ETV Bharat / sports

তিন দিনে খেল খতম, হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে দেশে ফিরছেন কোহলিরা - India vs Newzeland

বিশ্বের একনম্বর টেস্ট টিম গুটিয়ে গেল মাত্র তিনদিনে ৷ ওয়েলিংটনের পর ক্রাইস্টচার্চ টেস্ট 7 উইকেটে হেরে 0-2 ব্যবধানে সিরিজ় খোয়ালো ভারত ৷

newzeland
নিউজ়িল্যান্ড
author img

By

Published : Mar 2, 2020, 8:33 AM IST

ক্রাইস্টচার্চ, 2 ফেব্রুয়ারি: জসপ্রীত বুমরার পুরোনো ফর্ম, মহম্মদ শামির দুরন্ত বোলিং, রবীন্দ্র জাদেজার দুর্ধর্ষ ক্যাচ - সব ব্যর্থ ৷ ভারতীয় বোলাররা প্রত্যাঘাত করলেও বিরাট ব্রিগেডের নির্বিষ ব্যাটিং আরও একটা হারের দুঃখ বয়ে আনল ৷ 7 উইকেটে ক্রাইস্টচার্চ টেস্টে হেরে দুই ম্যাচের সিরিজ়ে ধুয়েমুছে সাফ ভারত ৷ বিশ্বের পয়লা নম্বর টেস্ট দলকে মাত্র তিনদিনেই গুটিয়ে দিল কেন উইলিয়ামসনের দল ৷

ক্রাইস্টচার্চ টেস্টের ভাগ্য স্পষ্ট হয়ে গিয়েছিল ম্যাচের দ্বিতীয় দিনেই ৷ তবুও ক্রিকেট হল অনিশ্চয়তার খেলা ৷ আশা ছাড়েননি ভারতীয় সমর্থকরা ৷ তাই দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকা হনুমা বিহারী এবং ঋষভ পন্থের দিকে তাকিয়েছিল তারা ৷ সোমবার সকালে পরপর হনুমা এবং ঋষভ প্যাভিলিয়নের পথ ধরতেই সবকিছু জলের মতো স্পষ্ট হয়ে যায় ৷ ওয়েলিংটনের পর বিশ্বের এক নম্বর টেস্ট টিম আরও একটি হারের মুখ দেখতে চলেছে ৷ সঙ্গে রয়েছে ICC টেস্ট চ্যাম্পিয়নশিপে পরপর দুটো হার , ওয়ান ডে সিরিজ়ের পর টেস্ট সিরিজ়েও হোয়াইটওয়াশের লজ্জা ৷

দ্বিতীয় দিনের শেষে ছয় উইকেট হারিয়ে 90 রান তুলেছিল ভারত ৷ সোমবার সকালে আরও সাত রান যোগ করে সাউদির বলে ফেরেন হনুমা ৷ পরের ওভারেই পন্থকে সাজঘরের পথ দেখান দ্বিতীয় দিনে তিনটি উইকেট নেওয়া ট্রেন্ট বোল্ট ৷ ভারতকে দ্বিতীয় ইনিংসে 124 রানে গুটিয়ে দিয়ে ক্রাইস্টচার্চ টেস্ট জয়ের রাস্তা পরিষ্কার করে ফেলে কিউয়ি বোলাররা ৷ শেষ চার উইকেটে যোগ হয় মাত্র 34 রান ৷

ঘরের মাঠে কোহলিদের টেস্ট সিরিজ়ে হোয়াইটওয়াশ করতে নিউজ়িল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র 132 রান ৷ মনে হচ্ছিল দুই কিউয়ি ওপেনার টম ল্যাথাম ও টম ব্লান্ডেলের ব্যাটেই ম্যাচ জিতে ফেলবে নিউজ়িল্যান্ড ৷ দুজনেই অর্ধশতরান করলেন ৷ সান্ত্বনা পুরস্কার হিসেবে উমেশ যাদব যখন ল্যাথামের (52) উইকেট পেলেন তখন একশোর গণ্ডি পার করে ফেলেছে হোম টিম ৷ অধিনায়ক কেন উইলিয়ামসন এবং ব্লান্ডেলের উইকেট নেন বুমরা ৷ বাকি কাজটা সম্পন্ন করেন রস টেলর এবং হেনরি নিকোলাস ৷

