys for holding up and having a season of a lifetime in toughest of times across all formats and hemispheres against 2 of the best teams in the world. Take a bow 🇮🇳🙏🏻 #TeamIndia #INDvsENG pic.twitter.com/8UnGPZfMY4

    — Ravi Shastri (@RaviShastriOfc) March 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপরেও একদিনের সিরিজ়ে অস্ট্রেলিয়ার কাছে 1-2 ফলাফলে হারার পর 2-1 ব্যবধানে টি20 সিরিজ় জিতে নেয় ভারত ৷ এরপর ঘরের মাঠে ইংল্যান্ডকে টেস্ট, ওয়ানডে ও টি20-তিন ফরম্যাটেই হারিয়ে দেয় পন্থ-রাহুলরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.