আবু ধাবি, 19 সেপ্টেম্বর : গুনে গুনে 436 দিন পর প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামলেন মহেন্দ্র সিং ধোনি । আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর মাহিকে মাঠে দেখার জন্য মুখিয়ে ছিল অনুরাগীরা । IPL শুরুর আগে টুইটারে #welcome back dhoni ট্রেন্ডিং হয়ে যায় । অনুরাগীদের মুখে হাসি ফুটিয়ে ধোনি নামলেন । প্রিয় তারকাকে দেখে প্রত্যাশার চেয়ে একটু বেশি কিছু পেলেন মাহি অনুরাগীরা ।
তাঁর মুখের জ্যামিতি দেখে কোনওদিনও কেউ মনের অবস্থা আন্দাজ করতে পারেনি । দীর্ঘ 14 মাস পর মাঠে নেমে নার্ভাস বোধ করছিলেন কি না জানা নেই । কারণ টস ও তারপরে মাঠে নামার সময় মুখে ছিল চেনা নির্লিপ্ত হাসি । হলুদ জার্সিতে "ক্যাপ্টেন কুল"কে আরও বেশি মাত্রায় কুল মনে হচ্ছিল ।
তবে IPL- এর উদ্বোধনী ম্যাচে অনুরাগীদের নজর কাড়লেন তাঁর লুক দিয়ে । স্টাইলিশ হাফ বিয়ার্ড লুকে ধোনিকে দেখে উচ্ছ্বসিত দর্শকরা । হাতের বাইসেপস মনে হচ্ছিল যেন জার্সি ফুঁড়ে বেরিয়ে আসবে । এহেন লুকে হাতে ঘড়ি পরে এলেন টস করতে । তারপরই ধোনির নয়া লুক নিয়ে সোশাল মিডিয়ায় শুরু হয়ে যায় জোর আলোচনা ।
অবশ্য চুল দাড়ি নিয়ে ধোনির পরীক্ষা-নিরীক্ষা নতুন নয় । কেরিয়ারের শুরু থেকেই নিত্যনতুন হেয়ার ও বিয়ার্ড স্টাইলে দেখা গিয়েছে মহেন্দ্র সিং ধোনিকে । হ্যাশট্যাগ ধোনি ব্যাক উইথ বিয়ার্ড ট্রেন্ডিং শুরু হল বলে ।