ক্রাইস্টচার্চ, 2 ফেব্রুয়ারি: জসপ্রীত বুমরার পুরোনো ফর্ম, মহম্মদ শামির দুরন্ত বোলিং, রবীন্দ্র জাদেজার দুর্ধর্ষ ক্যাচ - সব ব্যর্থ ৷ ভারতীয় বোলাররা প্রত্যাঘাত করলেও বিরাট ব্রিগেডের নির্বিষ ব্যাটিং আরও একটা হারের দুঃখ বয়ে আনল ৷ 7 উইকেটে ক্রাইস্টচার্চ টেস্টে হেরে দুই ম্যাচের সিরিজ়ে ধুয়েমুছে সাফ ভারত ৷ বিশ্বের পয়লা নম্বর টেস্ট দলকে মাত্র তিনদিনেই গুটিয়ে দিল কেন উইলিয়ামসনের দল ৷

ক্রাইস্টচার্চ টেস্টের ভাগ্য স্পষ্ট হয়ে গিয়েছিল ম্যাচের দ্বিতীয় দিনেই ৷ তবুও ক্রিকেট হল অনিশ্চয়তার খেলা ৷ আশা ছাড়েননি ভারতীয় সমর্থকরা ৷ তাই দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকা হনুমা বিহারী এবং ঋষভ পন্থের দিকে তাকিয়েছিল তারা ৷ সোমবার সকালে পরপর হনুমা এবং ঋষভ প্যাভিলিয়নের পথ ধরতেই সবকিছু জলের মতো স্পষ্ট হয়ে যায় ৷ ওয়েলিংটনের পর বিশ্বের এক নম্বর টেস্ট টিম আরও একটি হারের মুখ দেখতে চলেছে ৷ সঙ্গে রয়েছে ICC টেস্ট চ্যাম্পিয়নশিপে পরপর দুটো হার , ওয়ান ডে সিরিজ়ের পর টেস্ট সিরিজ়েও হোয়াইটওয়াশের লজ্জা ৷

দ্বিতীয় দিনের শেষে ছয় উইকেট হারিয়ে 90 রান তুলেছিল ভারত ৷ সোমবার সকালে আরও সাত রান যোগ করে সাউদির বলে ফেরেন হনুমা ৷ পরের ওভারেই পন্থকে সাজঘরের পথ দেখান দ্বিতীয় দিনে তিনটি উইকেট নেওয়া ট্রেন্ট বোল্ট ৷ ভারতকে দ্বিতীয় ইনিংসে 124 রানে গুটিয়ে দিয়ে ক্রাইস্টচার্চ টেস্ট জয়ের রাস্তা পরিষ্কার করে ফেলে কিউয়ি বোলাররা ৷ শেষ চার উইকেটে যোগ হয় মাত্র 34 রান ৷

ঘরের মাঠে কোহলিদের টেস্ট সিরিজ়ে হোয়াইটওয়াশ করতে নিউজ়িল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র 132 রান ৷ মনে হচ্ছিল দুই কিউয়ি ওপেনার টম ল্যাথাম ও টম ব্লান্ডেলের ব্যাটেই ম্যাচ জিতে ফেলবে নিউজ়িল্যান্ড ৷ দুজনেই অর্ধশতরান করলেন ৷ সান্ত্বনা পুরস্কার হিসেবে উমেশ যাদব যখন ল্যাথামের (52) উইকেট পেলেন তখন একশোর গণ্ডি পার করে ফেলেছে হোম টিম ৷ অধিনায়ক কেন উইলিয়ামসন এবং ব্লান্ডেলের উইকেট নেন বুমরা ৷ বাকি কাজটা সম্পন্ন করেন রস টেলর এবং হেনরি নিকোলাস ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.