ETV Bharat / sports

রঞ্জি ট্রফিতে অনিশ্চিত মনোজ তিওয়ারি

author img

By

Published : Jan 26, 2021, 9:52 PM IST

হাঁটুতে চোট পেয়েছেন মনোজ তিওয়ারি । তাই আসন্ন রঞ্জি ট্রফিতে তিনি খেলবেন কি না তা নির্ভর করছে চিকিৎসকের রিপোর্টের ওপর ।

manoj tiwary is in doubtful to play ranji
রঞ্জি ট্রফিতে অনিশ্চিত মনোজ তিওয়ারি

কলকাতা, 26 জানুয়ারি : চোটের জন্য আসন্ন রঞ্জি ট্রফি থেকে সরে দাঁড়াতে পারেন মনোজ তিওয়ারি । মঙ্গলবার সিসিএফসিতে লিয়েন্ডার পেজের আমন্ত্রণে এসেছিলেন । সেখানে ইরফান পাঠানের সঙ্গে আড্ডাও মারেন তিনি ।

এই অনুষ্ঠানে বাংলার কোচ অরুণলাল থাকলেও তাঁর সঙ্গে মনোজকে এক ফ্রেমে দেখা যায়নি । তবে এরই ফাঁকে বাংলা দলের সিনিয়র ব্যাটসম্যান বললেন তিনি হাঁটুর চোটে কাবু । চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন । তাঁর রিপোর্টের ওপর চলতি মরশুমে রঞ্জি ট্রফিতে মনোজের খেলার বিষয়টি নির্ভর করবে ।

রঞ্জি ট্রফিতে অনিশ্চিত মনোজ তিওয়ারি

কোন রাখঢাক না করে মনোজ নিজেও বলছেন, তাঁর খেলার ব্যাপারে অনিশ্চয়তা রয়েছে । বুধবার রঞ্জি ট্রফির জন্য দল বাছতে বসবেন বাংলার নির্বাচকরা । কোচ অরুণলাল নিজেও থাকবেন । নতুন ফরম্যাটে এবারের রঞ্জি ট্রফি হবে । গতবারের রানার্স বাংলা এবার খেতাবের লক্ষ্যে প্রথম থেকে ঝাঁপাতে চাইছে । এই ক্ষেত্রে মনোজকে যদি সত্যিই না পাওয়া যায় সেক্ষেত্রে অভাব মেটানো কঠিন হবে ।

আরও পড়ুন : প্রাক্তন ভারতীয় গোলকিপার প্রশান্ত ডোরার মৃত্য়ুতে শোকপ্রকাশ এআইএফএফ-র

অভিমন্যু ঈশ্বরন ইতিমধ্যে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ়ের জন্য স্ট্যান্ডবাই হিসেবে নির্বাচিত । তাঁকে পাওয়া যাবে না । ফলে, একঝাঁক নতুন ক্রিকেটার এবং অনুষ্টুপ মজুমদারকে নিয়ে কৌশল সাজাতে হবে অরুণলালকে।

কলকাতা, 26 জানুয়ারি : চোটের জন্য আসন্ন রঞ্জি ট্রফি থেকে সরে দাঁড়াতে পারেন মনোজ তিওয়ারি । মঙ্গলবার সিসিএফসিতে লিয়েন্ডার পেজের আমন্ত্রণে এসেছিলেন । সেখানে ইরফান পাঠানের সঙ্গে আড্ডাও মারেন তিনি ।

এই অনুষ্ঠানে বাংলার কোচ অরুণলাল থাকলেও তাঁর সঙ্গে মনোজকে এক ফ্রেমে দেখা যায়নি । তবে এরই ফাঁকে বাংলা দলের সিনিয়র ব্যাটসম্যান বললেন তিনি হাঁটুর চোটে কাবু । চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন । তাঁর রিপোর্টের ওপর চলতি মরশুমে রঞ্জি ট্রফিতে মনোজের খেলার বিষয়টি নির্ভর করবে ।

রঞ্জি ট্রফিতে অনিশ্চিত মনোজ তিওয়ারি

কোন রাখঢাক না করে মনোজ নিজেও বলছেন, তাঁর খেলার ব্যাপারে অনিশ্চয়তা রয়েছে । বুধবার রঞ্জি ট্রফির জন্য দল বাছতে বসবেন বাংলার নির্বাচকরা । কোচ অরুণলাল নিজেও থাকবেন । নতুন ফরম্যাটে এবারের রঞ্জি ট্রফি হবে । গতবারের রানার্স বাংলা এবার খেতাবের লক্ষ্যে প্রথম থেকে ঝাঁপাতে চাইছে । এই ক্ষেত্রে মনোজকে যদি সত্যিই না পাওয়া যায় সেক্ষেত্রে অভাব মেটানো কঠিন হবে ।

আরও পড়ুন : প্রাক্তন ভারতীয় গোলকিপার প্রশান্ত ডোরার মৃত্য়ুতে শোকপ্রকাশ এআইএফএফ-র

অভিমন্যু ঈশ্বরন ইতিমধ্যে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ়ের জন্য স্ট্যান্ডবাই হিসেবে নির্বাচিত । তাঁকে পাওয়া যাবে না । ফলে, একঝাঁক নতুন ক্রিকেটার এবং অনুষ্টুপ মজুমদারকে নিয়ে কৌশল সাজাতে হবে অরুণলালকে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.