ETV Bharat / sports

বন্ধুদের সঙ্গে খুনসুটি, ধোনি ব্যস্ত চারা রোপণে - ms dhoni

গতবছর জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর চাষবাসে মন দিয়েছেন ধোনি ৷ নিজের ফার্মহাউজ়ে বিভিন্ন সবজি ও ফলের চাষ করছেন ৷

ms dhoni plants tree in his farmhouse
ms dhoni plants tree in his farmhouse
author img

By

Published : Jan 24, 2021, 12:42 PM IST

রাঁচি, 24 জানুয়ারি : অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের ঐতিহাসিক জয়ে মজে গোটা দেশ ৷ রোজই অস্ট্রেলিয়া সফর সংক্রান্ত নিত্যনতুন খবর সামনে আসছে ৷ সেসব চেটেপুটে উপভোগ করছে ক্রিকেটপ্রেমীরা ৷ আর এই সময়ে কী করছেন দেশে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ? আসলে এসব থেকে শত ক্রোশ দূরে দেশের মাহি ৷ বাইশ গজ ছেড়ে নিজের বাগানে চারা লাগাতে ব্যস্ত বিশ্বকাপজয়ী অধিনায়ক ৷

গতবছর জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর চাষবাসে মন দিয়েছেন ধোনি ৷ নিজের ফার্মহাউজ়ে বিভিন্ন সবজি ও ফলের চাষ করছেন ৷ তাঁর বাগানের সবজি, ফল এখন বাইরের দেশে রপ্তানি হচ্ছে ৷ এসব তথ্য ধোনি-অনুরাগীদের জানা ৷ কিছুদিন আগেই নিজের বাগানের স্ট্রবেরি গাছ থেকে তুলে খাওয়ার ভিডিয়ো পোস্ট করেছিলেন ধোনি ৷ এবার দেখা গেল নিজের হাতে বাগানে গাছ রোপণ করছেন ৷ এই সংক্রান্ত কয়েকটি ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ধোনির এক বন্ধু ৷

আরও পড়ুন : "অজ়িরা লিফটে থাকলে আমাদের প্রবেশ নিষিদ্ধ ছিল"

ভিডিয়োতে দেখা যাচ্ছে খাকি রঙের পোশাক পরে হাঁটু মুড়ে বসে চারা লাগাচ্ছেন ধোনি ৷ গোটা মুখ ভরতি দাড়ি ৷ বুকের কাছে ঝুলছে রোদচশমা ৷ ভিডিয়োতে বন্ধুদের সঙ্গে খুনসুটি, হাসিঠাট্টা করতেও দেখা গিয়েছে তাঁকে ৷

ভারতের বর্ডার গাভাসকর ট্রফি জয় নিয়ে গোটা বিশ্ব থেকেই প্রতিক্রিয়া এসেছে ৷ বিদেশের ক্রিকেট ব্যক্তিত্বরা নিজেদের মতামত দিয়েছেন ৷ বরাবরের মতো এ নিয়ে নিশ্চুপ ধোনি ৷ অজিঙ্ক রাহানের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় তরুণদের লড়াই নিয়ে প্রাক্তন অধিনায়কের প্রতিক্রিয়া জানার জন্য মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা ৷

রাঁচি, 24 জানুয়ারি : অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের ঐতিহাসিক জয়ে মজে গোটা দেশ ৷ রোজই অস্ট্রেলিয়া সফর সংক্রান্ত নিত্যনতুন খবর সামনে আসছে ৷ সেসব চেটেপুটে উপভোগ করছে ক্রিকেটপ্রেমীরা ৷ আর এই সময়ে কী করছেন দেশে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ? আসলে এসব থেকে শত ক্রোশ দূরে দেশের মাহি ৷ বাইশ গজ ছেড়ে নিজের বাগানে চারা লাগাতে ব্যস্ত বিশ্বকাপজয়ী অধিনায়ক ৷

গতবছর জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর চাষবাসে মন দিয়েছেন ধোনি ৷ নিজের ফার্মহাউজ়ে বিভিন্ন সবজি ও ফলের চাষ করছেন ৷ তাঁর বাগানের সবজি, ফল এখন বাইরের দেশে রপ্তানি হচ্ছে ৷ এসব তথ্য ধোনি-অনুরাগীদের জানা ৷ কিছুদিন আগেই নিজের বাগানের স্ট্রবেরি গাছ থেকে তুলে খাওয়ার ভিডিয়ো পোস্ট করেছিলেন ধোনি ৷ এবার দেখা গেল নিজের হাতে বাগানে গাছ রোপণ করছেন ৷ এই সংক্রান্ত কয়েকটি ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ধোনির এক বন্ধু ৷

আরও পড়ুন : "অজ়িরা লিফটে থাকলে আমাদের প্রবেশ নিষিদ্ধ ছিল"

ভিডিয়োতে দেখা যাচ্ছে খাকি রঙের পোশাক পরে হাঁটু মুড়ে বসে চারা লাগাচ্ছেন ধোনি ৷ গোটা মুখ ভরতি দাড়ি ৷ বুকের কাছে ঝুলছে রোদচশমা ৷ ভিডিয়োতে বন্ধুদের সঙ্গে খুনসুটি, হাসিঠাট্টা করতেও দেখা গিয়েছে তাঁকে ৷

ভারতের বর্ডার গাভাসকর ট্রফি জয় নিয়ে গোটা বিশ্ব থেকেই প্রতিক্রিয়া এসেছে ৷ বিদেশের ক্রিকেট ব্যক্তিত্বরা নিজেদের মতামত দিয়েছেন ৷ বরাবরের মতো এ নিয়ে নিশ্চুপ ধোনি ৷ অজিঙ্ক রাহানের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় তরুণদের লড়াই নিয়ে প্রাক্তন অধিনায়কের প্রতিক্রিয়া জানার জন্য মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.