চেন্নাই, 14 ফেব্রুয়ারি : মাঠে তখন খেলা চলছে ৷ অশ্বিন, অক্ষরদের স্পিনের ভেলকিতে তখন দিশেহারা রুট-স্টোকসরা ৷ সেই সময়কার ছবি তুলে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ স্টেডিয়ামে প্রবেশ না করেই ভারত-ইংল্যান্ড ম্যাচের সাক্ষী থাকলেন প্রধানমন্ত্রী ৷
বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আমেদাবাদের মোতেরায় হবে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট ৷ সেই ম্যাচে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ কিন্তু তার আগেই ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচের সাক্ষী থাকলেন প্রধানমন্ত্রী ৷ তাও আবার হেলিকপ্টার থেকে ৷ আজ চেন্নাই সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ বেশ কয়েকটি প্রজেক্টের উদ্বোধন করেন তিনি ৷ চেন্নাই বিমানবন্দরে নামার আগেই তাঁর চোখে পড়ে চিপক স্টেডিয়াম ৷ মাঠে তখন সাদা জার্সিতে লড়াইয়ে ব্যস্ত রুট-কোহলিরা ৷ মধ্যগগন থেকে স্টেডিয়ামের দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ মুহূর্তের ছবি ক্যামেরায় বন্দি করেন নেন তিনি ৷
-
Caught a fleeting view of an interesting test match in Chennai. 🏏 🇮🇳 🏴 pic.twitter.com/3fqWCgywhk
— Narendra Modi (@narendramodi) February 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Caught a fleeting view of an interesting test match in Chennai. 🏏 🇮🇳 🏴 pic.twitter.com/3fqWCgywhk
— Narendra Modi (@narendramodi) February 14, 2021Caught a fleeting view of an interesting test match in Chennai. 🏏 🇮🇳 🏴 pic.twitter.com/3fqWCgywhk
— Narendra Modi (@narendramodi) February 14, 2021
আরও পড়ুন : টেস্টে বাঁ হাতি ব্যাটসম্যানদের "যম" অশ্বিন
ছবিটি টুইট করে প্রধানমন্ত্রী লেখেন, "চেন্নাইয়ে চলতি চিত্তাকর্ষক টেস্ট ম্যাচের দৃশ্য ধরে রাখলাম ৷" ছবির সঙ্গে ভারত ও ইংল্যান্ডের ফ্ল্যাগ এবং ব্যাট ও বলের দুটি ইমোজি দেন ৷ এর আগেও অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের ঐতিহাসিক জয় নিয়ে টুইট করেছিলেন মোদি ৷
আরও পড়ুন : অশ্বিনের ঘূর্ণিতে দিশেহারা ইংল্যান্ড, 249 রানে এগিয়ে কোহলি ব্রিগেড