ETV Bharat / sports

দুস্থ শিশুদের জন্য নিজের ক্রিকেট সরঞ্জাম দান লোকেশ রাহুলের - lockdown

নিলামের সমস্ত টাকা যাবে অ্যাওয়ার ফাউন্ডেশনে ৷ এরা ভারতে দুঃস্থ, অনাথ শিশুদের শিক্ষার ব্যবস্থা করে ৷ ‘‘এটা একটা ফাউন্ডেশন, যেটা শিশুদের সাহায্য করে ৷ আর আমার জন্মদিনের থেকে আর ভালো দিন পায়নি ৷ ’’ ভিডিয়ো বার্তায় বলেন রাহুল ৷

lokesh
লোকেশ রাহুল
author img

By

Published : Apr 20, 2020, 9:14 PM IST

দিল্লি, 20 এপ্রিল : ভারতীয় ক্রিকেট দলে ইউটিলিটি ক্রিকেটার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন লোকেশ রাহুল ৷ মূলত ব্যাটসম্যান হিসাবে খেললেও সীমিত ওভারের ক্রিকেটে উইকেট কিপিংয়ের দায়িত্বও সামলেছেন দক্ষতার সঙ্গে ৷ এবার ফের এলেন সংবাদ শিরোনামে ৷ নিজের জন্মদিনে ক্রিকেট সরঞ্জাম নিলাম করার জন্য দান করলেন তিনি ৷ নিলাম করা সেই অর্থ দুস্থ শিশুদের উন্নতিকল্পে দান করা হবে ৷

‘‘ভারত আর্মি’’-র টুইট করা একটি ভিডিয়োতে রাহুল বলেন, ‘‘ আমি আমার ক্রিকেট প্যাড, আমার গ্লাভস, হেলমেট, জার্সি ভারত আর্মিকে দান করার সিদ্ধান্ত নিয়েছি ৷ তারা সেগুলি নিলামে তুলবে ৷’’

নিলামের সমস্ত টাকা যাবে অ্যাওয়ার ফাউন্ডেশনে ৷ এরা ভারতে দুঃস্থ, অনাথ শিশুদের শিক্ষার ব্যবস্থা করে ৷ ‘‘এটা একটা ফাউন্ডেশন, যেটা শিশুদের সাহায্য করে ৷ আর আমার জন্মদিনের থেকে দান করার জন্য আর ভালো দিন পায়নি ৷ ’’ ভিডিয়ো বার্তায় বলেন রাহুল ৷

আগামী সোমবার থেকে নিলাম শুরু হবে ৷ রাহুলের যে ক্রিকেটীয় সামগ্রী নিলাম হবে তার মধ্যে আছে 2019 বিশ্বকাপে খেলা ব্যাট, সই করা ৷ টি-20, ওয়ানডে ও টেস্টের সই করা জার্সি, হেলমেট, ব্যাটিং গ্লাভস ও প্যাডও নিলামে তুলছেন তিনি ৷

দিল্লি, 20 এপ্রিল : ভারতীয় ক্রিকেট দলে ইউটিলিটি ক্রিকেটার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন লোকেশ রাহুল ৷ মূলত ব্যাটসম্যান হিসাবে খেললেও সীমিত ওভারের ক্রিকেটে উইকেট কিপিংয়ের দায়িত্বও সামলেছেন দক্ষতার সঙ্গে ৷ এবার ফের এলেন সংবাদ শিরোনামে ৷ নিজের জন্মদিনে ক্রিকেট সরঞ্জাম নিলাম করার জন্য দান করলেন তিনি ৷ নিলাম করা সেই অর্থ দুস্থ শিশুদের উন্নতিকল্পে দান করা হবে ৷

‘‘ভারত আর্মি’’-র টুইট করা একটি ভিডিয়োতে রাহুল বলেন, ‘‘ আমি আমার ক্রিকেট প্যাড, আমার গ্লাভস, হেলমেট, জার্সি ভারত আর্মিকে দান করার সিদ্ধান্ত নিয়েছি ৷ তারা সেগুলি নিলামে তুলবে ৷’’

নিলামের সমস্ত টাকা যাবে অ্যাওয়ার ফাউন্ডেশনে ৷ এরা ভারতে দুঃস্থ, অনাথ শিশুদের শিক্ষার ব্যবস্থা করে ৷ ‘‘এটা একটা ফাউন্ডেশন, যেটা শিশুদের সাহায্য করে ৷ আর আমার জন্মদিনের থেকে দান করার জন্য আর ভালো দিন পায়নি ৷ ’’ ভিডিয়ো বার্তায় বলেন রাহুল ৷

আগামী সোমবার থেকে নিলাম শুরু হবে ৷ রাহুলের যে ক্রিকেটীয় সামগ্রী নিলাম হবে তার মধ্যে আছে 2019 বিশ্বকাপে খেলা ব্যাট, সই করা ৷ টি-20, ওয়ানডে ও টেস্টের সই করা জার্সি, হেলমেট, ব্যাটিং গ্লাভস ও প্যাডও নিলামে তুলছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.